অভিনন্দন সহযোদ্ধারা। 'অন্ধকারের জীব' সিদ্দিকুল ধরা পড়ায় আপনাদের উল্লাস প্রমাণ করে বাংলা কখনো ভয় ও সন্ত্রাসের কাছে মাথানত করেনি। শান্তিপ্রিয়তাই আমাদের মূল পরিচয়। একই উদ্দেশ্যে আমরা লড়ছি এই ব্লগে ী অন্ধকারের সন্ত্রাস বন্ধ করার জন্য এবং মুক্তচিন্তার অনুশীলন বাধামুক্ত করার জন্য।
7 মার্চ সকালে আড্ডাবাজ লেখবেন মুক্তচিন্তার অনুশীলন বিষয়ে দিক-নির্দেশনা নিয়ে। আপনারাও নিজেদের লেখা তৈরি করে ফেলুন। বাংলার ঐতিহাসিক 7 মার্চ হোক বাংলা ব্লগেরও একটি ঐতিহাসিক দিন। মুক্তচিন্তার মুক্তির দিন।
'এবারের সংগ্রাম মুক্তচিন্তা করার অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম'
মন্তব্য
নতুন মন্তব্য করুন