০১। (প্রিলগ)
আবারও বেশ অনেকটা দিন পর মনে বড় খায়েশ জাগলো একদল নিরীহ অবলা ভদ্রকুলীন সচলবাসীর উপর আপঝাপ খাঁজুইরা শব্দ বর্ষন করে তাদের সুখপাঠ্য সময়টাকে বিভিষীকাময় বানানোর। নতুন বছরে এ আমার পয়লা নুতন লেখা! এটা কি কম বড় কথা!! সবাইকে এ অত্যাচার সহ্য করতেই হবে, সহ্য করে ইজি থাকতে হবে!!! এটা ভবিষ্যত ডিজিটাল বাংলাদেশের এক হইলেও হইতে পারে ডিজিটাল নাগরিকের ৩২ দফা ডিজিটাল দাবী। শিরোনাম দেখেয় এ লেখার পরিনাম বুঝা কঠিন কিছু না। তাই ভাইলোগ এবং বেহেনলোগ কেউ যদি পলাইতে চান এই জায়গা থেইক্কাই পল্টি মাইরা লুঙ্গি তুইলা দৌড় দেন (তবে শালীনতা বজায় রেখে এবং বিপদসীমা অতিক্রম না করে লুঙ্গি তুলে দৌড় দিন)।
তবলার ঠুকঠাক অনেক হল, এবার আরো খানিকটা হিজিবিজি টাইপের হাবিজাবি কথার অন্দরমহলে প্রবেশ করি। প্রায়ই সচলায়তনে এসে ঘুরে যাই, দেখি নুতন বছরে সকল লেখকের নব উদ্যম। নুতন লেখা আর মন্তব্যের পসরা ঢেলে সাজানো সচলায়তনের নুতন বছরের সবক'টা পাতা। দেখে আর পড়ে লাগে চ্রম ভাল, আবার কষ্টও হয় মাঝেসাঝে নিজের জন্য। নতুন বছরে কেউ লিখছে গল্প, কেউ কবিতা, কেউ ছড়া, কেউ অনুগল্প কেউ বা ভ্রমন কাহিনী, আর আমি লিখি খাঁজুইড়া বিটলামী! তাও ভাল এইখানে ফাত্রা জিনিস লেখার জন্য কেউ গাল পাড়ে না। সেই ভরসায় লজ্জা শরমের মাথা খেয়ে হিজিবিজি কাটতে বসে পড়লাম দিন বদলের এই গম্ভীর সন্ধ্যায়।
এই আনন্দে গলা মেলালাম আমার পছন্দের গ্রুপের এই গায়িকার সাথে।
০২. (সেন্সহীন টুকটাক)
আমি মানুষটা মোটামোটি 'যায় দিন খ্রাপ, আসে দিন ভাল' থিওরীতে বিশ্বাসী। আর খ্রাপ হইলেও বা কি আর করার, খ্রাপ সময়ের সাথে ঠেলাঠেলি কইরা খ্রাপ সময়ের গুষ্টিকিলামু নে। মন আমার কমবেশী সবসময়ই ভালু থাকে, কিন্তু যখন এই বেতুমুজে বিগড়ায় রীতিমত কালঘাম ছুটায়ে ফর্মে আসে। এই রকম সময়গুলাতে আমি যাদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ তারা হল আমার আর্ট পেপারের দঙ্গল, ছোট বড় হরেক রকমের পেন্সিল, বিচিত্র সাইজের হান্ডি-কড়াই, আর যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা ফুড চ্যানেল। এরা নিজেরা অত্যাচারিত হয়ে আমাকে দেখিয়ে দেয় মন ভাল করার পথ। মনের মাধুরী মিশিয়ে আমি তৈরি করে বেড়াই নামহীন সব খাদ্য যাদের কোন মা-বাপ নাই তাই নামকরনের যন্ত্রনাও নাই। মনের সমস্ত তিক্ততা উদগীরন করি নিরীহ সাধাসিধা সাদা কাগজগুলোর উপর পেন্সিলের আঁচর কেটে, আর সেই ব্যাঙ্গের ঠ্যাং বগার ঠ্যাং দেখে ভাবি আমি কি হনু রে!! রীতিমত পৈশাচিক, নাকি বলেন? আর একটা জিনিসের কথা না বললে তো রীতিমত এরশাদের মত বেশরইম্মা কাজ করে ফেলব। এ সময় গুলোতে মনের যে আহার যোগায় অহর্নিশি তার নাম গীত। এক একটা অসাধারন সৃষ্টির জন্য কাকে ফেলে কার কাছে কৃতজ্ঞ হব ঠিক জানা নেই, তাই স্বার্থপরের মত কিছু না দিয়ে অবিরত এদের আশ্রয় করে কেটে যায় আমার সেলুকাস জীবন। তাই মৌসুমী ভৌমিকের একখানা গান খানিকটা অদল-বদল করে বরং বলি, 'যখনি একটু ছুটি পাই গানই কেবল আমি শুনে যাই'।
|
০৩. (গীবতীয় সমাচার)
