আমায় গেঁথে দাও না মা'গো

দৃশা এর ছবি
লিখেছেন দৃশা (তারিখ: শুক্র, ২৬/১২/২০০৮ - ২:০৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

গানঃ আমায় গেঁথে দাও না মাগো
শিল্পীঃ রুনা লায়লা

আমায় গেঁথে দাও না মা'গো
একটা পলাশ ফুলের মালা।।
আমি জনম জনম রাখবো ধরে
ভাই হারানোর জ্বালা।

আসি বলে আমায় ফেলে সেই যে গেল ভাই,
তিন ভুবনের কোথায় গেলে ভাইয়ের দেখা পাই।
দেব তারই সমাধিতে আমি তোমার হাতের মালা,
ভাই হারানোর জ্বালা।

তারই শোকে কোকিল ডাকে ফোঁটে বনের ফুল
ফুল ফাগুনের মধুর তিথি কেঁদে হয় আকুল।
আজও তারে স্মরণ করে সবাই সাজাই ফুলের ডালা,
ভাই হারানোর জ্বালা।

Get this widget | Track details | eSnips Social DNA


মন্তব্য

দৃশা এর ছবি

এই মুহুর্তে গানটির সুরকার/গীতিকারের নাম জানা নেই দেখে তাদের নাম উল্লেক করা গেল না। তবে কারো যদি জানা থাকে অবশ্যই কষ্ট করে তাদের নাম রেখে যাবেন। এটি একটি সচলায়তনিক দাবী। হাসি
-------------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

সজীব ওসমান এর ছবি

সুরকারঃ আলাউদ্দিন আলী
গীতিকারঃ নজরুল ইসলাম বাবু

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।