লেখা বন্ধ রেখে প্রতিবাদ চলছে। তেমন কোনো উল্লেখযোগ্য লেখা কেউ লিখেনি। শীর্ষস্থানীয় ব্লগাররা মূলত: প্রতিবাদের ভাষাকে শাণিত করতে নতুন যুক্তি উপস্থাপন করেছেন, নিজের বক্তব্য দিয়েছেন, মুক্তমনস্কতার প্রতীক উপহার দিয়েছেন কিন্তু তাদের স্বাভাবিক লেখালেখিতে ফিরে যান নি।
আড্ডাবাজ ইন্টারনেটের সেনসরশিপকে নিয়ে গ্লোবাল পরিসরে লেখার আয়োজন করছেন। মনে রাখতে হবে আমরা এ অঙ্গন 'অন্ধকারের জীব'দের হাতে ছেড়ে দেই নি। সবাই সবার সেরা ও শক্তিশালী লেখাটা তৈরি করতে থাকুন। সময় হলে ই তা ছুড়ে দেবেন এসব জীবের মুখের ওপর। আলো হয়ে জ্বলুক সেসব লেখা। আর পালিয়ে যাক তারা। অন্ধকারের গুহায়।
সবাইকে আবারো অভিনন্দন। আত্মবিশ্বাসে বলীয়ান হোন। আমাদের শক্তি অসীম। বৃহত্তর অর্জনের সাহস আমাদের আছে। আছে ঐক্য। নিরাশ হওয়ার কিছু নেই। ত্যাগের বিনিময়ে হলেও সত্য প্রতিষ্ঠায় আমরা পিছপা হবো না।
মন্তব্য
নতুন মন্তব্য করুন