ভালুবাছি ভালুবাছি

দৃশা এর ছবি
লিখেছেন দৃশা (তারিখ: শনি, ১৪/০২/২০০৯ - ৫:০৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

যুগ যুগ ধরে পালিত এক দিবসের নাম 'বিশ্ব ভালবাসা দিবস'। যুগের হাওয়া আমাদের এই ছোট্ট দেশখানাও ছুঁয়ে গেছে। পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন, রোজার ঈদ, কোরবানের ঈদের মত আজ আমরা ১৪ই ফেব্রুয়ারীও বেশ ঘটা করে পালন করি। প্রেমিক-প্রেমিকরা যেমন এই দিনের জন্য অধির আগ্রহে বসে থাকেন, তথাকথিত ব্যবসায়ীরাও এ দিনের জন্য ধুপ-ধুনো দিয়ে দোকানপাট হাট করে অপেক্ষা করেন। আর্চিস, হলমার্ক মালিকরা একচেটিয়া ব্যবসা করে লালে লাল, নীলে নীল হন রঙ্গিন পসরা সাজিয়ে, রেস্টুরেন্ট মালিকরা হরেক রকম খাদ্যসম্ভারের ভিড়ে হাপিয়ে উঠেন টাকা-কড়ি গুনতে গুনতে, আর পার্লার-ওয়ালীরা নিজেরাই রঙ মেখে সং সেজে অপেক্ষায় থাকেন বালিকা, কিশোরী, তরুনীদের "একদিনে সাজাইয়া সুন্দরী বানাইয়া লামু" মনোভাব নিয়ে।

আজ থেকে ১২ বছর আগে স্কুল জীবনে প্রথম জানলাম এই দিনের কথা, তাও আমাদের এক সাথীর বদৌলতে। বেচারী প্রথম প্রেমে পড়ল, নিজ গরজেই আমাদেরকে এসে জানাল পৃথিবীতে এই দিন নামেও একটা 'মহান' দিন আছে, আর তৎকালীন সিনিয়র ভাই-বোনরা এ দিন ঘটা করে পালনও করছে। সুতরাং সে যদি এই দিন পালন না করে তবে জীবন তার বৃথা, একইসাথে তার বালক-বন্ধুকে ইম্প্রেস করারও তো একটা ব্যাপার আছে! মোটকথা যদি এই দিনটা পালন না করা হয় তাহলে সে এককথায় 'বিশ্ব খেত মাইয়া'। প্রানের সখীকে কিভাবে খেত মেয়ে টাইটেল জিততে দিই? তাই তার পেরেশানীতে আমরাও পেরেশান...তার দুঃখে আমাদেরও কলিজা মোচড়ায়... তার ভালবাসা দিবস মানে আমাদেরও ভালবাসা দিবস...শুধুমাত্র তার বালক-বন্ধু আমাদের বন্ধু নয়, এই যা তফাৎ। নিজেদের যার যা জমানো টাকা ছিল দোস্তকে দিলাম উপহার কেনার জন্যে। নিজেরাই আপন উদ্যোগে ঝাপিয়ে পড়লাম ভালুবাসার গান দিয়ে একটা ক্যাসেট বানানোর নিমিত্তে। কিন্তু গান পাই কই? ছুটু ছুটু মানুষ আমরা তখন কিই বা অতো ভালুবাসার গান শুনেছি! তাও আবার আমার দোস্তের দাবী বাংলা গান হলে চলবে না, আংরেজী ভালুবাসার গান হতে হবে। আমরাও যে কতটা ইইস্মার্ট এটা বুঝাতে হবে না মানুষকে !!