খুব বোরিং সময় যখন কাটে তখন সময় কাটানোর সবচেয়ে ভাল উপায় হলো দেশীয় চ্যানেলে ঘুরে বেড়ানো। এই ঘোরাঘুরির মাঝেই আপনে হয়তো পেয়ে যাবেন আপনার কাংক্ষিত প্রোগ্রামটা যা আপনি খুঁজে বেড়াচ্ছেন। যত সিরিয়াস নাটক, সিনেমা, বিজ্ঞাপন অথবা টেলিফিল্ম তত বেশী কমেডি, তত বেশী নির্মল আনন্দ লাভের সুযোগ। ঠিক এই আশায় বুধবারের অলস দুপুরে ইভা আপু আর মাহফুজ আংকেলের এটিএন বাংলা চ্যানেল খুলে বসেছিলাম। আমাকে হতাশ করেনি তারা, 'সিনেমা সিনেমা'(এমনই কিছু একটা নাম) নামের এক প্রোগ্রামে দেখাচ্ছিল 'খোঁজ-দ্যা সার্চ' সিনেমার ট্রেলার এবং কলাকৌশলীদের সাক্ষাতকার। সে কি নির্মল আনন্দ বলে বুঝাবার উপায় নাই! সিনেমার নায়ক নায়িকার উচ্চারন অসাধারন, একবার শুনলে বার বার শুনতে ইচ্ছা হয় এই আশায় যদি আরো একবার হাইসতে হাইসতে হেট বিষ করা যায়! দুষ্টু লোকেরা বলে এই সিনেমার নায়ক নায়িকা বলে পর্দার পেছনেও একে অপরের হিরো-হিরোইন, এবং নায়িকাকে ইম্প্রেস করতেই ছিঃনেমার নায়ক আড়াই কোটি টাকা খরচ করে এই ছিঃনেমা তৈরী করেছেন। আশ্চর্য্যের বিষয় এই দু'জনের কথা বার্তায় এতোই মিল যে এদের যমজ ভাইবোন হিসাবে ভুল করতে পারে দুষ্ট দর্শকের দল। দু'জনেই বিনীত নিবেদন জানিয়েছেন জনতার উদ্দ্যেশে 'প্লিজ প্লিজ আপনারা খোজ-দি সার্ছ সবিটা একবার হলেও দেকবেন', এতো মিল!! তাদের উৎসাহ দিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সদস্য আমির হোসেন আমু(!) এবং তার মতে নবীন পরিচালক নতুন দিগন্ত উন্মোচন করেছেন,আর অবশ্যই তিনি বিশ্ব দরবারে এই দিগন্তকে আরো বেশী উন্মোচিত করবেন। এই নতুন দিগন্তটা কি জিনিস মুখে বর্ননা করে বুঝানো সম্ভব না, প্লিজ প্লিজ আফনারা নিজেরা সার্ছ করে খোঁজ-দি সার্ছ সবিটির ট্রেলার দেখেনিন।
আসুন আমরা এই নতুন দিগন্ত উন্মোচনের দিনে শ্রদ্ধেয় মমতাজ আপুর এই দরদী গানের সুরে সুর মেলায়।
|
০৪. (গরীবের ঘোড়া রোগ)
মাঝে মাঝে এমন উদাস করা সময়ও আসে যখন আমার মত দুষ্ট মানুষও উদাস ভাবের ভং ধরে বা বলা ভাল ভং আমাকে ধরে, এই ভুজুং-ভাজঙ্গের প্রভাবে তখন কুয়াশা ঢাকা রাতও দিনের আলোর মত উজ্জ্বল দেখায়। যখন কুয়াশা মাখা সূর্যের নরম ভোরের আলোও বুকে চিনচিনে একটা ব্যাথা এঁকে দেয়, এই ব্যাথা বিস্ময়ের, এই ব্যাথা মুগ্ধতার। এই সময় যান্ত্রিক স্বার্থপরতা থেকে দূরে সরে পৃথিবীর কথা ভাবতে ইচ্ছা হয়, মানুষকে ভালোবাসতে ইচ্ছা হয়। কুয়াশার চাদর ভেদ করে দিঘীর জলের নির্মলতা ছুঁয়ে যায় কঠিন হৃদ-পিঞ্জর, মুগ্ধতা চুঁইয়ে ঝরে পড়ে শতবর্ষের নির্লিপ্ত নির্দয় দু'খানা চোখ বেয়ে। ভাবতে ইচ্ছা করে আমি না থেকেও থাকবো এ সব কিছুর মাঝে, কোন এক নিষ্পাপ শিশুর মায়াময় মুগ্ধ চোখ দিয়ে দেখব যুদ্ধক্ষত পৃথিবীর অবশিষ্ট বিস্ময়। সন্দেহ নাই গরীবের ঘোড়া রোগ টাইপ বিলাসিতা, তবে অসম্ভবও নয়।
আসুন সচল সন্ন্যাসীর সন্ন্যাসীয় ধারায় একখান “টুশ”করি এই বিলাসিতাকে সম্মান দেখিয়ে।
|
পুনশ্চঃ খ্রাপ আর চ্রম শব্দ দুইখান লিখতে অতীব মজা। কইতে তার থেইক্কাও মজা। কিডা আবিষ্কার করল্রে?
