রাত ১২টা বেজে চৌদ্দ মিনিট। ঢাকায় এখন ছোটখাটো তুফান চলছে। একই লয়ে বিন্দু বিন্দু মুক্তোরাশি তীব্রগতিতে ছুটে এসে জুড়িয়ে দিচ্ছে তপ্ত ধূলিকণা... ছুঁয়ে যাচ্ছে বিবর্ন হরেকরকম সবুজ ধূসরতাকে... ঘুটঘুটে অন্ধকার বিশালতার বুক চিড়ে তীক্ষন প্রকট রশ্মির বজ্রপাত... ক্ষনিকের উজ্জ্বলতা বয়ে আনে অনাদিকালের মুগ্ধতা... যার কোন শুরু কিংবা শেষ নেই...আছে শুধু অপার বিস্ময়... যা অনুভব করার ক্ষমতা থেকেও প্রকাশ করার অক্ষমতা রয়ে যায় অস্তিত্বে... দিঘীর জলে বৃষ্টির নাচন চোখ মেলে দেখা যায়, হাত না বাড়িয়েও এর সৌন্দর্য্যের উন্মাদনা অনুভব করা যায়...কিন্তু একে প্রকাশ করার ভাষা খুঁজে ফেরা কতটাই না শক্ত।
প্রকৃতি কি অপরিসীম উদারতায় বুনে যাচ্ছে আমাদের জন্য স্মৃতির নকশীকাঁথা। এক একটা স্মৃতি জড়িয়ে রেখেছে এক একটা মুহুর্ত... এক একটা মানুষ... এক একটা শহর... এক একটা স্বপ্ন... এক একটা মুগ্ধতা। ঘটনা হয়তো একই... তবে স্থান কাল পাত্র ভেদে ভিন্ন। এক জীবনে একই রকম ঘটনা কত ভিন্ন আঙ্গিকেই না আসতে পারে! প্রতিবারই তৃপ্ত সত্ত্বা বলে ওঠে এর চেয়ে সুন্দর মুহুর্ত আর নাই, কিন্তু প্রকৃতির উদারতারও যে কোন শেষ নাই... তাই তৃপ্ত হয়েও অতৃপ্ততা পরশ বুলায় বার বার।
.................................
.....................
.........
এই মুহুর্তগুলো ধরে রাখার জন্য আমার আছে কিছু প্রিয় গান... ঘুরেফিরে এদেরই আশ্রয় করে চলি... তার মাঝ থেকেয় তুলে দিলাম কিছু বৃষ্টিকথন।
মন্তব্য
ঢাকায় আপনি ? বেশ বেশ । আছেন কেমন ? বৃষ্টিকথনগুলোও বেশ ।
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
জ্বী জনাব। বর্তমানে ঢাকায়। তুই কি জিন্দা আছিস নাকি আবারও মুর্ছা গেছিস?
দৃশা
কয়েকটা গানের জন্য আলাদা করে ধন্যবাদ।
মেট্রিকতো তিনবারে পাশ করলা। এইচ.এস.সি কবে পাশ করবা?
কী ব্লগার? ডরাইলা?
করছি তো...৪ বারে করছি... ২ টা মুরগী সদকা দিছিলাম।
আপনাদের দোয়ায় আমি এখন ইন্টার পাস অশিক্ষিত।
দৃশা
কাসেলেও বৃষ্টিতে আচ্ছন্ন দিন, কিন্তু বাংলাদেশের বৃষ্টি এখানে মেলে না। আমাদের বৃষ্টির চেহারা অনেক বেশি বন্য, অনেক বেশি দুর্বার, অনেক বেশি আপন। এখানে বৃষ্টি মৃদু আর বিরক্তিকর। আমাদের বৃষ্টি যে একজন মানুষকে চারপাশ থেকে বিচ্ছিন্ন করে সম্পূর্ণ বৃষ্টিতে মগ্ন করে রাখতে পারে, সেটা ম্লেচ্ছদের বোঝানো মুশকিল।
হাঁটুপানির জলদস্যু
ওদের এতো সূক্ষন( এই বানানটা লিখলে এমুন কেন আসে বুঝি না) অনুভূতি দিয়া কাম নাই। উড্ডীয়মান চুঙ্গাবিশেষের পশ্চাদেশে আগুন ধরাইয়া লম্ফঝম্ফতে ব্যস্ত তেনারা।
দৃশা
নদীর ঐপাড় থেইকা সুবসুময় এইরকমি লাগে ভগিনী।
কিরাম লাগে?
দৃশা
গানগুলো র জন্য ধন্যবাদ দৃশা । আপানার বরাতে অনেক ভালো গান শোনা হলো । আরেকবার সাঁওতালী গান শোনালেন - ধন্যবাদ তার জন্য ও ।
---------------------------------------------------------
আমার কোন ঘর নেই !
