আর কত পথ পাড়ি দিলে পঞ্চাশে পৌছান যায়?

দৃশা এর ছবি
লিখেছেন দৃশা (তারিখ: শনি, ১৯/০১/২০০৮ - ১২:৪৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আজ আমাদের অত্যন্ত জনপ্রিয় একজন ব্লগারের জন্মদিন... যাকে কমবেশী হয়তো সবাই জানেন কিংবা চেনেন। ভদ্রলোকের (কিংবা ভদ্রবাচ্চা) নাম আনোয়ার সাদাত শিমুল ওরফ সেন্টু সাদাত(গুস্তাখি মাফ)। একটু নিজের মত করে আলাদা থাকা, তুখোড় লেখক যিনি ছাদের কার্নিশে কাকের জনক( শুধু মাত্র গল্পের জনক, আর কারো না),সেই শিমুলের জন্য রইল জন্মদিনের অফুরন্ত শুভেচ্ছা।

আমরা সচলবাসীরা কমবেশী শিমুলের লেখার মাধ্যমে তাকে কিছুটা হলেও হয়তো জানি... এবার পৃথিবী পড়ুক শিমুলের লেখা..আর বলুক শিমুলের কথা..এই দুর্মূল্যের বাজারে এই চাওয়াটাই না হয় থাকুক শিমুলের জন্মদিনে সচলবাসীর উপহার।


মন্তব্য

শেখ জলিল এর ছবি

শুভ জন্মদিন শিমুল।
উদ্ধৃতি: শিমুলের লেখা ...আর বলুক শিমুলের কথা...এই দুর্মূল্যের বাজারে এই চাওয়াটাই না হয় থাকুক শিমুলের জন্মদিনে সচলবাসীর উপহার।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

নজমুল আলবাব এর ছবি
আরিফ জেবতিক এর ছবি

আমার প্রিয় একজন লেখক ।
শুভেচ্ছা শিমুল ।
শুধু নামে নয় জীবনেও ফুল ফুটুক ।

ইশতিয়াক রউফ এর ছবি

শুভ জন্মদিন।

সুমন চৌধুরী এর ছবি

শুভ জন্মদিন শিমুল।



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

অয়ন এর ছবি

শুভ জন্মদিনauto

দ্রোহী এর ছবি

শুভ জন্মদিন হে আমার শ্যালিকার জামাই।


কি মাঝি? ডরাইলা?

রেজওয়ান এর ছবি

শুভ হোক জন্মদিন শিমুল। কি করলেন এইদিন জানাবেন। ধন্যবাদ।।

পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?

আড্ডাবাজ এর ছবি

শিমুল ভাই,
কেক কাটা শেষ হবে কখন? পর্দার আড়াল থেকে কেক কেটেই যাচ্ছেন। টুংটাং শব্দ পাই। এক পীস কেক এদিকে দেন। জানালার পাশে কেক রাখা নিরাপদ না। কাউয়ায় খেয়ে ফেলতে পারে।

শুভ জন্মদিন। আনন্দ আর ছন্দে ভরে উঠুক জীবন।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

জন্মদিনের শুভেচ্ছা।
ভালো থাকুন।
আনন্দে থাকুন।
আরও লিখুন।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

হাসিব এর ছবি

শুভ জন্মদিন আনোয়ার সাদাত শিমুল ।

কনফুসিয়াস এর ছবি

হুম, আমার খুবই অপছন্দের একজন লেখক, যার লেখা কখনই খুঁজে খুঁজে পড়ি না, পড়লেও একেবারেই মুগ্ধ হই না!
কি আর করা যাবে, জন্মদিনে তবু তারে শুভেচ্ছা জানাই। হাসি
-----------------------------------
যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

অমিত আহমেদ এর ছবি

শিমুল ছেলেটার লেখা পড়েই দুদ্দাড় সবাই ফ্যান হয়ে গেছে, হচ্ছে এবং হবে... কি যে হিংসে হয়! শিমুল তোমারে (ও তোমার কেকটারে) খাইছি!