মন্তব্য
ঠিক কইছেন। খ্রাপ শব্দটা মুখে বলতে সিরম লাগে।
=============================
ঠিক কইসি না ?? আমিতো ভালু মানুষ। তাই যাহা বলি সত্য বলি, সত্য ব্যাতীত মিথ্যা বলি না।
-----------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
প্রথম গানটা দারুন, এজন্যই আপনাকে তারা দেওয়া যায়।
এই নিয়ে ৬ বার শুনলাম, মনে হলো ২জন গাচ্ছে, মাঝখানে আবার কোরাসও আছে
"ইফ লাইফ ইস আ রিভার এন্ড ইউওর হার্ট ইস আ বোট
এন্ড জাস্ট লাইক আ ওয়াটার বেবী, বেবী বর্ন টু ফ্লোট
এন্ড ইফ লাইফ ইস আ ওয়াইল্ড উইন্ড দেট ব্লোওস ওয়ে অন হাই
এন্ড ইউওর হার্ট ইস এম্যালিয়া ডায়িং টু ফ্লাই
হেভেন নোওস নো ফ্রন্টিয়ার্স এন্ড আই হ্যাভ সীন হেভন ইন ইউওর আইস"
লিরিক্স্টাও চ্রম।
...........................
Every Picture Tells a Story
মুমতাজ আপুর গানটা শুইনা আর একটা পাঁচতারা দিয়া যান না ভাইসাব।
প্রথম গানখান ভাল লাগার মতই একখান গান। পাঁচতারার জন্য ধন্যবাদ।
--------------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
দৃশা আপুর হাবিজাবি অনেকদিন পর পড়লাম।
মনডা এক্কেরে জুড়ায় গেল রে !!!
এত কম কম ল্যাখেন ক্যান আপনি ?
আরো বেশি বেশি লিখবেন এখন থেকে।
ভাল থাকবেন।
-------------------------------------
--------------------------------------------------------
() ! এমুন কমেন্ট পইড়া তো দিল গার্ডেন গার্ডেন হইয়া গেল।
আমিতো অলওয়েজ ভাল থাকিই, আপ্নেও থাইকেন।
----------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
দিন্দুনিয়া খ্রাপোয়ে গেছে। ধম্মকম্ম পোস্টের বড়োভাব।
তবে গাঙ্গুলা উত্তম।
হো দিন্দুনিয়া চ্রম খ্রাপ হইয়া গেছে। নইলে কি মাওলানা সাব ধম্মকম্মের ফুস্ট না দিয়া নাফরমানি ভিডিও আর গান পুস্টায়, কন?
----------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
প্রথম গানটার জন্য আপনাকে আইস্ক্রীম।
=============================
এমুন নাফরমানির কামতো আমার কলিজার দুশমনও করবো না!! ঠান্ডাইয়া দিনে আইক্কিম সাধে আমারে। ছি ছি রায়হান ছি। আপনি এতো খ্রাপ? ছি ছি, আমি আপনারে একটা চ্রম ভালু ছেলে ভাবছিলাম। ছি ছি... ছি!
---------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
চ্রম পোস্ট ...... ভালো লাগসে
আপনার ভালা লাগছে...... শুইনা আমারও চ্রম ভালা লাগল।
-------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
আপনার পোস্ট পড়তে চ্রম মজা লাগে, আপামনি।
গানগুলা সুন্দর। আপনার আঁকা ছবি দেখতে চাই। স্ক্যান কইরা পোস্টায়েন। আমি দ্য ছার্চ - খুঁজতে চাই না। আমু আঙ্কেল আর ওই যমজ ভাই-বইনের উপ্রে ভর্সা রাখলাম। আর এইগুলান যে খাঁটি বিনোদনের ডিপো, তা আমি জানি, অনেকরে কই-ও। ঘোড়া রোগের কবিতাটা সুন্দর হইসে
রেগুলার লেখেন না ক্যান!! এত্ত বাদে বাদে লিখলে কিন্তু আপনারে "খ্রাপ" উপাধি দেয়া হবে...
