রামছাগলের মালা আছে ছবি নিখোঁজ

দীক্ষক দ্রাবিড় এর ছবি
লিখেছেন দীক্ষক দ্রাবিড় (তারিখ: মঙ্গল, ২৩/০৫/২০০৬ - ৬:৫৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


নিজের ছবি হারাইয়া ফেলিয়াছে রামছাগল। সুতরাং সে নতুন যেসব ভ্যাঁভ্যাঁ প্রকাশ করিতেছে তার সাথে ছবি দিতে পারিতেছে না। তবে তাহার চেহারার পাশে লাল রংয়ের তিনকোণা ফ্রেমটা মালা হইয়া শোভা পাইতেছে। ছবি হারাইয়া রামছাগলের মাথা আরো আউলাইয়া গেছে। সে এখন নিজের পরিচয় নিজে বুঝতে পারিতেছে না। আগে সে নিজেকে স্মার্ট ও হ্যান্ডসাম রামছাগল বলিয়া গর্বের সাথে পরিচয় দিতো। এখন সে অন্যদেরকে ছাগল বলিয়া ভ্যাঁভ্যাঁ করিয়া ভ্যাঙ্গানোর চেষ্টা করিতেছে।

নিজের আত্মপরিচয় ভুলিয়া যাওয়ায় রামছাগল ভবিষ্যতে আরো অনেক সমস্যা সৃষ্টি করিতে পারে বলিয়া মনে হয়। আত্মপরিচয় বিভ্রান্তি খুবই কঠিন মানসিক অসুস্থতা। এখন রামছাগল যদি মনে করে সে একজন বড় কম্পিউটার প্রোগ্রামার। সবার আইপি ট্রাকিং করিয়া সে একটা ইন্টারনেট বোমা বানাবে, তাহা হইলে সমূহ বিপদ। মনে হইতাছে সে স্কিজোফ্রেনিক হইয়া গেছে। নিজেকে নিয়া বিভ্রান্তিমূলক স্বপ্ন-দু:স্বপ্ন দেখিতেছে।

খোঁয়াড়ে নিয়া যাওয়ার লোকজন কেনো যে এখনও আসিতেছে না। বড়ই সন্দেহ হইতেছে।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।