যাই হোক, অবশেষে অনেক যাচাই বাছাই জরিপ চালিয়ে ১২টা গানের একখান ক্যাসেট তৈরী করা হলো। যথা সময়ে ১৪ই ফেব্রুয়ারীও এলো, আমাদের সেই প্রানের দোস্ত চকোলেট, ক্যাসেট, কার্ড সহ গেল বালক-বন্ধুর সাথে দেখা করতে। দিন গেল, সন্ধ্যায় আমাদের ধৈর্য্য যেন আর বাঁধ মানে না। বালিকাকে ফোন করে জানতে চাইলাম কি হল ঘটনা। বালিকা ইনিয়ে বিনিয়ে বহু কাহিনী বলতে চায়, আমরা তাকে দাবড়া মেরে জিজ্ঞেস করলাম, 'হাবিজাবি কথা পরে ক' ছেড়ি, আগে বল তোরে পোলা কি দিল?' আনন্দে গদগদ হয়ে সে উত্তর দিলো, '১২টি রজনীগন্ধ্যা। শোনা মাত্র আমাদের চাঁন্দি গ্রম, দিলো তো দিলো খালি ফুল?...তাও আবার রজনীগন্ধ্যা? বাংলার বুকে যত গালি আছে এক নিশ্বাসে সব উগড়ে দিলাম, কিছু ভুলে গেলে বাকী সঙ্গী সাথীরা তা মনে করিয়ে দিচ্ছিল। এতো কষ্টে আমরা এতো কিছুর আয়োজন করলাম, আর হারামী পোলা ১২টা রজনীগন্ধ্যা দিয়ে মুচমুচি ভাজা খায়... এও কি সহনীয়? সেদিন একযোগে আমরা ঘোষনা দিলাম এই ছেলে খ্রাপ... তাই এই ছেলে বাদ। কিন্তু মুরুব্বীরা যাহা রটিয়েছেন তার কিছুটা হলেও তো বটিয়েছেন! প্রেম যেহেতু অন্ধ... তাই বালিকাও আমাদের গ্রাহ্য করেননি, তিনি প্রেম উন্মাদিনী হয়ে ছেলে যা বলে বেদ-বাক্যের ন্যায় মেনে নেন।

তখন বয়স অনুযায়ী ভাল উপহার না পাওয়ার ব্যাপারটাই অনেক বড় আর খারাপ ব্যাপার বলে মনে হয়েছিল, তাই হয়তো বন্ধুকে অমন কু-প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু এখন ভাবি আমার বন্ধুটা যদি আমাদের সেই ছোটলোকি সিদ্ধান্তটা মেনে নিত তাহলে হয়তো বেচারীকে তার সেই বালক বন্ধুকে পরের বছরই অন্য মেয়ের কাছ থেকে ভ্যালেন্টাইন্স গিফট গ্রহন করার দৃশ্যটা দেখতে হত না, আর সেই ছোট্ট বোকা মানুষটার অসহ্য যন্ত্রনায় কাতর মুখখানি আজ এতোদিন পরও হয়তো আমাদের চোখে ভাসতো না। কার সিদ্ধান্তটা ঠিক ছিল মাঝে মাঝে বুঝতে পারি না... কিন্তু ছোট্ট দোস্ত আমার ,আজ তুই বুদ্ধি-জ্ঞান গরিমায় অনেক বড়, যেখানেই থাকিস চ্রম চ্রম ভাল থাকিস... এমন মানুষকেই জীবনে খুঁজে নিস যে তোর ভালবাসার আর পরম মমতা মেশানো উপহার গুলোর যথার্থ দাবীদার। হাসি

(নীচে ক'টা গান জুড়ে দিলাম যেগুলো আমরা বহু যাচাই বাছাই করে বের করেছিলাম। আজ এতোগুলো বছর পর গানগুলো শুনতে দারুন মজা লাগছে, মজার ব্যাপার চোখে পড়ল গান সিলেকশনের সময় আমরা মেয়ে ছেলে সবার গান ঢুকিয়ে দিয়েছিলাম। মাইরি! কি গাধাটাই না ছিলাম')

*লোবো-

Get this widget | Track details | eSnips Social DNA

*লোবো-

Get this widget | Track details | eSnips Social DNA

*বেঙ্গেলস-

Get this widget | Track details | eSnips Social DNA

*জন ডেনভার-

Get this widget | Track details | eSnips Social DNA

*জন লেনন-

Get this widget | Track details | eSnips Social DNA

*এরিক ক্লেপটন-

Get this widget | Track details | eSnips Social DNA

*একটা বোনাস গান দিলাম জন লেননের তবে এটি সেই ক্যাসেটে ছিল না, বরং এটা আমার পছন্দের।

Get this widget | Track details | eSnips Social DNA

*শিরোনামের সাথে মিল রেখে দিলাম তিশমা আফার কন্ঠে গাওয়া ভালুবাছি ভালুবাছি গানটা। এই গান শোনার পর বুঝতে পারবেন মানুছ কুত চ্রম খ্রাপ। নিরীহ এট্টা আফার সাথে কেউ এমুন করে কন?

