যথাস্থানে রামছাগলের ভ্যাক্তৃতা আছে। সেখান হইতে অতি কষ্টে একটা নমুনা আপনাদের সামনে হাজির করিয়াছি। সবই আপনাদেরকে আনন্দ দেয়ার উদ্দেশ্যে। তবে এই আনন্দের জন্য আপনাদের কিছুটা বিরক্তও হইতে হইবে। কারণ এই আনন্দ পাইতে হইলে আপনাদেরকে একটা অপ্রিয় কাজ করিতে হইবে। তা হইলো রামছাগলের ভ্যাক্তৃতা নাড়িয়া চাড়িয়া দেখা। তা আনন্দের জন্য একটু কষ্ট স্বীকার করিতে আপনার কি গররাজি হইবেন? আমি গ্যারান্টি দিচ্ছি রামছাগল এ পর্যন্ত যত আনন্দ আপনাদের দিয়াছে তার চেয়ে বেশি আনন্দ পাইবেন এই ভ্যাক্তৃতা নাড়িয়া।
তা দেখুন তাহার 'ব্যাক্তিগত ' ভ্যাক্তৃতা:
Would like to meet people who are simple and don't waste time and a real friendship. Someone with a sense of humor and know what they want in life. That friend means there is someone I can count on to listen to me, without judging and accepting me as the way I am, without complainting and I would also be able to share my thoughts.
আপনারা কষ্ট করিয়া কতটা নাড়িয়াছেন তা পরীক্ষা করিবার জন্য দুইটা প্রশ্ন করিবো:
1. এইখানে কয়টা বাক্য বা বাক্যাংশ রামছাগল শুদ্ধ করিয়া লিখিয়াছে।
2. এই অসামান্য ভ্যাক্তৃতায় রামছাগল কয়টি ভুল করিয়াছে বলিয়া মনে হয়।
যারা ঠিক-ঠাক উত্তর দেয়ার চেষ্টা করিবেন তাদের জন্য আগামী বকরী ঈদে রামছাগলটি ফি সাবিলিল্লাহ।
মন্তব্য
নতুন মন্তব্য করুন