আসলেই তো, "চ্রম" আর "খ্রাপ" কইতে তো হেভি মজা
চ্রম মজা পাইছেন শুইন্না আপঝাপ লিখার লাইসেন্স পাইলাম বইলা মনে লয়।
আর দেখানোর মত হইলে কি আর বগার ঠ্যাং কই? এবার বাকীটা বুইঝা লন।
ফুস্ট ফড়ার লাইজ্ঞা শুকরিয়া।
----------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
গানগুলো চমত্ কার লাগলো, লেখাও। হোক দেরীতে, এরকম লেখা আরো চাই।
---------------------------------------------------------------------------
If your father is a poor man, it's not your fault ; but If your father-in-Law is a poor man, it's definitely your fault.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
চ্রম ধন্যবাদ বেয়নেট থুক্কু রেনেট ভাই পড়ার জন্য।
--------------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
আফনে এরম চ্রম লেখছেন ম্যালা খ্রাপ বইলাই
..................................................................................
দেশ সমস্যা অনুসারে
ভিন্ন বিধান হতে পারে
লালন বলে তাই জানিলে
পাপ পুণ্যের নাই বালাই।
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
ঘরের কথা পরে জানলো কেমনে?
মুজিব ভাইয়ের ব্রেইনে দেখি ঘিলু আছে !!!
---------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
হেভি মজার লেখা
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
হেভি রকমের ধন্যবাদ মেহের আপু পড়ার জন্য।
...........................................................................
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
চ্রম, খ্রাপ। বাহ্ মজাই তো!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আমিতো আগেই কইসিলাম !! চ্রম খ্রাপ বলতে চ্রম ভালু লাগে।
--------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
- আজাইরা পোস্ট ভালো লাগিচ্ছে। চ্রম খ্রাপ!
(চর্ম খারাপ না হৈলেই হয়!)
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
লুকে বলে আপনি বলে দৃশার ক্লোন!! কি কুৎসা রটায় মানুষ আপনার নামে, ছি ছি!
একটা বিচার করেন, পেতিবাদ করেন এই অন্যায়ের।
চ্রম আজাইরা ফুস্ট ভালা লাগার লাইজ্ঞা ধইন্যাপাতা আর চর্ম রোগ হইতে সাবধান।
-------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ বলে, "খ্রাপ" শব্দটি বহুদিন ধরে রায়হান আবীর ব্যবহার করে আসছেন নানান মন্তব্যে। এটা তাঁর আবিষ্কার কি না, তিনিই সঠিক বলতে পারবেন।
শেষ গানটা আমার মাথা আউলায়া দিলো। অসাধারণ এই গানটির ভক্ত আমি বহু বহু বছর ধরে। তবে সেটি ছিলো লতার কণ্ঠে। রিমেইক সচরাচর জুইতের হয় না। তবে এটি দুর্ধর্ষ হয়েছে। কে গেয়েছে, বলতে পারেন কেউ?
লেখার নামের শেষে "০১" দেখে খুব প্রীত হলাম। তার মানে, আরও আসিতেছে
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
আমি আবিষ্কার করতে পারলে তো ভালৈ হতো। তবে আমি এইটার মার্কেটিং এর দায়িত্ব নিসি।
খ্রাপ শব্দটা প্রথম দেখছি এইখানে- (ফারুক ওয়াসিফের মন্তব্যের জবাবে সুমন চৌধুরী দ্রষ্টব্য)
=============================
আরে কিডা করছে বিষয় না। আবিষ্কৃত হইছে এইডাই বিষয়। নাকি কন?
----------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
সন্ন্যাসী ধারার এক সংসারী, সংখ্যা জ্ঞান আমার কম। তাই ০১ এর পর কত আইবো ঠিক বুঝতাছি না। আমি আপনার একখান টুশ ধার করলাম অনুমতি ছাড়া। গুস্তাখি মাফ।
আর আপনার পছন্দের গানটার গায়িকা যতটুকু আমার ধারনা তার নাম মধুশ্রী।
--------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
হুমম, গায়িকার নাম মধুশ্রী।
দৃশা তবু বললেন "যতটুকু আমার ধারনা..."। অথচ ভারত সীমান্তে কর্তব্য পালনে নিয়োজিত জোয়ান (হিন্দি ছবি ও গানে যাঁর অগাধ দখল) যখন "হুমম" বলে সায় দেন, তখন বিশ্বাস না করে উপায় থাকে না
অথচ এখানে বলছে গানটি পামেলার গাওয়া! ক্যাম্নে কী! নাকি পামেলার পুরা নাম পামেলা মধুশ্রী বা মধুশ্রী পামেলা?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
উইইইইইইইইইইইইইই মডেলুন্নেসাকে পছন্দ হয়েছে!
