||দে পানা দে......ইয়া এলাহী......দে পানা -১ ||

দৃশা এর ছবি
লিখেছেন দৃশা (তারিখ: শুক্র, ১৪/০৯/২০০৭ - ১:২৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

রোজার প্রথম দিন। সকাল ১১ টা পর্যন্ত ভালাই যাইতাছিল। ১ ২:৩০টা বাজতেই মোচর দিল...পেট, মাথা দু'টাই। এখনওতো বহুত দেরী :)। আইজকা প্রথম রোজা দেইখা ক্লাসও নাইক্কা, কোন কাম কাজও নাই যে টাইম পাস করুম।

রাতের বেলা যখন কাজের মেয়ে ঘুম থেকে হাউ কাউ কইরা ডাইকা তুললো...সবে মাত্র ঘুমাইছিলাম মনে লয়...মন চাইল ৩'তলা থেইকা ছুইড়া ফালাইয়া দেই... নিজেরে না কাজের মাইয়া রে। এরপর মা'য়ে আসলো ডাকতে...মা'য়েরে কইলাম "আম্মা চাবাইয়া কিছু খাইতে পারুম না...মেহেনত লাগে...ব্লেন্ডারে সব ব্লেন্ড কইরা আইনা দেন ...পাইপ লাগাইয়া টাইনা খামু"। মা'য়ে যেই ধাতানি দিল ঘুম থেইকা লাফ দিয়া উঠাতো নরমাল বেপার... কবরে থাকলে মনে লয় সেইখান থেইক্কাও ফাল পাইরা উইঠা যাইতাম।

ভাবছিলাম ঘুমাইয়া দিন কাটামু মাগার এমুন কপাল আজকাই সাত-সকালে ঘুম ভাইঙ্গা গেল। এরপর টিভি লইয়া বইলাম। এ মোর জ্বালা যে চ্যানেলে যাই না কেন সব স্বল্পবসনা নারী-পুরুষের তান্ডব নৃত্য ...তাই দেইখা যাইতাছিলাম। এরমধ্যে আম্মা আইসা হুংকার দিয়া কইল তোরা রোজা-রাজিমের দিনেও এসব কি দেখস...মা'রে কেমনে বুঝাই সব জায়গায়তো এইরম ...আমি কি করবাম। আর এমন ফাটা কপাল ওই মুহুর্তে কোন ইসলামিক চ্যানেলও খুঁইজা পাইতাছিলাম না... এটিএন চ্যানেলও তখন চলতাছিল বাচ্চাদের "চু-চু" নিপেলের এ্যাড...ভয়ংকর এক মহিলা ভয়ংকর সাজ নিয়া মনে হইতেছে নিজেই চু-চু নিপেল মুখে দিয়া বইসা আছে। গেল মেজাজ খিচ্চা... "peace" চ্যানেল এ আইসা দেখলাম সেইখানেও কিছু নাই। এরপর মনের দুঃখে এটিএন খুইলাই এক ইসলামিক অনুষ্ঠান দেখা ইস্টার্ট করলাম। মন খারাপ

আমগো বাসাখানা একখান খুবসুরেত পার্কের পাশে...যেখানে রাশি রাশি কপোত-কপোতির আড্ডাখানা...তাদের অচলিল ক্রিয়া-কলাপের কারনে আমরা ইদানিং নিজেগো ঘরের বারান্দায় যাওয়া ছাইড়া দিছিলাম। আইজকা দেখি তারাও রোজা উপলক্ষ্যে এইখানে আহে নাই...নইলে এগোরে দেইখাও টাইম পাস করা যাইত। দেঁতো হাসি

