রামছাগল তার ভ্যাঁভ্যাঁ গিলিয়া ফেলিয়াছে

দীক্ষক দ্রাবিড় এর ছবি
লিখেছেন দীক্ষক দ্রাবিড় (তারিখ: মঙ্গল, ২৩/০৫/২০০৬ - ৭:০২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


আপনারা কেউ এখন সম্ভবত: আর সেই ভ্যাঁভ্যাঁটা আর দেখিতে পাইতেছেন না। ছবি ছাড়া শুধু লাল তিনকোণা মালার ছবি দিয়া যে ভ্যাঁভ্যাঁটা রামছাগল করেছিলো সেটি আবার লজ্জায় গিলিয়া ফেলিয়াছে। আমার কথা যদি বিশ্বাস করিতে আপনাদের কষ্ট হয় তবে মাহবুব মুর্শেদকে আমি সাক্ষী মানিবো। অনলাইনে তখন তাহাকে আমি নিজ চক্ষে দেখিয়াছি।

রামছাগল সারারাত চুপচাপ বসিয়া থাকিয়া যখন ভ্যাঁ করিয়া উঠিয়াছিল তখন ভাবিয়াছিল আশে পাশে কেউ নাই, শুনিতে পাইবে না। কিন্তু আমার কান পাতাই ছিলো, ভ্যাঁশুনিয়া চাইয়া দেখি শুধু তিনকোনা লাল মালা, ছবি নাই। তখনি দেখি মাহবুব মুর্শেদ হাসিয়া কুটি কুটি। তিনি বললেন, রামছাগল নাদিতেছে, রামছাগল এতক্ষণ পর নাদিতেছে..................

আহা সেই দৃশ্য আপনারা দেখিলেন না..............


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।