নিজের ধর্মকেই সবাই শ্রেষ্ঠ ধর্ম মনে করে কেন?

দীক্ষক দ্রাবিড় এর ছবি
লিখেছেন দীক্ষক দ্রাবিড় (তারিখ: শুক্র, ২৪/০২/২০০৬ - ১:৪০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


নিজের মাকে বেশিরভাগ লোক মনে করে পৃথিবীর শ্রেষ্ঠ মা। নিজের বাবাকেও অনেকে তাই মনে করে।
নিজের দেশকে যে শ্রেষ্ঠ মনে করে না তাকে অনেকেই দেশদ্রোহীর তালিকায় তুলবে। কিন্তু অনেকেরই দেশের মানচিত্র বদলে যায় তার জীবদ্দশায়।
আর ধর্ম। নিজের ধর্মকে মানুষ মনে করে সব ধর্মের চেয়ে বড়। সব ধর্মের উর্দ্ধে। কেন? সবাই নিজের ধর্মকে শ্রেষ্ঠ মনে করবে কেন? এটা তো অযৌক্তিক। একটি ধর্মকে শ্রেষ্ঠ বলা যেতে পারে। সেটা সর্বজন স্বীকৃত হতে হবে। নিজে নিজের ধর্ম নিয়ে চেঁচালেইতো চলবে না। এক্ষেত্রে পৃথিবীব্যাপি গণতান্ত্রিক ভোটাভুটিও কেউ মানবে না। তাহলে?
একটা কাজ করা যায়। পৃথিবীর প্রধান প্রধান ধর্মগুলো মিলে সময় ভাগাভাগি করে নিতে পারে নিজেদের শ্রেষ্ঠত্বের। যেমন প্রথম দুই মাস এক ধর্মের। পরের দুইমাস আরেক ধর্মের। এভাবে চক্রাকারে চলতে থাকবে ধর্মের শ্রেষ্ঠত্ব।
তখন কোনো এক ধর্মের লোক বলতে পারবে, 2008 সালের জানুয়ারী ও ফেব্রুয়ারি মাসে আমরা শ্রেষ্ঠ ধর্ম ছিলাম। কেমন হয়?


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।