গানঃ মা'গো আর নয় চুপিচুপি আসা
শিল্পীঃ সাবিনা ইয়াসমিন,কিশোর এবং সাব্বির
সুরকার ও গীতিকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল
মা'গো আর নয় চুপিচুপি আসা
মা'গো আর নয় চুপিচুপি বলা
সবক'টা জানালা খুলে দাও না।
মা'গো সব ভয় ভুলে গিয়ে, দরজাটা খুলে দিয়ে,
নির্ভয়ে বুকে টেনে নাও না, মা'গো নাও না।
ও মা নাও না, ও মা নাও না।।
একাত্তরের যুদ্ধের পর একি তোমার মা'গো বিবর্ন রুপ
এ মলিন মুখ দেখে মা'গো কি করে আমরা বল থাকি আর চুপ ।।
আমাদের রক্তের বিনিময়ে, বিজয়ের প্রাপ্তিটা দাও না।
মা'গো সব ভয় ভুলে গিয়ে, দরজাটা খুলে দিয়ে
নির্ভয়ে বুকে টেনে নাও না, মা'গো নাও না।
ও মা নাও না, ও মা নাও না ।।
তোমাকে স্বাধীন করতে মা'গো হাসি মুখে দিয়েছি যে প্রান,
এ মাটি শুঁকে এখনও পাবে আমাদের রক্তের সেই তাজা ঘ্রান ।।
তোমাকেই দিতে হবে শোধ করে, আমাদের রক্তের পাওনা।
মা'গো সব ভয় ভুলে গিয়ে, দরজাটা খুলে দিয়ে
নির্ভয়ে বুকে টেনে নাও না, মা'গো নাও না।
ও মা নাও না, ও মা নাও না।।
|
মন্তব্য
নতুন মন্তব্য করুন