মডেল
সে যে অঢেল!
হাঁটুপানির জলদস্যু
গান্টা ভালো, কিন্তু গান্টার ভিডিওর কোরিওগ্রাফী চ্রম খ্রাপ।
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
ভিডিওর কোরিওগ্রাফী কারে কয়, বুঝাইবেন একটু এই নাদানরে? আসলে এই জাতীয় টার্মের আসল মানে আমি একেবারেই বুঝি না
অভিধানে কোরিওগ্রাফী মানে কইতেসে: the skill of combining movements into dances to be performed
এই ভিডিওতে তেমন কিসু তো দেখলাম না
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
আমি কিন্তু কইসিলাম সন্ন্যাসী হইলেও হইতে পারে। মধুশ্রীর গলা শুইন্না দেহেন আপনে তহন ভুইঝতে পারবেন।
আর এই পামেলা এন্ডারসন কিছুই বাদ দিল না......মর জ্বালা!!
ভিডিওটা আগে বুহুবার দেখছি এই ফামেলা আফার নাম খিয়াল করি নাইক্কা।
যাক জ্ঞান বাড়লো।
---------------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
আজাইরা পোষ্ট চ্রম ভাল্লাগছে
............................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
আপনারে চ্রম ধন্যবাদ পড়ার জন্য।
-----------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
হা হা হা
চ্রম মজা পাইলাম, আফামনি।
তয়, অতো খ্রাপ হইয়েন না, এইসব আপঝাপ খাঁজুইরা শব্দ বর্ষন কইরা আমাগো সুখপাঠ্য সময়টারে বিভিষীকাময় বানানোর ইচ্ছা যেন আরো ঘনঘন হয়।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
ঠিক আছে ঘন ঘন উৎপাত করুম। ফরে কইয়েন না যে আমি সাবধান করি নাই!!
-----------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
আজাইরা লেখা চ্রম হয় ক্যাম্নে!
আমারও একই ফ্রশ্ন? কেমবে?
--------------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
চালায়া না নিয়া গেলে কিন্তু খুব খ্রাপ হবে।
---------------------------------
বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?
---------------------------------
বাঁইচ্যা আছি
কতটা খ্রাপ হবে আগে সেইটা কন। এরপর বুঝুম চালামু কি চালামু না।
---------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
যথারীতি দৃশা মাঠে নেমেই এক গাদা দেখার জিনিস, পড়ার জিনিস, বুঝার জিনিস দেখিয়ে দিয়েছে । তারপর আবার কবে লিখবে কে জানে । তত দিন এইটাই আমরা দেখতে পড়তে থাকি আর কি । তবে এইবার কয়েকটা শোনার জিনিসও দিয়েছে । তার মধ্যে প্রথমটা আমার বেশ ভাল লেগেছে । ধন্যবাদ দৃশা ।
[ অফ টপিক : স্টিকার পেয়েছিলেন ? ]
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
এই গান না কোরসের বেশীর ভাগ গানই আমার পছন্দ। আপনারও ভাল লেগেছে জেনে ভাল লাগল। আর কষ্ট করে এই লম্বা আপঝাপ পড়ার জন্য আপ্নাওকেও চ্রম ধন্যবাদ।
অফটপিকঃ জ্বী ভাই স্টিকার পেয়ে গেছি।
------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
মনু... দারুন মঝা লাগাইসুন... সিরম চ্রম হইসুন...
_______________
এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।
_______________
::সহজ উবুন্টু শিক্ষা::
অভ্রবুলু(ব্লু) ভাইডি আফনার মঝা লাগছে ঝাইনা হামারও চ্রম ভালা লাগছে।
--------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
মাইরি ! এমন আজাইরা পোস্ট আর দিকি নি!
কি অশ্লীল ফুটু লাগাইছে রে বাবা!ছি ছি ছি! ছি দ্রোহী ভাই ছি! আপনার লইজ্জা করে না?
কিরাম আছেন? ভাবীর রকমারী খানা খাইয়া তন্দুরুস্ত?
-------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
দারুন মজা লাগল লেখা
করসের আমি অনেক ফ্যান ছিলাম আগে, এখনো ওদের পুরোনো গানগুলো শুনলে খুব ভাল লাগে আর শেষেরটার কথা কি বলব, ওল টাইম ফেভারেট, দারুন প্রিয়!!!