Get this widget | Track details | eSnips Social DNA


মন্তব্য

ভূঁতের বাচ্চা এর ছবি

অন্যের ভালুবাসার ঘটনা লিখলে চলবে ক্যামনে দৃশা ? আপনারা দেখি ইস্কুলে থাকতেই চ্রম পাকনা ছিলেন এক একজন। ১২ বছর আগে কোন ক্লাসের ঘটনা এটা ? ১২ বছর আগে ভালুবাসা যে কি জিনিস সেটাই মনেহয় আমার জ্ঞান ছিলনা ঠিকমতন। ভালবাসা দিবস ক্যামনে কাটাইলেন ? আমার তো মানুষের আদ্যিখেতা দেখতে দেখতেই দিন শেষ। হেঃ হেঃ হেঃ। লেখাটা পড়ে এখনো হাসতেসি, যদিও শেষের কয়েক লাইনে বিরহে ভরা ।
--------------------------

--------------------------------------------------------

দৃশা এর ছবি

আমারটা আমি কেমবে বইলবো? নিজেরটা কি আর নিজে বলা যায়?
পাকনামির কি দেখলেন ভাই? একজনের মনে ভাবের উদয় হইছে...আর আমরা ভালু মানুছের মত তার সাহাইয্য করছি... এটা কি খরাব? ভুইঝা করছি নাকি না বুইঝা করছি সেইটা তো বিছয় না।
হাসির চোটে তিছমার আফার গান শুনতে ভুলবেন না যেন!
..........................................................................................
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

অতন্দ্র প্রহরী এর ছবি

ভালুবাছা দিবছে নিজের ভালুবাছার কথা না বইলা অন্যের কাহিনী গেলানোর চেষ্টা করার তেবরো নেন্দা জানাই! নিজের কাহিনী শোনান।

গান পরে শুনতেছি...

দৃশা এর ছবি

নিন্দুকেরা নিন্দা করবেই। আমি ভালু মানুছ... এসব নিন্দা ফিন্দা ডরাই না। আল্লাহ করুক আপনে ভালু হয়ে যান আমার মত, সত্য সুন্দরের পথে আসেন। নিন্দা করা ভালু না তো!
------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

অতন্দ্র প্রহরী এর ছবি

আপুনারে ভালু বলে ভালু সে নয়, লুকে যারে ভালু বলে ভালু সে-ই হয় চোখ টিপি

অতন্দ্র প্রহরী এর ছবি

বলতে ভুলে গেছি, শিরোনাম দেখেই আন্দাজ করছিলাম যে তিশমা আপুর গানটা এতে থাকবে। পরে দেখি সত্যিই আছে চোখ টিপি

দৃশা এর ছবি

এএস্মার্ট বয়!! তয় এখানে এট্টা কিন্তু আছে... দুষ্টু লুকজন তিশ্মা আপু কেখালি জ্বলায়! তার নমুনা এই গান।
-------------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

অতন্দ্র প্রহরী এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

এইমাত্র ডিজে মাবুদ ফিচারিং তিশমা (দ্য ফার্ট মিক্স) শুনলাম। এরকম মিক্সিং প্রতিভায় আমি মুগ্ধ, বিমোহিত, বাকরূদ্ধ।

তিশমার রবীন্দ্রসংগীত গাওয়ার সিদ্ধান্ত যখন প্রথম পত্রিকায় দেখি, মনে হইসিল ওকে জুতাই। পরে যখন গানটা শুনলাম (টিভিতে), মনে হইল, নাহ্ যতটা বাজে গাওয়ার কথা ছিল, ততটা বাজে গায়নি। অধিকাংশ জায়গাতেই যদিও ফ্ল্যাট গাইসে... অ্যাট লিস্ট, তিশমায়িত গায়কীর চেয়ে ওর ফ্ল্যাট সিঙ্গিং বহুগুণ ভাল চোখ টিপি

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

তিশমার গানটা আগেই শোনা ছিলো। তবে এই "রিমিক্স" শুইনা গড়াগড়ি দিয়া হাসি

সঙ্গীতময় রসালো পোস্টের জন্য উত্তম জাঝা!

পুনশ্চ. চামে গত বছর এই দিনে প্রকাশিত আমার একটা লেখার লিংক দিয়া দিলাম চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

দৃশা এর ছবি

উত্তম জাঝা দেওয়ার লাইগা আপনারে একটা উত্তম কুমার!
আমি ভাবছিলাম আপনেও কুনু না কুনু গান দিবেন... গানময় পুস্টে আপনি তো গান দেন 'হে সন্ন্যাসীধারার এক সংসারী'। এবার কি ভুলিয়া গিয়াছিলেন? দেঁতো হাসি
------------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

ভুলিয়া যাই নাই। তবে এতো গানের ভিত্রে আরও একখান দিতে চাই নাই হাসি
তয় আপনে যখন কইলেন, দিতেসি আমার অতীব প্রিয় একখান গান। জন লেননের।

Oh My Love.mp3

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

রাফি এর ছবি

এইরকম রিমিক্স বানানো আর পোস্ট করা দুইজনই চ্রম খ্রাপ...।
আপনেরে পাঁচখান মাইনাস্‌...

