তাসনিম খলিল ছাড়া পেয়েছেন। হয়তো তা এই ব্লগে আমাদের প্রতিবাদের জন্য নয়। কিন্তু তার সহব্লগাররা তার এই ঘোরতর বিপদের সময় এই সমস্যাকে তার ব্যক্তিগত সমস্যা মনে করে নিশ্চুপ থাকেননি এই শান্তনা তাকে সাহায্য করবে।
তাছাড়া মুক্ত ও স্বাধীনভাবে মত প্রকাশের জন্যই আমরা ব্লগে লেখি। সেই স্বাধীনতা যখন খর্ব হয় তখন প্রতিবাদ করতেই হবে সহযোদ্ধাকে বাঁচাতে। এমন খড়গ আমাদের ঘাড়েও নেমে আসতে পারে।
মনে রাখতে হবে তাসনিম খলিলকে তারা আটক করেছিলো ব্লগের জন্য। সংবাদপত্রে প্রকাশিত রিপোর্টের জন্য নয়।
এই ব্লগের সবার সহানুভূতি ও প্রতিবাদের জন্য কৃতজ্ঞতা। অন্যায়ের বিরুদ্ধে আমাদের ঐক্য আরো সুদৃঢ় হোক।
মন্তব্য
নতুন মন্তব্য করুন