ভাইগ্না তোমারে আমি চিনি কত বছর হইল কও তো... ৪ বছর... উহু ৫ বছর? লম্বা সময়... নাকি কও? এই লম্বা সময়ে তুমি কখন ছিলা আধা_দেবতা , কিছুদিন রইলা আমার কঠিন দোস্ত কৌশিক হইয়া, কখন বা নুতন ভেক ধরে হইলা খেকশিয়াল, আর এখন এমন অবস্থা তুমি চামে দিয়া বামে আমারে তোমার খালা বানাইয়া দিলা। সে যাই হোক, আমার জন্য একটু কষ্ট হইয়া গেল বিষয়ডা হজম করা... আগে তোমার আব্বা আম্মা রে কইতাম আংকেল-আন্টি, এখন কপাল ফেরে কওয়া লাগবো আপা-দুলাভাই! আমি হইয়া গেলাম বুইড়া আর আংকেল-আন্টি হইয়া গেল জোয়ান...বাহুৎ না-ইন্সাফি হুয়ারে শিয়াইল্লা।
সচলায়তনে তোমারে পাওয়ার আগে ভাইগ্না জানতাম তুমি টুকটাক গান-টান লিখো, টুং টাং গীটার বাজাইয়া হামদ-নাথ সৃষ্টি করো নিজ গলায়, পোলাপাইনরে হালুম-হুলুম ভূতের গল্প শুনায়ে ভয় দেখাও... কিন্তু তুমি যে এতো অসাধারন একজন লেখক এবং ছড়াকার, একইসাথে ক্ষেত্র বিশেষে কবিও এটা আগে কখনই কোন ভাবে টের পাই নাই। প্রথম যেদিন সচলে লেখা দিলা বন্ধু, গর্বে কলিজা গলার কাছে আইসা পরছিল এইটা ভাইবা যে এই পোলা আমগো কৌশিক...আমগো চুপচাপ, একটু অভিমানী, হঠাৎ হঠাৎ ঝলসে ওঠা সর্বোপরি ভালু স্বভাবের শান্ত ছেলে কৌশিক। এরপর একের পর এক নিত্য নতুন ভিন্ন ধাঁচের লেখা দিয়া তুমি সচলে হইয়া গেলা সবার প্রিয় খেকশিয়াল ভাই।
আইজকা ফেব্রুয়ারীর দুই তারিখ, সচলে সকলের প্রিয় মুরগী চোর খেকশিয়ালের জন্মদিন। আজ সচলায়তনের বদৌলতে দোস্ত উরফ ভাইগ্না তোমারে ঘটা কইরা জন্মদিনের শুভেচ্ছা জানাবার সুযোগ পাইলাম বিনা খরচে। এইটা তো তুমি জানোই দোস্ত বিনা পয়সায় কটকটি খাওয়ার মজায় আলাদা! তাই এই শুভ লগ্নে এতো সুন্দর একটা সুযোগ করে দেবার জন্য সচলায়তনকে একটা বিশাল ধন্যবাদ না দিলে রীতিমত অন্যায় হয়ে যাইব।
Birthday | Music Codes
শুভ জন্মদিন প্রিয় লেখক।
শুভ জন্মদিন প্রিয় সচল।
শুভ জন্মদিন প্রিয় বন্ধু।
অনেক অনেক ধন্যবাদ সচলায়তন।
মন্তব্য
গানগুলা শুনি নাই, লেখা পড়লাম। হাসতে হাসতে অবস্থা খারাপ। আপনার ভাষায় বললে, খুবই উমদা হইসে লেখা-খান
একদম কেইস ঠুইকা দিমু কইলাম! আমি মানুছ খ্রাপ।
---------------------------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
পচুর আমোদ পাইলাম। লেখায়
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
হ... পচুর আমোদ পাইলাম লেখায়...
খেকশিয়ালের গিটার বাজানো হাম্দ নাত শুন্তে চাই...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
কিন্তু একু ওজোবি মানে কী?
