ও ওহিদ ভাই, এতদিনে আপনারে পাইলাম। নারীদের নিয়া আপনি খুবই চিন্তিত। মাশাল্লাহ তাদের ইজ্জত রক্ষার পথও বাতলাইতাছেন। কিভাবে বুরখা দিয়া তারা ইজ্জত রক্ষা করবে।
কিন্তু ভাইজান আমরা যারা আমেরিকা-ইউরোপে থাকি তারা নিজেরাই ইজ্জতের সমস্যায় আছি। এরা বুরখা তো দূরে থাক গায়ে কাপড় রাখতে চায় না। আর নেশা কইরা আমাদের দিকে এমন ভাবে তাকায় যে নিজেদের ইজ্জত রাখা কঠিন হয়ে পড়ছে। তো ভাইজান এরা মসজিদ গির্জা কিছুই মানে না। আপনি যদি একটু বলতেন, এইসব বেশরিয়তি নারীদের মাঝে আমরা পুরুষরা কিভাবে ইজ্জত রক্ষা করবাম, তাইলে আপনার অশেষ সওয়াব হইবো।
মন্তব্য
নতুন মন্তব্য করুন