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

দৃশা এর ছবি

এর লাইগাই তো কই এমুন এমুন লাগে কেন...... চিন্তিত
--------------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

রায়হান আবীর এর ছবি

ছেলেগুলা আসলেই খুব খ্রাপ হয়। গানগুলার লাইজ্ঞা ধইন্যাপাতা... পোস্ট পইড়া ক্যান জানি বিজায় মন খ্রাপ হইছে...

=============================

দৃশা এর ছবি

কথা পুরাপুরি ঠিক না। কখুনু পুলা খ্রাপ, কুখুনু মাইয়া খ্রাপ, আর কুখুনু পরিস্থিতি খ্রাপ। তয় যে পুলাটার কথা কইলাম সে আসলেই বদ আছিল, সে আবার আমগ কেমুন জানি পরিচিতাছিল, তাই বুকা মাইয়াটারে বুঝাইতাম... যাউক যা হওয়ার হইয়া গেছে। বালিকাও এখুন ভালু আছে... সব দিক দিয়া ওই পুলা থেইকা বহুত কোয়ালিফাইড। তাই আমরা এখুন আর ওই পুলারে গাল্লাই না।
আর মন ভালু করেন।
মন খ্রাপ একটি খ্রাপ রোগ...এর থেকে নিজেও দূরে থাকুন অন্যকেও দূরে রাখুন।[জনস্বার্থে ব্র্যাক]
-------------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

অভ্রনীল এর ছবি

সবাই খ্রাপ ... লেখা পইড়া মন খ্রাপ হইলো... কেউ আমারে কুনুকালে ব্যালেন্টাইনে কিসু দিলোনা... সবাই খ্রাপ...

তয়... তিছমা আফার রিমিক্স হুনলাম... কী কমু বুঝতাসিনা... চিন্তিত
_______________

এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।

দৃশা এর ছবি

খ্রাপ লুকরা খ্রাপ কাজ করছে, এর মইধ্যে বুঝার কি আছে?
আর আপ্নেও মনে হয় খ্রাপ আছিলেন... তাই কেউই কিছুই দেয় নাই।
তয় আপনি কি কুনুদিন মুরুব্বী গো উপদেশও তোফা হিসাবে পান নাই?
-------------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

অভ্রনীল এর ছবি

মুরুব্বীরা নিজেরাই তো ভালুবাছা নিয়া বেতিব্যস্ত আমার দিকে খিয়াল দিবার সময় তাগো কই? মন খারাপ

_______________

এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।

হিমু এর ছবি

মুচমুচি ভাজা কী?


হাঁটুপানির জলদস্যু

অভ্রনীল এর ছবি

মুচিরা যাহা ভাজে...
_______________

এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।

দৃশা এর ছবি

হয় হয়! খানার টাইমে বলে আবার মুচমুচ আওয়াজও করে।
বদ্দা এখনও আপনাগোরে বানাইয়া খাওয়ায় নাই?
-------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

পরিবর্তনশীল এর ছবি

ফার্স্ট প্যারা পইড়া ভাবছিলাম 'ভালোবাসা দিবস'' নিয়া রচনা লিখতে বইছেন।

যাক। লোবো এককালে আমার খুব প্রিয় গায়ক আছিল।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

দৃশা এর ছবি

পড়ার পর কি মনে হইল সেইটা তো কইলেন না ছুটু ভাই।
লোবো'র কিছু গান আমি এখনও ভালুই পাই।
-------------------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

তানবীরা এর ছবি

দৃশার সাথে অনেক কিছুতেই নিজের জীবনের মিল পাচ্ছি, ব্যাপারটা কি? চিন্তিত

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

মুশফিকা মুমু এর ছবি

তারমানে আপনি সেই বান্ধবী ছিলেন? চিন্তিত
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

দৃশা এর ছবি

তাজ্জবের খোলাপিঠা!!! তার মানে কি দোস্ত তুমি(আপনি) দেশ ছাইড়া বৈদেশ গেলা গা? গত ঈদেই তো দেখা হইল! এই ঘটনা কুখন ঘটল? চিন্তিত বিষয়।
--------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

খেকশিয়াল এর ছবি

ওই তোর বান্দ্রামি থামাইলি!
থামাইস না চালা..

