আজ ১২ই ভাদ্র,১৪১৫ সাল। বত্রিশ বছর হতে চললো তুমি না থেকেও আমাদের মাঝে বিরাজমান আছো তোমারই সৃষ্টির সৌন্দর্য্যে। তুমি চলে গেছ বলে কি তাই স্মৃতিও হায় যায় ভোলা? আজ নতুন করে পড়লো মনে মনের মতনে...এই শাঙ্গন সাঁঝের ভেজা হাওয়ায়, বারির পতনে...ভেসে আসে সুদূর স্মৃতির সুরুভি হায় সন্ধ্যায়...রহি রহি কাঁদি ওঠে সকরুণ পূরবী, আমাগোরে কাঁদায়।
আজো আধখানা চাঁদ হাসিছে আকাশে অগণিত তারার মাঝে...তার মাঝে একটি তারা কি তুমি? শাওন রাতে আজো গগনে খেলায় সাপ বরষা বেদিনী...তুমিই নও কি সেই অশান্ত বিদ্যুত-ফণি? গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা আজো বহিয়া চলেছে আগের মতন…শুধু ফুলের জলসায় নিরব তুমি কবি। চৈতালি চাঁদিনী রাতে অপার পারাবারে…যেথা গান থেমে যায়...সেথা গেয়ে ওঠো কি তুমি?
তোমার কন্ঠের ধ্বনি আজো বাজে সুর হয়ে হৃদি মাঝে...সে যে পাষাণেরও ভাঙ্গায় ঘুম..সুরেরও সে কি সোনার ছোঁওয়ায়। দিতে গেলে ফুল হে কবি …অরুন রাঙ্গা গোলাপ কলি...তুমি বিহনে সে যে আজ অভিমানে মুর্ছায়। খেলিছে জলদেবী সুনীল সাগর জলে...তরঙ্গ লহর তোলে লীলায়িত কুন্তলে...তুমি আজ কোথা লুকোলে এ অসীম গগন তলে! পদ্মার ঢেউরে মোদের শূণ্য হৃদয়-পদ্ম নিয়ে যায়... এই জলেরি আয়নাতে হায় দেখেছিলেম তায়...আয়না আছে পড়েগো কবি আয়নার মানুষ নাই।
তুমি গাহিয়াছিলে "ঘুমাইতে দাও শ্রান্ত রবি রে জাগায়ো না জাগায়ো না...সারা জীবন যে আলো দিল ডেকে তার ঘুম ভাঙ্গায়ো না"... আমরাও তোমায় ডাকছি না, তবে আছো কি শান্তিতে গহীন নিদ্রাপুরে?আজ মোদের সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনাতে নজরুল...যতই আসুক বিঘ্ন বিপদ হাওয়া হোক প্রতিকূল...মোদের এক হাতে বাজে অগ্নিবীনা কন্ঠে গীতাঞ্জলী...তারই সূর্য চোখের তারায় আমরা যে পথ চলি
যেতে যেতে কবি কয়ে গেছ " আমার যাবার সময় হলো, দাও বিদায়...মোছ আঁখি, দুয়ার খোলো, দাও বিদায় "। আমাদের চোখে জল নেই আছে দৃপ্ত প্রতিজ্ঞা... চিরতরে দূরে চলে গেছ কবি তবু তোমারে দেব না ভুলিতে...বাতাস হইয়া জড়াইবে কেশ বেণী যাবো যবে খুলিতে। ঘুমাও কবি নিশ্চিন্তে...আমরা আছি তোমার প্রহরী...তোমারে ভুলিতে দেব না কিছুতে।
মন্তব্য
একটু একটু করে শুনলাম। পরে অনেকবার শুনতে পারবো বলে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
আপনাকেও অনেক ধন্যবাদ।
---------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
চমৎকার, চমৎকার !!
ধন্যবাদ ,ধন্যবাদ!!