শুভ জন্মদিন সুহৃদ হাসি


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল

আজকাল (মরহুম ব্লগার) এর ছবি

হুমম। শিমূলের বয়স তাহলে ৫০ হয়ে গেলো! আমি তো ভাবছিলাম সদ্য ২৫ পেরুনো মানুষ।
গুড লাক!

সৌরভ এর ছবি

মরহুম ব্লগার আজকাল,

শিমুলকে যে আজকাল লোকজনে "কাকের জনক" বলা শুরু করছে।
বিশ্বাস না হইলে লোকজনের কমেন্ট খেয়াল করেন।
এইটার কী করবেন?


আবার লিখবো হয়তো কোন দিন

আজকাল (মরহুম) এর ছবি

নরকের বারান্দায় দিব্যা ভারতীর সাথে একটু খোশ-গল্প করতেছিলাম। আপনার ডাকে ব্লগিংয়ে বসতে হল।
আমি মরহুম মানুষ, আমি আর কী বলবো?
এইসব জনক-জননী-কাক-পক্ষী তো ইহকালের ব্যাপার স্যাপার। আমি এসব থেকে অনেক দূরে সরে গেছি।
তবে কাক ভাল, মানুষ ভাল না। দিব্যা ভারতী ভাল না, আজকাল ভাল না।

অন্দ্রিলা এর ছবি

নিঘাত তিথি এর ছবি

শুভ জন্মদিন শিমুল!

auto

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

অছ্যুৎ বলাই এর ছবি

প্রিয় একজন মানুষ।
সুন্দর হোক প্রতিটা ক্ষণ।
শুভ জন্মদিন।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

তীরন্দাজ এর ছবি

শুভ জন্মদিন!

**********************************
যাহা বলিব সত্য বলিব

**********************************
যাহা বলিব, সত্য বলিব

সৌরভ এর ছবি

আজ রঙধনু হেসে তাকে জানিয়ে দিয়ে গেছে, শুভ জন্মদিবস!

তার কথা কীভাবে শুরু করি?
নামটা বলে দিলে তো চিনেই যাবেন। ওই যে একটা ছেলে, এইরকম সব লেখা লেখে।

বেগুনী-নীল-আসমানী স্বপ্নগুলো নাকি আকাশ থেকে নেমে চুপচাপ হেঁটে চলে তাদের ঘরের ঈষাণ কোণে। কেবল সাদা-কালো বৃত্তে বন্দী আমি নস্টালজিক দিন দিন প্রতিদিন। সন্ধ্যায় নিষিদ্ধ আড্ডায় বেসামাল গলায় চিৎকার করি শহীদ কাদরী - তোমাকে অভিবাদন প্রিয়তমা, ভয় নেই এমন দিন এনে দিবো'।

কিংবা বাংলাদেশে জলপাই রঙের ভন্ডামিকে বুড়ো আঙুল দেখিয়ে দেয় কতো অদ্ভূতভাবে
কিংবা আমার ছেলেবেলার গল্প নিয়ে আমাদের সচলায়তন সংকলনে যে এনে হাজির করে জ্বিনভূতদের আড়ালে নিজের রঙমাখানো শৈশব।

টিফিন আওয়ারে দেখা গেলো শাহাবুদ্দিন পিপড়া খাচ্ছে , দেয়ালে সারি বেঁধে চলা পিপড়াদের ধরে একটা একটা করে মুখে পুরে দিচ্ছে। কে একজন গিয়ে হুজুর স্যারকে খবর দিলো - 'স্যার শাহাবুদ্দিন পিপড়া খায়।' স্যার ধমক দিলেন - 'শাহাবুদ্দিন খায় না, জ্বিনে খায়।'