ছোট থাকতে এক দিনেই দেখা যাইত ভাইঙ্গা ভাইঙ্গা ৩'খান রোজা রাখতাম....আহা সেই সব দিন-রাত্রি !!! ...সিঘ !!!
একবার ছুটু থাকতে রোজার দিনে পেয়ারা গাছে চইড়া মনের ভুলে পেয়ারা পাইরা কামড়াইয়া কামড়াইয়া চিবাইতেছিলাম...কে জানি জানালা দিয়া দেইখা চিক্কুর পারল "ওই ছেমড়ি, তুই না রোজা"। আমিও তার থেইক্কা দ্বিগুন জোরে চিক্কুর পাইরা গাছের থেইক্কা লাফ দিয়া পইড়া থু থু কইরা সব পেয়ারা ফালাইয়া ঘরের দিকে দিলাম দৌড়... হায়রে সে কি গগনবিদারী কাঁন্দন...বাপে আইসা এরপর বুঝাইল তোমার তো মা দিনে তিনখান রোজা রাখন লাগব...দিনে শুধু একটা রোজা রাখলে কেমনে কি? এরপর যাইয়া দিলে আইল আমার রুহ-আফজার শীতল পরশ। আর এখন এমুন কথা মনে মনে চিন্তা করনের আগেও আশা-পাশ দেইখা লওন লাগে কোনদিক থেইক্কা আবার ঝাড়ুর-শলা উইড়া আহে। মন খারাপ

যাউকগা হুদা কামে বহুত গেজাইলাম (অলওয়েজ তাই করি যদিও)...মোদ্দা কথা হইল আসেন মোরা অপেক্ষা করি ইফতার পর্বের এবং...এবং...এবং "দে পানা দে" শোনবার...সময় বিশেষে গান'খান বড় মধুর লাগে...আহা। সকল ভাইলোগয এন্ড বেহেনলোগযরে রমযানের মোবারাকবাদ জানাই। হাসি

"রোজায় ধইরাছে... ঝিমুনিও লাগাইছে
বেদিশা (বিদিশা নয়) বানাইছে এ...এ...এ
হেদায়েত করনের লাইগা রমযান আইসাছে...ও বন্দে" চোখ টিপি

[বিঃদ্রঃ এইসব যারা সহ্য করতে পারেন না অথবা তেনাদের সাগরেদরা চিপায় থেইকা এই লেখা পড়া হইতে বিরত থাকুন। এটা পড়লে আপনাদের কবিরা গুনাহ হবে। পইড়া ফেললেন নাকি?]


মন্তব্য

আরিফ জেবতিক এর ছবি

এখন বাজে বেলা দুইটা কুড়ি।
হায় হায়,ইফতার কখন?কতো দূরে???

তারেক এর ছবি

মজা পাইলাম।
আমগো তিনতলার পিচ্চি বাসায় আইসা বলে, আমি রোজা রাখছি, তা ৯-১০ বছরের পোলা রাখতেই পারে। তারওপর যেই ভাব লইয়া কইল আমি তো পুরা বিশ্বাস কইরা বইসা আছি। পোলা বান্দর! ফিরে যাওয়ার সময় ঢকঢক কইরা পানি খাইয়া বলে, আরেকটা শুরু করলাম, এইটা নিয়া আইজ আমার ছয়টা হইতেছে!!!

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

দ্রোহী এর ছবি

আমার ভাগনি আমাকে ফোনে বলে, "মামা আমি রোজা রেখেছি - সকালে একটা, দুপুরে একটা, বিকালে একটা।"
হাসি


কি মাঝি? ডরাইলা?

জ্বিনের বাদশা এর ছবি

ছোট বেলার কথা মনে পইড়া গেল ,,,
ক্লাশ টুতে থাকতে জোর কইরা রোজা রাখছিলাম ,, ইফতারের ১০ মিনিট আগে ফেইন্ট হইয়া গেলাম মন খারাপ
তখন গ্রীষ্মকালে রোজা ছিল মনে হয়
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

সৌরভ এর ছবি

গজব পড়বো। আস্ত গজব। চতুস্পদ গজব।



আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


আবার লিখবো হয়তো কোন দিন

সুবিনয় মুস্তফী এর ছবি

বদ্দা, পইড়া মজা পাইলাম। দ্যাশের রোজা দেখিনা ৭ বচ্ছর হইলো, আপনেগো লেখা-ছবিই ভরসা। এই বেদীনের দ্যাশে তো আর রোজা রমজান মিলবোনা। আইজকা রোডের উপর মসজিদে জুম্মার নামাজ পড়লাম - পাশেই এক দোকানে হালায় রেডিওতে গান বাজাইতাছিলো। হালার হালা। যাউজ্ঞা - সিঘ জিনিসটা কি?