দোয়া করি আপনি আরো বেশি বেশি বোরড হোন, উদাস হোন আর এমন লেখা পোস্ট করেন। আর আমিও আপনার কাকের ঠ্যাং বগের ঠ্যাং দেখতে চাই
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
দারুন কমেন্টের জন্য দারুন রকমের ধন্যবাদ।
বগার ঠ্যাং আর ব্যাঙ্গের ঠ্যাং আপনে এখনো দেখেন নাই !!! ইয়া মাবুদে ইলাহী কয় কি? কাইল্কাই একখান বগা আর একটা ব্যাঙ্গ পাকড়াও কইরা ফুটু তুইলা পাঠাইতাছি।
-------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
The Corrs আমার প্রিয় একখান ব্যান্ড। ওদের যেকোন কম্পোজিশনই ভাল্লাগে...
মৌসুমি ভৌমিকের এই গানটা আগে সেইভাবে শুনিনি... ভাল্লাগছে...
তৃতীয় গান সম্পর্কে মন্তব্য করলাম না
শেষ গানটা লতা মুঙ্গেশকরের কন্ঠে শু্নেছি আগে। সেই গানে লতা মুঙ্গেশকরের কিছু কথাবার্তাও ছিল...এইখানে সাউন্ড কোয়ালিটি বেশি ভালো...ভাল্লাগছে...
আপনার এই চ্রম পোস্টের জন্য ধন্যবাদ...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
তৃতীয় গানটা নিয়া কেনু কেউ কিছু বলে না? এতো মর্মভেদী দরদী কথার গান...এক্কেরে দিল পে চাক্কু না, ইমানে কন? কত দুঃখ থেইকা এই গানের সৃষ্টি ভাইবা দেখছেন !
এই চ্রম খ্রাপ প্রোস্ট থুক্কু পোস্ট পইড়া কমেন্ট করার জন্য চ্রম ধন্যবাদ।
----------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
আইজকা হারাদিনে তিন নম্বরটা কয়েকবার শুনা হইছে-
=============================
আজাইরা খালা ... আজাইরা খালা....
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
ভাইগ্না ভালু আছো? আপা আর দুলাভাই ভালু আছে? হেগোরে আমার পেন্নাম জানাইয়ো।
---------------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
ইস্নিপ্স মারলে কোনা দিয়া এইটা কোন শিল্পীর কোন গান সেইটা লেইখা দিলে কষ্ট কম হয় আমাদের মতো আমজনতার... এই নিবেদন পরবর্তী পোস্টের জন্য...
অর্থাত্ পরবর্তী পোস্টটা পড়ার অপেক্ষার রইলাম
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
সবগুলার নামই তো লেখা আছে নজরুল ভাই।
লাস্টেরটা লিখি নাই এট্টু কনফিউশন আছিলো বইলা, ভবিষ্যতে মনে রাখুম বিষয়টা।
.........................................................
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
একদিন আমাকে একজন কষ্ট দিয়েছিল (ভুল করে বা না বুঝে বা আবেগের তাড়নায়), আমিও সেই একই পাপ করে তাকেও কষ্ট দিয়েছিলাম, অপেক্ষাকৃত ভাল বুঝি মনে করে!!!
অতিথি ভাই আমি আপনার মন্তব্যটাই বুঝলাম না, তাই কোন পালটা মন্তব্য করা থেকে বিরত থাকলাম। তবে ভুলভাল করে হলেও আমরা যেন সবাই সঠিক পথটা বেছে নিতে পারি এই কামনা করি।
--------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
মমতাজের গান আর আমার অতি অতি প্রিয় মদনমোহনের কম্পোজিশন, পর পর শোনার পর টমেটো সস দিয়ে আইসক্রীম খাবার মতো একটা অনুভূতি হলো।
চ্রম।
এইবেলা জানিয়ে রাখি গানটি শিল্পী লতা মঙ্গেশকরের, মিউজিক কম্পোজিশন মদনমোহনের উও কওন থি (১৯৬৪) ছবিতে প্রথম গাওয়া এবং লতার গলাতেই সবচাইতে মাধুর্যময়, নি:সন্দেহে। এই ছবির আরো একটি গান ভীষণ ভাবে বিখ্যাত হয়েছিলো নয়না বরসে রিমঝিম রিমঝিম - এই ছবির গানের দুর্দান্ত সাফল্যের ফলশ্রুতিতেই হিন্দি গানে লতা- মদনমোহন জুটির কালজয়ী গানের পথচলা শুরু..... ..... ..... ..... এটা হলো আমার টু সেন্টস। ব্লগ নিয়ে কিছুনা বলি ?