----------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
একটা গান খুঁজছি অনেকদিন ধরে, কারো কাছেই নেই। "কেমনে কহি প্রিয়, এ ব্যথা প্রাণে বাজে।" থাকলে লিঙ্কটা শেয়ার করবেন দয়া করে।
হাঁটুপানির জলদস্যু
কিছুতেই গানখানা ইস্নিপ্সে আপ করতে পারছি না। আপনি যদি আপনার মেইল আইডিটি জানিয়ে যান গানটা পাঠিয়ে দেব। আর এর মধ্যে ইস্নিপ্সে আপ করা সম্ভব হয়ে গেলে আমি এখানে লিংক দিয়ে দেব।
----------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
গানের জন্যে ধন্যবাদ। শিল্পীকে শনাক্ত করতে পারলাম না। কে তিনি?
হাঁটুপানির জলদস্যু
শিল্পীকে শনাক্ত আমিও করতে পারিনি। অনেক আগে একটা সাইট থেকে গানটি যোগাড় করেছিলাম। সেখানে শিল্পীর নাম দেওয়া ছিল না।
-----------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
খাইছে! কত্ত লিঙ্ক রে ভাই !!
আজ বোধহয় বাংলা তারিখ অনুযায়ী কবির প্রয়াণ দিবস। এমনিতে আগস্ট ২৯, তাই না?
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
এই বিষয়টা নিয়ে বাকবিতন্ডতার শেষ নাই। কেউ বলে বাংলা তারিখ হিসেবে ১২ ই ভাদ্র... কেউ বলে ইংরেজী তারিখ অনুযায়ী ২৯শে আগস্ট কবির প্রয়ান দিবস হিসাবে পালন করার কথা।
অবশেষে বাংলা তারিখ অনুযায়ী পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। বেশ কয়েক বছর ধরেই আমাদের এখানে ১২ই ভাদ্র কবির প্রয়ান দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
----------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
"মোর ঘুমঘোরে এলে মনোহর" এইটা দেখলাম না। আমার প্রিয় গান...
সচলায়তনে প্রথমবারের মত কোন পোস্টে *****
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
তখন দিতে পারিনি এখন দিয়ে দিলাম। পাঁচ তারকার জন্য অনেক ধন্যবাদ।:)
মোর ঘুমঘোরে এলে মনোহর
----------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
এই গানটা আমারো প্রিয় একটা গান
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
আছি তো!
লেখাটা দারুন হয়েছে।
_________________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?
ধন্যবাদ।
----------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
বুকে বাজল লেখাটা।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
কিছু গান হয়ত বুকে বেঁধার জন্যই সৃষ্টি করা হয়।
--------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
কবির প্রতি অশেষ শ্রদ্ধা।
আর চমৎকার পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
আপনাকেও ধন্যবাদ।
--------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
অসাধারণ! অসাধারণ!
আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ নজরুল কে নিয়ে এমন একটা পোস্টের জন্য।
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
আপনাকেও ধন্যবাদ সাধারন পোস্টখানা পড়ে অসাধারন মন্তব্য করার জন্য।
--------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
অশেষ শ্রদ্ধা কবির প্রতি
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
আমার অন্যতম প্রিয় নজরুল গীতি গায়িকা ড. অঞ্জলি মুখোপাধ্যায়। উনার গান কারো লাগলে জানাতে পারেন, আপ করার চেষ্টা করবো।
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
পয়েন্ট নোটেড। তিনি আমারও অনেক প্রিয়।
----------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
আপনি তো, মনে হচ্ছে, গানের খনি। অতএব কোন্ও গানের প্রয়োজন হলে কার সঙ্গে যোগাযোগ করতে হবে, জেনে গেছি
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
আহা কেউ যদি কইত আপনে তো জ্ঞানের খনি!!
পোড়া কপাল! আপার চেম্বারে জ্ঞান না দিয়া গান দিছে।
----------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
দারুণ।
ধন্যবাদ, দৃশাপু।
আপনাকে কী দিয়ে কৃতজ্ঞতা জানাবো ভাষা খঁজে পাচ্ছিনা। লেখাটা প্রিয়-পোস্টে নিলাম।
। চমৎকার কিছু গান
ইসরাত
নতুন মন্তব্য করুন