কবে পরিচয়, ঠিক মনে নেই। ওই যে একটা ব্লগ সাইট ছিলো, (এখনো আছে বোধহয়), কোথাওকোনএকটাব্লগ, ওইখানে। তারপরে কতদিন, কতোঘন্টা গুগল টকে এই মানুষটার সাথে কথন। আমার মতো একটা মানুষ। কোথাও যেনো তরঙ্গগুলো মিলে যায়। কোথাও যেন আমার মতো দুঃখ পুষে নিজের মতোন, বৃষ্টির সন্ধ্যায় কানে আইপড লাগিয়ে শ্রীকান্তের গান শোনে বৃষ্টি ঝরে, ঝরে মধুর দানায়
আরও কতো শব্দের খেলা তার হাতে উঠে আসে, কতো ভালোলাগা।

সেই ছেলেটার আজ জন্মদিন।
শুভ জন্মদিন, সুহৃদ আনোয়ার সাদাত শিমুল। আমাদের ম্যাড়ম্যাড়ে সময়গুলো কেটে যাক দ্রুত। তারপর কোথাও বাদাম খেতে বসা যাবে একদিন।
ভালো থাকুন, শিমুল।


আবার লিখবো হয়তো কোন দিন

টুটুল এর ছবি

শুভ জন্মদিন আনোয়ার সাদাত শিমুল ।
___________________________
"LOVE ME... IF YOU CAN"

মুজিব মেহদী এর ছবি

শিমুলে রঙের আরো বাহার আসুক।
..................................................................................
অপরিপক্কতা সবসময় একরোখা হয়, আর পরিপক্কতা হচ্ছে সর্বগ্রাহী
-সেলিম আল দীন

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

হিমু এর ছবি

শুভ জন্মদিন শিমুল।


হাঁটুপানির জলদস্যু

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

প্রথমেই শুভ জন্মদিন জানাই মিয়া মুহাম্মদ হুসাইনুজ্জামানকে। অনেকদিন আগে তাঁর প্রোফাইলে দেখেছিলাম - আমাদের জন্মদিন ১৯ জানুয়ারী। আজ বিমালুম ভুলে বসে আছি। আমার সচল ইনবক্সে তাঁর শুভেচ্ছা ম্যাসেজ দেখে মনে পড়লো এইমাত্র। এখনো দিন পার হয়নি শামীম ভাই। জন্মদিনে অনেক অনেক শুভকামনা, ভালো থাকবেন।_______

শ্রদ্ধেয় জলিল ভাই, আরিফ ভাই, আলবাব ভাইয়ের আশীর্বাদ পরম পাওয়া।

প্রিয় বদ্দা, হিমু ভাই, হাসিব ভাইকে অনেক ধন্যবাদ।

অয়নের কেক, অন্দ্রিলার দাদুভাই-কার্ড, এবং নিঘাত তিথির ক্যান্ডেল লাইট না পেলে এইদিনে কিছু একটা বাকী থেকেই যেতো!

প্রিয় মানুষ অচ্ছুৎ বলাইয়ের শুভেচ্ছা, প্রতিটা ক্ষণ ভালো কাটা, ভালো লেগেছে বেশী।

মহামতি কনফুসিয়াস এবং সমকালীন মানুষ অমিত আহমেদ বিশেষ দু'জন ব্লগার। এদের লেখা আমি খুব মন দিয়ে পড়ি। স্টাইলটা ধরার চেষ্টা করি। কনফুর কথা প্রথমবার বুঝিনি। হাসি । অমিত কেক না খাওয়ালেও সবাইকে গন্দম খাওয়াবে তাড়াতাড়ি। এই জন্য শুভকামনাটা এখানেই বলে রাখি।

প্রিয় আড্ডা'দা : কেক তো মিললো না এবার! আগামীবার রাপা প্লাজায় আপনাকে খুঁজে বেড়াবো। আড্ডার সাথে সাথে কেকও হবে - - -

পছন্দের ব্লগার তীরন্দাজ, ইশতিয়াক রউফ এবং সংসারে এক সন্ন্যাসীর প্রতি সবিনয় কৃতজ্ঞতা।

