প্রতিবাদী বুলেটিন ৬: লেখকের স্বাধীনতা ও সৃজনশীল লেখার উপর সেনসরশিপ আরোপ করার প্রতিবাদে ৫ ও ৬ মার্চ এই সাইটে লেখা বন্ধ রেখে প্রতী

দীক্ষক দ্রাবিড় এর ছবি
লিখেছেন দীক্ষক দ্রাবিড় (তারিখ: রবি, ০৫/০৩/২০০৬ - ১০:৩৬অপরাহ্ন)
ক্যাটেগরি:


বিরত রাখুন এই সাইটে আপনার লেখালেখি। এই প্রতীকি প্রতিবাদ চলছে এখন। সকল সহযোদ্ধাদের অভিনন্দন। পরবর্তী কার্যক্রম আগামীকাল ঘোষণা করা হবে। যাতে কোনো বিভ্রান্তি না হয়। আন্দোলনের ক্ষেত্রেও নিয়মতান্ত্রিকতার চর্চার জন্যই এই প্রচেষ্টা। আমার তিনটি প্রস্তাব হলো:

1. যেহেতু অপ বাক প্রথমে এই কলম বন্ধের ডাক দিয়েছেন সেহেতু তিনি সময়সীমা শেষ হওয়ার সংকেত দেবেন। তখন আবার সবাই এই প্রতিবাদ ও অন্যান্য বিষয়ে লিখবেন।

2. আমরা সবাই মিলে মাসুদা ভাট্টিকে অনুরোধ করবো এই প্রতিবাদের যৌক্তিকতার ভিত্তিতে একটি নতুন লেখা প্রকাশ করে 'অন্ধকারের জীব'-দের কাছে এ সংবাদ পৌঁছে দিতে তাদের ষড়যন্ত্রের কারণে মুক্তচিন্তার আকাশ আমরা শকুনের হাতে ছেড়ে দেবো না।

3. আন্তর্জালের এই প্রতিবাদ ঐতিহাসিক 7 মার্চের সাথে মিলে যাওয়ায় আড্ডাবাজ সে বিষয়ে একটি লেখা পোস্ট করবেন। আর ঐ লেখার মাধ্যমে আমরা এ প্রতীকি প্রতিবাদের সমাপ্তি উদযাপন করবো। যারা এই প্রতিবাদের প্রেক্ষাপট জানেন না তারা নীচের পোস্টগুলো পড়তে পারেন বা অপ বাকে শেষ পোস্টটি পড়তে পারেন। ধন্যবাদ ও অভিনন্দন।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।