জীবন জীবন্ত হোক, তুচ্ছ অমরতা
Lag Jaa Gale গানটি লতার গলায় সবচেয়ে সুন্দর, তা নিয়ে সংশয়ের অবকাশই নেই। তবে অন্বেষা নামের এক কিশোরীর টিভি-স্টুডিওতে বাদ্যযন্ত্রের অনুসঙ্গ ছাড়া গাওয়া গানটির একটি অংশ শুনে ভয়াবহ মুগ্ধ হয়েছি।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
আপনি না !
আমি এইসব ট্যালেন্ট হান্ট দেখা ছাইড়া দিসি আজ থিকা বহুদিন আগেই। তবু কিছুদিন আগে টিভিতে চমৎকার একটা গলা শুইনা দেখতে বইসা গেছিলাম।
গলাটা ছিলো অন্বেষার - সেই প্রোগ্রামে আরো চমৎকার গলার একটা মেয়ে ছিলো -একটা পর্বও বোধহয় বাদ দেই নি ঐ অনুষ্ঠাণের !
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
অন্য আর একটা যে মেয়ের কথা বলছেন সে হয়তো ঐশ্বরিয়া।
দুই দুর্দান্ত পিচ্চি।
---------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
ঐশ্বরিয়াও অতীব চমত্কার, তবে অন্বেষার পাশে ম্লান।
এইটা, কইলাম, আমার মন্তব্য।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
গঠনা সইত্য।
--------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
@ সন্ন্যাসী'দা
কী অবাক ব্যাপার, এই প্রথম মনে হয় গান সম্পর্কিত কোনো ব্যাপারে একমত হতে পারলাম আপনার সাথে!
এই দুইটা মেয়ে এই বয়সেই এত চমৎকার গায়, সত্যিই মুগ্ধ হওয়ার মতো। আমি শুধু এই দুজনের গান শোনার জন্যই "ভিওআই–ছোটে ওস্তাদ" অনুষ্ঠানটা দেখতাম। তবে আমার ফেভারিট ছিল অন্বেষা। মেয়েটা এত নিখুঁত গায় যে মাঝে মাঝে অনেক পেশাদার শিল্পীর চেয়েও বেশি পরিপক্ক মনে হয় ওকে।
যদি না শুনে থাকেন, তাহলে অন্বেষার গাওয়া "মেরে ঢোলনা" (সিনেমা: ভুলভুলাইয়া) গানটা শুনে দেখার অনুরোধ করছি। আমার কাছে ওর স্টেজে গাওয়া গানটাই শ্রেয়ার মূল রেকর্ডিংয়ের চেয়ে বেশি ভাল মনে হয়েছে।
প্রথম গাওয়া:
গ্র্যান্ড ফিনালে-তে গাওয়া:
WOW!! মেয়েটা কি অসাধারন গায়, অপূর্ব গলা, কি সুইট দেখতে, অনেক অনেক ধন্যবাদ লিংক গুলোর জন্য
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
মেয়েটা আসলেই অসাধারণ গায়, গলা-ও অপূর্ব, দেখতেও খুব সুইট। আমি তো টিভিতে ওকে দেখেই ফিদা হয়ে গেছিলাম
লতার সাথে তো তুলনা চলে না। তবে এই পামেলা(!!) নিজস্ব আঙ্গিকে কিন্তু বেশ ভালই গেয়েছেন। অবশ্য এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত।
-----------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
দুঃখিত, মাঝে যে এতগুলো মন্তব্য এসেছে, খেয়ালই করিনি। মাঝে মাঝেই এই ভুল হয়, এমনকি নিজের পোস্টেও।
সন্ন্যাসী'দা, এই জোয়ান কিন্তু মোটেও হিন্দি ছবি ও গানে তার অগাধ দখল দাবি করে না। সুযোগ বুঝে ভালই পচাইলেন
আপনার দেয়া ইউটিউবের ভিডিও দেখার মতো অবস্থা নাই এখন। বাফার করতে দিন যাবে। পরে দেখব, দেখে জানাব না হয়। তবে পামেলা জৈন (Pamela Jain) নামে একজন শিল্পী আছে, এটা জানি, তার গানও শুনেছি। মজার ব্যাপার হল, এই পোস্টে প্রথম যখন "লাগ যা গ্যলে" শুনি, প্রথমেই আমার মাথায় মধুশ্রী-র নাম এসেছিল, কিন্তু আপনার "শিল্পী কে" মন্তব্যের জবাবে কিছু বলিনি। পরে যখন দৃশাপাও মধুশ্রীর নাম নিল, তখন আমার মতামতটাও জানালাম। যেটা ভুল হয়েছিল, মন্তব্যে "আমারও মনে হয়" কথাটা লেখা উচিত ছিল।