আর খেকু তো ভালো অনুবাদও করে... গল্পও লেখে ভালো। গল্প নিয়া সে একটা দূর্দান্ত এক্সপেরিমেন্ট কর্তেছিলো... আমার জ্বালায় সেইটা থামায়া দিছে (মনে হয়), আমি তো সেই দুক্ষে এখন কান্দি...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
এইটা নাইজেরিয়ান ভাষা মানে শুভ জন্মদিন।
----------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
দৃশা, আপনাকে নিয়ে বড্ড চিন্তা হচ্ছে! বন্ধুর গর্বে আপনার কলিজা গলার কাছে এসে পড়ে, বন্ধু আরেকটু ভালু লিখলে না গলা দিয়ে বেরই হয়ে যায়! আর তাইলে কি এ জীবনে দৃশার গলায় গাওয়া এট্টা গান আমি আর পাবো না?! ক্ষত খায়েস ছিলো দৃশা আবার এট্টা খালি গলায় গান পোস্ট করবে
তবে, সাথে খেকশিয়ালজী গীটার বাজালে আরো ভালো হয়।
হবে নাকি দুই বন্ধু'র তেলেসমাতি কীর্তিকলাপ?
খেকু'র একটা হামদ নাত ছিল তো আমার পিসি তে... দেখি খুঁইজা পাইলে এখানে দিমু নে।
---------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
খেকশিয়ালের সাথে দেখা হলে তাকে মুর্গি খাওয়াবো, সেটা বলেছি সবজান্তার পোস্টে। আর আপনার সাথে দেখা হলে কী খাওয়ানো যায়, তাই ভাবছি। দারুণ মজাদার সঙ্গীতময় সব লেখার জন্যে খাওয়া পাওনা হয়ে আছে আপনার, মাইরি!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
মাইরি দাদা... সে দিনটা কবে আসবে? দাদা মেন্যু আর ভেন্যু কি আমি ঠিক করব?
------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
কৌশিককে জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা...।
ওরে দৃশা এডি কি লিখলি ! পইড়া গান শুইনা আমিও ব্যাপক মজা পাইলাম! অনেক ধন্যবাদ দোস্ত!
তবে কিছু ভুল ভ্রান্তি ভাঙ্গাইয়া দেয়া উচিত যেমন আমি গীটারে কিছু কর্ড জানি মাত্র! ওগুলি দিয়াই টুং টাং করি , তবে হামদ নাথের কথা এক্কেরে ঠিক!
সবাইরে আবারো অনেক ধন্যবাদ
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
মুর্গি চোর, আপনার জন্মদিন নাকি??? আপনি কু্ম্ভ রাশি? শুভেচ্ছা রাশি রাশি। আর ইয়ে দৃশা যেহেতু খালা, উনি কি চুরি করেন, উট দুম্বা বা ভেড়া টেড়া?!!
জীবন জীবন্ত হোক, তুচ্ছ অমরতা
আমি শুধু ছিড়ি চুরি করি... আর কিছু না।
-------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
হ্যাপি জনমদিন!
দৃশাফা'রে আর কি কমু? এমন মজার লেখা পইড়া গড়াগড়ি খাওয়া ছাড়া উপায় থাকে না।
একু ওজোবি মানে কি জনগন জান্তেচায় !
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
ঝানাইছি তো? আর কতভার ঝানাব?
মানে হইল শুভ জন্মদিন, যে দেশের ছাগু ডাকাত সে দেশের ভাষা এইটা।
--------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
শুভ শুভ জমম্মদিন খেকশিয়াল ভাই দোয়া করি এবছর অনেক মুরগি টুরগি খান।
দৃশার লেখা পড়ে খুবি মজা পেলাম, হি হি হি।। তারাতারি ওই হামদ নাথ পোস্ট করেন একটু শুনি টুনি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
আরেকবার শুভ জন্মদিন জানাইলাম । কেক কুক কবে হবে ?
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অ্যা .. কেক কুক? ( খেক..খুক! )
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
শিয়াল ভায়ার জন্মদিন গ্যাছে খিয়াল করতে পারিনাই।
মানুষডা আমি খুবই খ্রাপ দেখতাসি।
তবে এই জন্মদিন থেইকা আগামী জন্মদিন পর্যন্ত অনেক শুভেচ্ছা রইল।
শিয়াল ভায়াকে খাওয়ানোর কথা কইলেই দেখি পালায় যায়গা।
ঠিক না ঠিক না কয়া দিলাম।
দৃশার লেখা পইড়া মজা পাইসি।
---------------------------------------
--------------------------------------------------------
নতুন মন্তব্য করুন