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

দৃশা এর ছবি

ছি ছি ছি বেয়াদ্দপ!! খালার লগে তুই তুকারি!!
থাবড়াইয়া মাথার মগজ পানি কইরা লামু... আপা দুলাভাইরে সালিশ বসাইয়া নালিশ দিতাছি... তুই খাড়া বেতুমুজ!
০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

চউক্ষে পানি চইলা আসলো

দৃশা এর ছবি

কেউ এই মাছুম পুলাডারে টিস্যু পেপার দে রে... কে কোথায় আছিস তোরা!
------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

জ্বিনের বাদশা এর ছবি

সুপার কালেকশন চলুক
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

দৃশা এর ছবি

ধন্যবাদ।
----------------------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

মুশফিকা মুমু এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি হায় হায় গানটার কি করল হাহাহাহাহা "ফার্ট রিমিক্স" হাহাহাহাহাহাহাহা পরেই গেলাম হাসতে হাসতে গড়াগড়ি দিয়া হাসি
আমিও আপনার নিজের ঘটনা জানতে চেয়ে হাত তুলে ভোট দিলাম দেঁতো হাসি আহারে আপনার বান্ধবীর জন্য খারাপ লাগছে, তবে আপনার মত বান্ধবী থাকাও ভাগ্যের বেপার।
গতকালকের ভ্যালেন্টাইনস ডে তে আব্বুর সাথে মোগলাই পরটা বানালাম আম্মু আর ছোট ভাইয়ের জন্য তার আগের বছর গেলাম এক সিংগেল বান্ধবীর সাথে ডিনারে, তার আগের বছর একাই খুব সাজুগুজু করলাম পার্লারে গিয়ে হিহিহি আর মনে নাই। নাহ ছেলেরা আসলেই সবাই চ্রম খারাপ খাইছে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

দৃশা এর ছবি

সুখী মানুষরে সুখী মানুষ! সুখের কুনু শেষ নাই!
তয় থাকেন সুখী সব সময় এই কামনা করি।

................................................................................................
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

দময়ন্তী এর ছবি

সত্যি! কি অসুব্য সব লোকজন! এমন সুন্দর "ভালুবাছি' গানটাকে কেমং বাজে রিমিক্স করেছে দ্যাকো!
সত্যি বলতে কি এই ভদ্রমহিলার গলা তো বেশ মিষ্টিই লাগল ৷ গায়কীও এমন কিছু হ্যাক-থু টাইপ নয়৷

আপনার গানের কালেকশান সত্যি দারুণ৷ আর লেখা নিয়ে তো কিছু বলারই নেই৷
-----------------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

দৃশা এর ছবি

কে কোথায় আছিস রে! দিদি কে এই ভদ্দরমহিলার "বাঁশীওয়ালা বাঁশীওয়ালা নেভাও তুমি মনের জ্বালা" অথবা "চাঁদের মেয়ে জোৎস্না আমি, বেদের মেয়ে না" এই দুইখান গান শোনা।
যে শোনাবে তাকে দেওয়া হবে দোজাহানের খুশিয়া। শয়তানী হাসি
----------------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

অভ্রনীল এর ছবি

দন্তময়ী আফা, তিছ্মার এই গানখান টেরাই মারেন।

______________

এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।

দময়ন্তী এর ছবি

ঈঈঈঈশশশশশশশ (উত্পল দত্ত স্টাইলে)
-----------------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

জি.এম.তানিম এর ছবি

কেউ আমারে কিছু দিল না...মুচমুচি ভাজাও না...খেলুম না... মন খারাপ
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

দৃশা এর ছবি

যদি তোর ডাক শুনে কেউ মুচমুচি ভাজা না দেয় রে... তবে একলা কিনে খাও রে...
যাহাই খাওয়ার বেলায় মুচমুচ করিয়া আওয়াজ করিবে কিন্তু খরিদ করিতে কম পয়সা লাগে তাহাই মুচমুচ করিয়া চিবাইয়া গিলিয়া ফেলুন। যেমনঃ মুড়ি। চাল্লু
---------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

জি.এম.তানিম এর ছবি

(দীর্ঘশ্বাস)
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

মাল্যবান এর ছবি

@হিমু, মুচমুচিভাজা পড়ার সময় ম আর চ এর স্থানবদল করে পড়তে হবে।

দৃশা এর ছবি

ইশারায় বর্ণ বদলিয়ে মালু ভাই হিমু কে ডেকো না... লাজেএএএ হিমু মরে মরে মরে...মরে
---------------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

পটলবাবু [অতিথি] এর ছবি

ঝাক্কাস কেস স্টাডি! অ্যাঁ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।