বেলায় বেলায় খাওয়ার জন্য বাজার তো লাগবে। আপাতত: 12 সিএফটির স্যামসুং ঠাসা। তারপরও টুকটাক কতকিছু বাকী রয়ে যায়। সন্ধ্যায় ঠান্ডা আরো বাড়ার আগে তাই একবার বাজারে ঢুঁ দিয়ে এলাম।
আমাদের এখানে খোলাবাজার বসে প্রতিদিন। সেখান থেকে নিলাম ধনে পাতা আর 30 টা ডিমের একটা প্যাক।
তারপর ঢুকলাম সুপারমার্কেটে। রুটি কিনতেই ঢুকেছিলাম। কিন্তু যা হয় এসব মার্কেটে ঢুকলে। অহেতুক কিছু জিনিস কেনা হয়ে যায়। আমি অবশ্য খুব সতর্ক। মার্কেটিং পড়েছি। তাই ওদের বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বিজ্ঞপ্তিতে ভুলি না। যদিও উইকএন্ডের আগে অনেক রকম ছাড় আছে আজকে।
আজ ব্রেড কিনলাম ওয়ারবার্টনসের ওল ইন ওয়ান। মানে হোলমিলও আছে। জুস নিলাম এক লিটারের তিনটি। ক্র্যানবারির শুধু জুস অবশ্য পাওয়া যায় না। সুতরাং জুসড্রিংক। পট নুডলস দেখে খামোখাই দুটো নিলাম। যদি কখনও ছোটো খাটো ক্ষিদা পায়।
টুনা স্যান্ডউইচ আমার বিশেষ পছন্দ। ছয়টি প্রিনেসস টুনার ক্যান দিচ্ছে 2.5 পাউন্ডে। নিলাম। চা শেষ হয়ে গেছে তাই টেটলির টি ব্যাগের একটি প্যাকেট।160 টি ব্যাগের দামে 240টি দিচ্ছে। অর্থাৎ 50% ফ্রি। সু্যপে ফ্লেভার দেয়ার জন্য নর কোম্পানির ফ্লেভারিং কিউব কিনলাম এক প্যাকেট।
তো যারা এখানে থাকেন না তাদেরকে একটা হিসাব দেই এই বাজার সওদার। বুঝতে সুবিধা হবে।
ব্রেড--------------0.79
জুস #3-----------2.00
পট নুডলস #2------1.00
প্রিনেসস টুনা------2.49
টেটলি টি ব্যাগ (240)--2.70
স্টক কিউব----------0.99
-----------------------
মোট 9.97
ডিম (30)------------1.50
ধনে পাতা------------0.70
------------------------
সর্বমোট-----------12.17
সব মিলিয়ে 12.17 পাউন্ড।
টাকায়? প্রতি পাউন্ডে 120 টাকা। হিসেব করে নিন।
মন্তব্য
নতুন মন্তব্য করুন