রেজওয়ান ভাইকেই ধন্যবাদ। দিনটি স্বাভাবিক ভাবেই গেলো। আলাদা কিছু না। কিছু ফোন কল, কিছু মেইল, ব্লগ বন্ধুদের এ মমতা, সারাদিন একটু পরপর মনে হওয়া - আজ আমার জন্মদিন। হা হা হা। তবে সন্ধ্যাটা ছিল পরোটা গরু গোশতের ভোজ। একা একা।

সুহৃদ মুজিব মেহেদী, টুটুল ভাইকে ধন্যবাদ।

দ্রোহী বরাবরের মতো শালী (মূলা) ঝুলিয়ে রেখেছেন। শিকে ছিড়ছে না এখনো না মন খারাপ

এবং আমার মফস্বলের টি-স্টলের আড্ডা দেয়া সংগী সৌরভ। বিবর্ণ আকাশের রঙ ধনু অল্পকথা গল্পকথায় কিছু ছটা দিয়ে গেলে মন্দ হয় না। আলোকিতই হোক চারপাশ। বাদাম খাওয়ার কথাটা যেনো মনে থাকে সৌরভ'কুন। ম্যাড়ম্যাড়ে এ সময়ে আত্মহনন যেন গ্রাস না করে। আমরা তো একই সময়ের সংঘাতে বেড়ে ওঠা মানুষ। তাই যন্ত্রণাগুলো বিষন্নতার বয়ানেই থাক। আগামীকালের রোদের অপেক্ষায়। কী বলেন?

শেষে ডিজুস জেনারেশনের দাওয়াতে-আশেকান দৃশাকে ধন্যবাদ না দিলে অভদ্রতা হয়ে যাবে। দিনটি মনে রেখে আপনি আমাকে চমকে দিয়েছেন। থ্যাঙ্কু ।

শামীম এর ছবি

থ্যাঙ্কু .... শ্রদ্ধা
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

নিঝুম এর ছবি

শুভ জন্মদিন শিমুল ভাই।
---------------------------------------------------------
শেষ কথা যা হোলো না...বুঝে নিও নিছক কল্পনা...

---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ধন্যবাদ, নিঝুম ভাই !

থার্ড আই এর ছবি

এখনও ১৯ জানুয়ারী পার হয়ে যায়নি.. শুভ জন্ম দিন।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

ইস, আমিও দেরি করলাম ... তবে এইখানে এখনো ১৯শে জানুয়ারী ...

শুভ জন্মদিন, ছাদের কার্নিশে কাকের জনক হাসি ...

সুবিনয় মুস্তফী এর ছবি

হ্যাপি বার্থডে শিমুল ভাই! (আপনে হয়তো মনে করবেন বেশি দেরী কইরা ফেলসি, কিন্তু ঘড়ির হিসাব মতে হাওয়াইতে এখনো ১৫ মিনিট বাকি আছে ১৯ তারিখের চোখ টিপি আশা করি আনন্দে কাটুক আপনের বছর।
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

সবিশেষ ধন্যবাদ প্রিয় অলৌকিক হাসান এবং থার্ড আই।
কিংকং-কেও হিংসাময় থ্যাংকস। (কারণ উনার বৌ-প্রেমিকা দুইটাই আছে। আমার একটাও নাই মন খারাপ ]

সুহৃদ সুবিনয় ভাইয়ের কমেন্টটা মজার। দুইদিন ব্যাপী জন্মদিনের শুভেচ্ছা নিতেই আছি। আর পৃথিবী ঘুরতেই আছে।

এই প্রথম এক সাথে এতজনের শুভেচ্ছা পেলাম। মাঝে মাঝে এত মমতায় দমবন্ধ দমবন্ধ লাগে। আবার খানিকটা লজ্জার পাশাপাশি ভালোও লাগে। সব মিলিয়ে মিশ্র ব্যাপার। (মাথা চুলকাই - - -)

দিগন্ত এর ছবি

দেরী করে ফেললেও শুভ জন্মদিন শিমুল ভাই।


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।