একবার যেতে দে না

দৃশা এর ছবি
লিখেছেন দৃশা (তারিখ: মঙ্গল, ১৬/১২/২০০৮ - ৬:০০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

গানঃ একবার যেতে দে না
গায়িকাঃ শাহনাজ রহমতউল্লাহ
সুরকারঃ আনোয়ার পারভেজ
গীতিকারঃ গাজী মাজহারুল

একবার যেতে দে না
আমার ছোট্ট সোনার গাঁয়।
যেথায় কোকিল ডাকে কুহু
দোয়েল ডাকে মুহু মুহু
নদী যেথায় ছুটে চলে
আপন ঠিকানায়।

পিদিম জ্বালা সাঁঝের বেলা
শান বাঁধানো ঘাটে।
গল্প কথার পানশী ভিড়ে
রুপ কাহিনীর বাটে।
মধুর মধুর মায়ের কথায়
প্রান জুড়িয়ে যায়।

ফসল ভরা স্বপ্ন ঘেরা
পথ হারানো ক্ষেতে।
মৌ মৌ মৌ গন্ধে যেথায়
বাতাস থাকে মেতে।
মমতারই শিশিরগুলো
জড়িয়ে থাকে পায়।

Get this widget | Track details | eSnips Social DNA


মন্তব্য

s-s এর ছবি

মমতারই শিশির গুলো জড়িয়ে থাকে পায় - আহ্ !
কি শান্তি লাগে শুনলেই। তাই না?

জীবন জীবন্ত হোক, তুচ্ছ অমরতা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।