মত প্রকাশের স্বাধীনতা একটি মৌলিক অধিকার। সৃজনশীলতা ও লেখালেখির ক্ষেত্রে এ অধিকারের মাত্রা হয় সীমাহীন। লেখকের স্বাধীনতাই লেখকের অহংকার। 'অন্ধকারের জীব'রা ষড়যন্ত্র করে এমনকি আন্তর্জালেও লেখকের স্বাধীনতাকে পঙ্গু করে দিতে চায়। হুমায়ুন আজাদের প্রতি তাদের ঘৃণা আমরা দেখেছি। কিন্তু সত্যিকার সম্মিলিত প্রতিবাদ করার প্রয়োজন বোধ করিনি। কিন্তু আমাদের পিঠ দেয়ালে। তাদের এসব অন্ধকার ছড়ানোর ষড়যন্ত্র আমরা আর সহ্য করবো না। তাই এই প্রতিবাদ। প্রতীকী কলম বন্ধ থাকার পর আমরা আসবো আরো শক্তিশালী লেখা নিয়ে। যে লেখা পড়লে তাদের কুঁচকানো চোখ বিস্ফারিত হবে তারা আলোর উদ্ভাসনে নিস্তেজ হয়ে পড়বে। জয় হোক মুক্তচিন্তার সমর্থকদের প্রতিবাদের। আগের লেখাটি: --------------------------- সকল মুক্ত চিন্তার সমর্থক ব্লগারদের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে 5 ও 6 মার্চ এই সাইটে লেখা বন্ধ রাখার জন্য। প্রতিষ্ঠিত লেখক মাসুদা ভাট্টির তরবারির ছায়াতলে নামের উপন্যাসের দু'টি পর্ব এখানে পোস্ট করার পর কতর্ৃপক্ষ 'অন্ধকারের জীবদের' চাপের মুখে সেগুলো মুছে ফেলেছেন। মূলত: এই ঘটনাকে সামনে রেখে এই প্রতিবাদের আয়োজন। আমাদের উদ্দেশ্য এসব 'অন্ধকারের জীবদের' বুঝিয়ে দেয়া মুক্তচিন্তাকে গলা টিপে হত্যা করা যাবে না। একই সাথে কতর্ৃপক্ষকে এই ধারণাও দেয়া কারা সাহিত্য, লেখালেখি আর জ্ঞান ও বুদ্ধির চর্চা করে। কারা তাদের সত্যিকার পাঠক ও লেখক এবং কারা শুধুই অন্ধকার ছড়ানোর জন্য ও কুতর্ক করতে এখানে পাহারাদারের ভূমিকা নিয়েছেন। আপনি যদি মুক্তবুদ্ধি ও চিন্তার সমর্থনক হন তবে 5 ও 6 মার্চ লেখা পোস্ট করা থেকে বিরত থাকুন। এই প্রতিবাদ আমাদেরকে লেখালেখি ও মতপ্রকাশের জন্য আরো শক্তিশালী প্ল্যাটফরম তৈরি করে দেবে। এই সাইটের স্বনামখ্যাত প্রায় সব লেখক এই আন্দোলনের সাথে আছেন। অপবাকের শেষ লেখায় তাদের সমর্থনের প্রমাণ পাবেন। যারা এ পর্যন্ত সমর্থন দিয়েছেন তাদের নাম নীচে দেয়া হলো। 1. আড্ডাবাজ 2. 3. রাসেল 4. সুমন চৌধুরী 5. হাসান 6. নতুন 7. কালপুরুষ 8. লাল মিয়া 9. সাধক শঙ্কু 10. শো. ম. চৌধুরী 11. ঠুনকো 12. গলা টিপে ধরে অসভ্য শয়তান 13. দীক্ষক দ্রাবিড় 14. স্রেয়শী বসু আরো অনেকেই মৌন সমর্থন জানিয়েছেন সমমনা লেখা পোস্ট করে। আপনিও সমর্থন জানান সংক্ষিপ্ত মন্তব্য করে। (যদি সমর্থন না করেন তবে কিছু লেখার প্রয়োজন নেই)। এই দু'দিন পুরনো লেখা পড়ুন। নতুন লেখার খসড়া করুন। এবং মুক্তচিন্তার পক্ষে নতুন নতুন লেখা তৈরি করে তৈরি থাকুন 7 মার্চের জন্য। তবে এ লেখায় বা এ ধরনের লেখায় মন্তব্য করতে পারেন। বিদ্র: আগের লেখাটিতে তারিখ ও অন্যান্য বিষয় বুঝা যাচ্ছিল না বলে এই বিস্তৃত লেখাটি দিলাম। কর্তৃপক্ষ অনুগ্রহ করে লেখাটি যাতে তালিকার শীর্ষে থাকে তা নিশ্চিত করলে ভালো হয়।
মন্তব্য
নতুন মন্তব্য করুন