গানঃ একটি বাংলাদেশ
শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
সুরকারঃ অজিত রায়।
গীতিকারঃ নাইম গওহর।
একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার
সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার।
তোমার স্বাধীনতা গৌরব সৌরভে
এনেছে আমার প্রানের সূর্যে রৌদ্রেরও সজীবতা
দিয়েছে সোনালী সুখী জীবনের দৃপ্ত অঙ্গীকার।
সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার।
তোমার ছায়া ঢাকা রৌদ্রেরেরও প্রান্তরে
রেখেছি অতল অমর বর্নে মুক্তির স্নেহ মাখা
জেনেছি তুমি জীবন মরণে বিমুগ্ধ চেতনার।
সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার।
|
মন্তব্য
সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহঙ্কার - আদতেই তাই।
দৃশা , কত- কতদিন পর শুনছি এই গান। টিভিতে একসময় ফিলার হিসেবে দেখাতো এই গান, মাঝে মাঝে বিরক্ত হয়ে একই গান বারবার শুনতে শুনতে টিভির সাউন্ড বন্ধ করে দিতাম, অথচ আজ কি ভীষণ বাংলাদেশকে মনে করিয়ে দিচ্ছে গানটা! মনে হচ্ছে বারবার শুনি! বারবার।
জীবন জীবন্ত হোক, তুচ্ছ অমরতা
অন্যখানে দেখলাম গীতিকার হিসাবে নজরুল ইসলাম বাবু-এর নাম এসেছে। দয়া করে বিষয়টি নিশ্চিত করতে পারেন কি?
নতুন মন্তব্য করুন