আছে শুধু ঘরের দিকে যাওয়া
---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !
আপনাকেও ধন্যবাদ শোনার জন্য...গানগুলো যে শুনে ভাল লেগেছে এটাই বড় কথা।
দৃশা
অনেক গান একসাথে মনে পড়ে গেলো। পোস্টটা অনেক ভাল লাগলো।:)
যাক কাউরেতো কিছু মনে করাইয়া দিতে পারলাম।
পোস্টটা ভাল লেগেছে জেনে আমার আপনার থেকেও বেশী ভাল লাগল।
দৃশা
বৃষ্টি নিয়া বাংলা সিনেমার অনেকগুলান হিট গান আছে। সেগুলার কোনটাই লিস্টিতে না দেইখ্যা মনে দু:খু পাইলাম।
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
---------------------------------
বাঁইচ্যা আছি
- স্বপ্নার কাছে ছ্যাঁকা খাওয়া বালক এক্কারে আমার মনের কথাটাই বলছে। টিপি টিপি বারসা পানি'র লগে রাভিনা ট্যান্ডনের সেইরম নাচের কথা মনে পড়ে যায়!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
নাচটা একটু নাইচ্চা ভিডিও কইরা পাঠাও তো দেখি বাবা... দেখিয়া নয়ন রে আরাম দেই।
দৃশা
গালতি ছে মিসটেক হো গ্যায়া স্বপ্নাহত...আগামীবার তেনাদের বাদ দিব না ফফির কছম !!!
দৃশা
beshi shundor . eng typ r jonno dukkhito.
______________________
Jogot-r shokol prani shukhi hok.
দু;খিত হওয়ার কিছু নাই...ভাল লেগেছে জানাবার জন্য এইটুকুন কষ্ট করেছেন এটা ভেবেই ভাল লাগছে।
দৃশা
দু'দিনের বৃষ্টির উত্ পাত ভুলে গেলাম এই পোস্ট পড়ে। বৃষ্টি নিয়ে গানগুলো বেশ কাজে দিলো।
...রুনা লায়লার গাওয়া 'এই বৃষ্টিভেজা রাতে চলে যেও না' গানটি কিন্তু খারাপ না। ছাত্রাবস্থায় অঞ্জু ঘোষের আবার ভক্ত ছিলাম যে!
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
জলিল ভাই আপনিও!!!
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
যাক আমার এই পোস্ট কাউকে কিছু মনে করিয়ে দিতে আর কাউকে কিছু ভুলিয়ে দিতে পেরেছে টের পেয়ে বেশ মজা লাগছে।
রুনা লায়লার এই গানটার কথা ঠিক মনে ছিল না ভাইয়া।
দৃশা
প্রত্যেকটা গানের জন্য আলাদা আলাদা করে ধন্যবাদ।
আমিো এইচএসসি পাশ অশিক্ষিত... চিন্তার কিছু নাই...
আমার মনে মনে এখন গুনগুনাইতেছে 'বৃষ্টিরে বৃষ্টি আয়না জোরে' গানটা... আহ্... ধূগো যদি সেই গান একবার শুনতো...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আপনাকেও প্রত্যেকটা গান শোনার জন্য আলাদা আলাদা করে ধন্যবাদ। ওরে আপনেও ইন্টার পাশ...চিমটি ...কাট...ফুলিস্টপ...
দৃশা
আসসালামু আলাইকুম, খালাম্মা। কেমনাছেন?
আবার লিখবো হয়তো কোন দিন
ওয়ালাইকুমাসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়াবারকাতাহু... তোমগো দোয়ায় ভালা আছি... তুমি আর তোমার পেয়ারী ভাল আছ তো?
দৃশা
ভাল লিস্টি ।
এইটা যোগ করা যায় না? "ঢাকো যতো না নয়ন দু'হাতে, বাদল রাত ঘুমাতে দেবে না" (আরিফুর রহমান মিঠু////মোঃ রফি?)
হুম করা যায়... বাইর কইরা দিতাছি।
দৃশা
গানগুলো ভাল লাগল দৃশা, আমিও তো ইন্টার পাশ অশিক্ষিত। কিন্তু অশিক্ষিত বইলা একটা দাম আছেনা ? হেঃ হেঃ
গানগুলোর জন্য অসংখ্য ধন্যবাদ।
--------------------------------------------------------
গানগুলো শোনার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
-----------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
আহ্! খামাজ গানটা সেইরকম।
আর আমার এই ভিড্যুর ডাইরেক্টরের চরিত্রটা পছন্দ বেশ... মঠেল লোকটাকেও ভালু পাই।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
নতুন মন্তব্য করুন