রাত একটা পার। পান হচ্ছে। চলছে স্মিরনফ পান। সাথে আছে প্যাকেট সমুসা। ফ্রোজেন ডালপুরি খাওয়া হয়ে গেছে কয়েকটা। চানাচুর খাওয়া হলো একদফা। কিন্তু মূল খাবারের দেখা নেই।
আজকের রাতের খাবার অবশ্য খুব সাধারণ। চাইনিজ সু্যপ। মুরগির মাংস আছে। আর আছে রুই মাছের মুড়িঘন্ট। কিন্তু সেসব খাওয়া-দাওয়া আটকে আছে এখনও সবাই আসেনি বলে। তবে ছোটখাটো নানা খাবার খেয়ে পেটটা ভরে আছে।
আমি আসলে এখন ঘুমিয়ে পড়তে চাই ।সকালে না হয় একবারে নাস্তা করা যাবে।
ভালো থাকুন।
মন্তব্য
নতুন মন্তব্য করুন