চলুন পান করি প্রকৃতির নামে

দীক্ষক দ্রাবিড় এর ছবি
লিখেছেন দীক্ষক দ্রাবিড় (তারিখ: শনি, ২৫/০২/২০০৬ - ৩:২৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


ধূসর গোধূলি যে এরকম কুফা তা কে জানতো। আমার আগের সওদাপাতির লেখায় পানির প্রসঙ্গ তোলার পর জবাব দিতে না দিতেই আপদে পড়লাম। শুক্রবার রাত। সামনে দুইদিন বন্ধ। বন্ধু-বান্ধবদের কি আর না করা যায়। বাসায় অর্ধেক ভ্লাদিভার আর অর্ধেক স্টলিচনিয়া ভদকা ছিলো। এতেই চলতো। তারপরও আবার যাইতে হলো। রাত দুপুরে যদি টান পড়ে তখন কোথায় পাবো।

এক লিটারের স্মিরনফ রেড লেভেল নিলাম। 15 টা পাউন্ড খস করে নেমে গেলো। আর খালি পানি নিলেই তো হবে না। নানা জনের নানা সঙ্গত খাবার লাগে সাথে। সেসব কিনতে আরো 12 পাউন্ড। 27 পাউন্ডের ধাক্কা। সামনের মাসে না খেয়ে থাকতে হবে দেখছি।

তা হোক। মেহমানদারিতে তো আর কিপ্টামি করা যায় না। তো আছেন নাকি কেউ আশে পাশে। চলেন পান করি প্রকৃতির নামে।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।