রামছাগলরে তাড়া দিতে এই লোগো

দীক্ষক দ্রাবিড় এর ছবি
লিখেছেন দীক্ষক দ্রাবিড় (তারিখ: সোম, ২২/০৫/২০০৬ - ৮:০৬অপরাহ্ন)
ক্যাটেগরি:


ব্লগে রামছাগলের উৎপাতে পাতা উলটানো যায় না। তাই এই লোগো দিয়ে চলছে রামছাগলকে তাড়া। তাড়া না দিলে তারা আবার ঝাড়া দৌড় দেয় না। মাঝে মাঝেই আমদেরকে এরকম তাড়া দিতে হয়। আগে একবার তাড়া দিছিলাম বেসবল ব্যাট হাতে চিম্পুর ছবি দিয়া। আমি যখন ছিলাম না তখন ফ্লাডারদেরকেও তাড়া দিছিলো অনেকে। সে যাক ফ্লাডিং বন্ধ হয়েছে।

কিন্তু রামছাগলের উৎপাতই নাকি এখন এই সাইটের বড় সমস্যা। শুনতে পেলাম আমাদের সুফি সাদিককে নাকি রামছাগল তার আরো কিছু ছাগল শিষ্য নিয়া অনেক গুঁতাইছে। আরো নাকি নানা কীর্তি তার। দীর্ঘদিন না থাকাতে আমার চোখে ঠিক ধরা পরে নাই। তাতে কি? তাড়া দিয়ে খোঁয়াড়ে ঢুকাইতে তো অসুবিধা নাই।

আপনারাও আসেন। এই লোগোটা লেখার আগে জুইড়া দেন। রামছাগলকে তাড়া দেন।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।