একটি বড় ঘোষনা (শুনলাম মর্তমানে এই শিরোনাম বেয়াফক হিট)

দৃশা এর ছবি
লিখেছেন দৃশা (তারিখ: রবি, ১০/০৫/২০০৯ - ৪:৩১অপরাহ্ন)
ক্যাটেগরি:

মানুষ আমি বড়ই খ্রাপ। জীবনেও কোন দিবস আমার মনে থাকে না। আর ‘মা দিবস’ টা তো আরো মনে থাকে না, এই সময়টা সব সময় ভয়াবহ দুর্যোগের মধ্যে দিয়া যায় আমার। মা’রে উইশ করা তো পরের কথা দিনটা ঠিকঠাক মত মনেও থাকে না। এই যেমন এখনের কথা ধরি, এখনও মা’রে উইশ করি নাই, এতো দেরী হইয়া গেল যে এখন উইশ করতে গেলে নিজেরই শরম লাগবো। কিন্তু মা’রে ভীষন দারুন কিছু দিতে মন আই-ঢাই করতেছে সেই কখন থেইকা, চুনু পাউডার লিপিস্টিক শাড়ী ওইরকম কিছুই না। এমন একটা কিছু যেটা সে যতবার দেখব ততবারই সে আছাড়ি-বিছাড়ি দিয়া না কাঁদলেও, অশ্রুদিক্ত এক টুকরা মধুর হাসি তার সারা মুখময় জুড়ে ছড়ায়ে থাকে যেনো।

সকাল থেকেই জাবর কাটতে কাটতে (নেখাপড়া) ভাবতেছি কি করুম, কি দিবাম! সারাজীবন তো নেওয়ার উপরেই আছি তাই দেওয়ার বেলায় আর কোনকিছু দিতে মনে আহে না। ভাবলাম মা’র একখানা ছবি আধা আঁইকা বইসা আছি, সেটাই পুরাটা আঁইকা শেষ কইরা দেই। মাগার হাতে নাই সময়, পরশু থেইকা বেয়াফক কেয়ামতময় তান্ডব নৃত্য শুরু হইব। এরপর মনে হইল অসাধারন ১২টা গান বাইর কইরা মা’রে সেগুলা চাক্তিবন্দী কইরা দেই...যখন সে গানগুলা শুনবো তার যেন মনে হয় গানগুলা তার জন্যই লেখা,সুর করা আর গাওয়া। কিন্তু মর জ্বালা কিছুই আর মনে আহে না দুইখান হিন্দী গান বাদে। মস্তিষ্ককুঠিরে বাংলা গান মনে করার ইতি উতি তালাশ চালাইতে থাকি যদি ফিট খাইয়া যায় আমার চাহিদার লগে কোন একটা! কিন্তু বড় দুস্কের কথা মনেই পড়লো না। আগের দিনে যাও কিছু মনে রাখার মত আছিল এখন সেরম জিনিস কুথাই কুথাই কুথাই? খালি কি রবি বুড়া আর, নজরুল ছোড়াই মা’রে ভালবাসত? আমরা বাসি না? তাইলে কেনু আগামী প্রজন্মরে দেওয়ার লাইজ্ঞা আমাদের নিজেদের সময়ের অসাধারন কোন সৃষ্টি নাই? এই উত্তর খে দিবে? খে খে খে ?!?

এইখানে তো আমরা গুনী, মডারেট গুনী, বে-গুনী মিলাইয়া বহু প্রজাতির মানুষজন আছি। মারেন না এট্টু ঠেলা... আমারে না নিজে গো রে। ‘মা’ আর ‘বাবা’ রে লইয়া সুন্দর কিছু কথা তৈরি কইরা সুর-কন্ঠের হাড়-মাংস জড়াইয়া একটা অসাধারন কিছু তৈরীতে ধপাধপ সোৎসাহে আইসা পড়েন খাড়াইতে। ‘মাআআআ” কইয়া চিক্কুর পাইরা ১০ মিনিট হাটকেলি খাইয়া বইসা থাকা গান না, তুই আমার মা আমি তোর পুত...তুই ছাড়া এই জীবনটা বড়ই অদ্ভুত- এইরকম ‘ধকধক করনে লাগা’ টাইপ গানও না, বরং কথা শুইনা সুর শুইনা এব্বারে তাব্দা খাইয়া কলিজা গুদ্দা গিলা এঁফোড় ওফোড় হইয়া যায় এমুন গান চাই আমরা। ঈমানে কইলাম পরের বছর এমুন কিছু একটা মা’র হাতে দিতে চাই ই চাই আমি যেমনেই হউক। ভাইলোগয এন্ড বেহেনলোগয আপনারা চান না? তাইলে এট্টু করেন না চেষ্টা সবডিয়ে মিল্লা।

পাদুকা-সমাচারঃ ইহা একটি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পোস্ট, সকলে (সচল,অতিথি,সুরকার,গীতিকার,কবি,অকবি বেবাক গুনীজন অভিজ্ঞতা,অনভিজ্ঞতা নিয়া ঝাঁপাইয়া পড়েন...এইটা কিন্তু একটা প্লিজ) অংশগ্রহন করিয়া দো-জাহানের নেকী হাসিল করুন।