দ্রোহী এর ছবি

দৃশা আফায় বদ্দা হইলো কিভাবে?


কি মাঝি? ডরাইলা?

দ্রোহী এর ছবি

আহারে... কতদিন বুট মুড়ি খাই না!!
মন খারাপ


কি মাঝি? ডরাইলা?

দৃশা এর ছবি

সবাই তওবা কাইটা বলেন ...তওবাস্তাকফিরুল্লাহ মিনযাল্লেক"...নইলেক ঠাডা পরিবে।
ওই আমারে বদ্দা কয় কেন? ওই ওই...

দৃশা

অমিত আহমেদ এর ছবি

অনেকক্ষণ হাসলাম। সেই রকম হয়েছে লেখাটা!
শেষের বিঃদ্রঃ পড়ে আরেক দফা হাসলাম।

আহারে দেশের রোজা মন খারাপ


একটা ঝলসে যাওয়া বিকেল বেলা, একটা লালচে সাগরের জলে
যায় ভেসে যায় স্বপ্ন বোঝাই, নৌকা আমার কাগজের...

অন্য ট্রলার এর ছবি

সচলায়তন নিয়ে বিভিন্ন ক্যাচাল হয় বিভিন্ন ফোরামে। এখন এই পোস্টে আস্তমেয়ে ত্রিভুজকে নিয়ে ব্যাংগ করাটা ঠিক হলো না।
এ ব্যাপারে আগেও সচলায়তনে আলাপ হয়েছে।
আমি ব্লগার এবং মডারেটর উভয়ের দৃষ্টি আকর্ষণ করছি।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

দৃশা অনুগ্রহ করে শেষে লেখা দুজনের নাম সরিয়ে দিন। আনরিলেটেড বিষয় থেকে বির্তকিত নাম ব্যবহার না করার অনুরোধ রইল।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আনরিলেটেড ভাবে ব্যবহৃত দুটো নাম ব্যবহার সরিয়ে দেয়া হল। অনুগ্রহ এ ব্যাপারে আরেকটু যত্নবান হবেন।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অমিত আহমেদ এর ছবি

লাস্টের প্যারা তিনটা আবার পইড়া আবার হাসলাম!
হাঃ হাঃ হাঃ

ভাল কথা, "পানা" মানে কি?


একটা ঝলসে যাওয়া বিকেল বেলা, একটা লালচে সাগরের জলে
যায় ভেসে যায় স্বপ্ন বোঝাই, নৌকা আমার কাগজের...

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আশ্রয় বা ছায়া মনে হয়।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

দৃশা এর ছবি

অমিত রোজায় বড় চিপায় পরছি। মন খারাপ

যেহেতু অলরেডি মুছে ফেলা হইছে তাই আর এ ব্যপারে কোন কথা তুল্লাম না।
হো অমিত মুর্শেদ মামু ঠিক কইছে...পানা মানে আশ্রয়।

আযান দেয় না কেননননন...এ...এ...এ ?? মন খারাপ

দৃশা

আরিফ জেবতিক এর ছবি

শব্দটা পানা নয়,পানাহ্ ।

দৃশা এর ছবি

উচ্চারনের দিক দিয়া পানহা হয় মনে হয়...ওইরকমই সাউন্ড করে।
আমি কমেডি পোস্ট দেইখা এমনি রাখছি..
হয়ত আপনার বানানখানায় সঠিক। থ্যাংক্স হাসি

দৃশা

অতিথি লেখক এর ছবি

গানটা মাথায় ঢূইকা গেল দেখি .....দে পানা দে ইয়া এলাহে...

- খেকশিয়াল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।