এ.আর. রহমানের সুর করা অনেক গানেই কন্ঠ দিয়েছেন মধুশ্রী। কন্ঠটা আমার কাছে বেশ পরিচিতই বলব। তাই গানটা পামেলা গেয়ে থাকলে, মধুশ্রীর সাথে ওঁর গলার অসম্ভব সাদৃশ্য আছে, বলতেই হয়।
আপনাকে মধুশ্রীর গাওয়া কিছু গানের কথা বলতে পারি। যদি শুনে দেখেন, নিজেও হয়ত বুঝতে পারবেন কেন পোস্টের গানটা মধুশ্রীর গাওয়া বলে ভুল করেছিলাম (দৃশাপা, আমি - দুইজনই)
– ইন্ লামহো কে দামান মে [সিনেমা: যোধা আকবর]
– বিখার গ্যায়ী [সিনেমা: প্রণালী]
– তু বিন বাতায়ে [সিনেমা: রং দে বাসান্তী]
– কাভি নীম নীম [সিনেমা: ইয়ুভা (যুবা)]
– পাল পাল হ্যায় ভারি [সিনেমা: স্বদেশ]
গানগুলো সহজেই খুঁজে পাবেন আশা করি। তবুও সমস্যা হলে জানাবেন। ধন্যবাদ আপনাকে (পচানো ছাড়া বাকি সবকিছুর জন্যই)
অন্বেষার প্রসঙ্গ যখন উঠেইছে, তখন তার আরও কিছু দুর্ধর্ষ গান দিই। কী যে অসাধারণ মিষ্টি গলা তার! অনেকেই তাকে ভবিষ্যতের লতা ভাবছে। মহাভক্ত হয়ে পড়েছি আমি এই মেয়েটির।
ইউটিউবে অন্বেষণ করে অন্বেষার আরও গান পাওয়া যাবে।
একটি বাংলা গান:
Hum dil de chuke sanam
Iss Mor se jate hai
Morni Bag Ma Bole
Pal Do Pal Ka
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
গানগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ সন্ন্যাসীদা। প্রতিটা গানই অবশ্য সরাসরি টিভিতে দেখেছি অনেক আগেই। মেয়েটা স্টেজেই এত ভাল গাইত যে মনে হতো রেকর্ডেড গান শুনছি।
অন্বেষা ফ্যান ক্লাবে আপনি যোগ দিয়েছেন দেখে খুব খুশি লাগছে।
একটা কথা মনে পড়ল-
"ভয়েস অভ ইন্ডিয়া–ছোটে ওস্তাদ"-এর এক বিচারক, প্রীতম (আপনার দেয়া ইউটিউব ভিডিওগুলোর প্রথমটাতে যাকে দেখা যাচ্ছে) অনুষ্ঠান চলাকালীন সময়ে খুব ঢাকঢোল পিটিয়ে ঘোষণা দিয়েছিল- সে "গোলমাল রিটার্ণস" সিনেমাতে সবগুলো গানের প্লেব্যাক করাবে অন্বেষা ও ঐশ্বরিয়াকে দিয়ে)। একজন কারিনা কাপুর, আরেকজন অমৃতা অরোরা'র কন্ঠ দিবে
পরে যখন অ্যালবাম রিলিজ পেল, অবাক হয়ে দেখলাম একটা গানে অন্বেষা আছে (থা কার কে), তাও আলাদা করে বোঝার উপায় নেই, গান গেয়েছে মোট পাঁচজন মনে হয়। ঐশ্বরিয়ার একটা গানও নাই। এই অবস্থা দেখে খুব মেজাজ খারাপ হয়েছিল তখন।
অ দৃশা, এবার খুব ইচ্ছা ছিলো আপনার আর রাবাবের সাথে ইক্টু দেখা করবো, ইক্টু গান টান পাবো - তা আমার মতো তুশ্চু প্রাণীকে কি আর কেউ পাত্তা দ্যায়?
লেখাটা খুব ভালো, গানগুলা খুব ভালো - কেমন জানি মনে হচ্ছে আপনিও বেশী খারাপ না ......
দেখলা কারবারটা!! কবে আইলেন কবে গেলেন কিছুই তো টের পাইলাম না। আপনে জানাইলে না জানুম।
আমি যে মানুষটা কত চ্রম্ভালু এ বিষয়ে আপনার এখন সন্দেহ যায় নাই?দুঃখজনক!
------------------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
দৃশাপুকে তো চিনলাম কিন্তু রাবারটা কিডা ?
--------------------------
--------------------------------------------------------
নতুন মন্তব্য করুন