পুনশ্চঃ আপাতত প্রত্যেকে নিজেদের পছন্দের মা কে নিয়ে গাওয়া গানখানা এখানে রেখে যান...একাল, সেকাল, পরকাল যে কালেরই হউক... এইটাও কিন্তু একটা বিশাল পিলিজ।

{তাড়াতাড়ি কইরা নামাইলাম, হোয়াদের কিছু হয় নাই পুস্টটা, [ঘটনা আসলে ভিন্ন, আমিও খ্রাপ আমার পুস্টও খ্রাপ, হুদাই সময় বেটারে আলগা ফাপর দিয়া চাপড় মারি] ভুল-চুল ক্ষেমা-ঘেন্না করবেন নিজ বদগুনে।}

এই 'মা' কিন্তু সেই 'মা' না দেঁতো হাসি -

Get this widget | Track details | eSnips Social DNA


মন্তব্য

শাহেনশাহ সিমন এর ছবি

সুন্দর উদ্যোগ। আপনি সফলকাম হোন এই প্রত্যাশা রইলো।

_________________
ঝাউবনে লুকোনো যায় না

ভূঁতের বাচ্চা এর ছবি

দৃশাপু আপনার লেখা পড়ে সবসময় অনেক মজা পাই। মজা দেবার মধ্যে দিয়েও কিন্তু আপনার বক্তব্যটা ঠিকই পৌঁছে দেন সবার কাছে সেটাই অনেক বড় গুণ আপনার। কিসের পরীক্ষা সামনে ?
---------------------------------

--------------------------------------------------------

নীড় সন্ধানী এর ছবি

লেখা ভালা পাইছি ..................‍‌

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

ইশতিয়াক রউফ এর ছবি

আমি আপাতত 'তক্তা' আর 'ঠুয়া'র মধ্যে বিতর্ক করছি। আপনাকে তক্তা মাইর দেওয়া দরকার, নাকি দ্বিতীয়টা, সেটাই বিতর্কের কারণ। কম্পিউটার চলা অবস্থায়ই সাড়ে চারটার দিকে ঘুমিয়েছি... সাড়ে সাতটায় কীভাবে যেন ঘুম পাতলা হল, চোখ খুলে দেখি "বড় ঘোষনা"! লাফ দিয়ে উঠে দেখি... ইয়ে, মানে... বাকি দিনে যে কতবার গালি খাবেন আমার কাছে আজকে!

"মা দিবস"-এ ফোন করবো মা'কে, এটা ভেবেও ভুলে গেছিলাম। গত রাতে এক দাওয়াতে গিয়ে সেখান থেকেই ফোন করলাম। এরপর ১০-১২ মিনিট তুমুল ঝগড়া। খুবই আজে-বাজে কিছু কথা বলে রেখে দিলাম। এরও ঘন্টা তিনেক পর আবার ফোন দিয়েছিলাম মাদার্স ডে-তে উইশ করে ভদ্রলোক হতে। ত্রিশ সেকেন্ডে কাজ শেষ।

রনি মিয়া, এই পোস্টে ঢুঁ মারলে এই যে জেনে গেলা স্টেটাসে "শতভাগ কুসন্তান" নেওয়ার কারণ। হাসি

গান তো ভাই আপনি খুঁজে না পেলে আমি চেষ্টাই করবো না। চেনা এক গীতিকার আছেন, বড় জোর তাকে বলতে পারি একটা গান লিখে দিতে এই নিয়ে। খাইছে

অতন্দ্র প্রহরী এর ছবি

জানলাম দেঁতো হাসি

তানবীরা এর ছবি

পাঁচতারা। উদ্যেগ, প্রস্তাব, ভাবনা আর লেখার ভাষার জন্য।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আফনার গানের এলবাম প্রকাশের অভিজ্ঞতা সংক্রান্ত ঘটনা শুন্তে মঞ্চায়।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এই একাউন্টটি কোন মডারেটরের নয়। এই একাউন্ট থেকে মডারেশন করা হয়না, কিংবা এই একাউন্টের কর্মকান্ডের দায়ভার সচলায়তন নেবে না।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

১৩ পাউন্ডের মতো ফেলানোর পুরা হিরু হিরু লাগতাছে নিজেরে। মনে হয় উড়াল দিয়া যাইগা। দেঁতো হাসি

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এই একাউন্টটি কোন মডারেটরের নয়। এই একাউন্ট থেকে মডারেশন করা হয়না, কিংবা এই একাউন্টের কর্মকান্ডের দায়ভার সচলায়তন নেবে না।

ধুসর গোধূলি এর ছবি

- তাইতো কই, তুমি কেমন জানি "হুকায়া" গেছোগা। মন খারাপ
তোমারে এই বুদ্ধি কে দিছে কও তো! দুনিয়াতে আইছিই চাইরটা খাওনের লাইগা। আর এই খাওন নিয়া সংযম কইরা তুমি মিয়া 'হুকাইতাছো'। নাহ, তোমারে নিয়া তো যুদ্ধে যাওন যাইবো না হালায়।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

প্রকৃতিপ্রেমিক এর ছবি

যারা পোর্ট্রেট করে তারা বলে প্রত্যেক মানুষের মুখমন্ডল একটা বিশেষ এ্যংগেল থেকে দেখলে সবচে সুন্দর দেখায়। তেমনি একটি এংগেল থেকে সম্ভবত ছবিটি তোলা হয়েছে যাতে সবচেয়ে শুকনা দেখায় খাইছে

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আপনে লুক্টা ভালো না। আপনে হিরুরে হিরু বইলা চিন্তে ফারলেন না। এইটা এট্টা কথা হইল? খাইছে

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এই একাউন্টটি কোন মডারেটরের নয়। এই একাউন্ট থেকে মডারেশন করা হয়না, কিংবা এই একাউন্টের কর্মকান্ডের দায়ভার সচলায়তন নেবে না।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আপনাকে হিরু বলে হিরু সেই নয়
লোকে যারে হিরু বলে হিরু সেই হয়। খাইছে

যেভাবে কবিতা আবৃত্তি করলেন, তাতে হিরু না মেনে উপায় আছে?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

চিন্তার কিছু নাই। ১৩ পাউন্ড খালি হাত পা থেইকা শুকাইছে। ভুঁড়ি এখনও বহাল তবিয়তে আছে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এই একাউন্টটি কোন মডারেটরের নয়। এই একাউন্ট থেকে মডারেশন করা হয়না, কিংবা এই একাউন্টের কর্মকান্ডের দায়ভার সচলায়তন নেবে না।

ইশতিয়াক রউফ এর ছবি

এটাই সবচেয়ে কষ্টকর। ভুড়ি হয় সবার আগে, যায় সবার শেষে। আমার নাই... জনগণের অবস্থা থেকে পর্যবেক্ষণ। খাইছে

কল্পনা আক্তার এর ছবি

ভালো উদ্দ্যেগ হাসি

........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা


........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

রেনেট এর ছবি
Get this widget | Track details | eSnips Social DNA

---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ফসিল'স এর গান আগে কখনো শুনি নাই। আজকে সুমন পাটোয়ারি লিঙ্ক দিলো একটা। সেখানে গিয়ে একটা গান শুনলাম। সেটাই দিলাম।

জানি না কেমন লাগবে
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

পান্থ রহমান রেজা এর ছবি

নজু ভাই, ফসিলস-এর গান আমি ভালা পাই। আপনার কেমন লাগলো ওদের গান? অফিসে ফেসবুক ব্লক থাকায় আপনার দেয়া লিংকের গানটি শুনতে পাচ্ছি না। মন খারাপ

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

মা বিষয়ে এতজীবন ভরে বেশিরভাগই কোমলকণ্ঠী গান শুনে আসছি। এই প্রথম একটা হেভী মেটাল টাইপ শুনলাম। খারাপ লাগে নাই একেবারে।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

রায়হান আবীর এর ছবি

পালবাশার একটা গান খুব ভালো পাই। টাইটেল "মা"

http://www.mediafire.com/?wz5mqiq2tol

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আমি যে গানটা দিতে চেয়েছিলাম সেটা খুঁজে পেলামনা। আমি গেয়ে দিলে পৃথিবীর তাবদ মায়েরা বনে আর বনের যত শিয়াল লোকালয়ে চলে আসতে পারে। শুধু কয়েকটা লাইন লিখে রাখছি:

মা, আমার মা, নাই যে তোমার তুলনা
পৃথিবীর যত সুখ--
তোমার চরণ তলে মা।

মনে কি পড়ে মা
ছোট্ট বেলায় ঘুম পাড়ানি গান
শুনিয়েছো আমায়।
...
...

মূলত পাঠক এর ছবি

অনেক কাল আগে শ্রাবন্তী মজুমদার আর সন্ধ্যা মুখোপাধ্যায়ের একটা গান ছিলো, ওগো আমার মা। ভালো ছিলো গানটা, ই-স্নিপসে পেয়ে যাবেন হয়তো।

_প্রজাপতি এর ছবি
Get this widget | Track details | eSnips Social DNA

ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা ...

প্রকৃতিপ্রেমিক এর ছবি

শিরোনামের ঘোষনামর্তমানে শব্দটার পরিবর্তন আশু প্রয়োজন হাসি

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

জেমসের "মা" প্রজাপতি আপা দিয়ে ফেলসেন, "বাবা" কেউ দিল না দেখে অবাক হইলাম ...

Get this widget | Track details | eSnips Social DNA

বিষণ্ণ বাউন্ডুলে [অতিথি] এর ছবি

শ্রেয়ার গলায় 'ও তোতা পাখিরে',
রাশেদের 'ওই আকাশের তারায় তারায়'

শ্যাজা এর ছবি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।