গানঃ আমায় গেঁথে দাও না মাগো
শিল্পীঃ রুনা লায়লা
আমায় গেঁথে দাও না মা'গো
একটা পলাশ ফুলের মালা।।
আমি জনম জনম রাখবো ধরে
ভাই হারানোর জ্বালা।
আসি বলে আমায় ফেলে সেই যে গেল ভাই,
তিন ভুবনের কোথায় গেলে ভাইয়ের দেখা পাই।
দেব তারই সমাধিতে আমি তোমার হাতের মালা,
ভাই হারানোর জ্বালা।
তারই শোকে কোকিল ডাকে ফোঁটে বনের ফুল
ফুল ফাগুনের মধুর তিথি কেঁদে হয় আকুল।
আজও তারে স্মরণ করে সবাই সাজাই ফুলের ডালা,
ভাই হারানোর জ্বালা।
|
মন্তব্য
এই মুহুর্তে গানটির সুরকার/গীতিকারের নাম জানা নেই দেখে তাদের নাম উল্লেক করা গেল না। তবে কারো যদি জানা থাকে অবশ্যই কষ্ট করে তাদের নাম রেখে যাবেন। এটি একটি সচলায়তনিক দাবী।
-------------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
সুরকারঃ আলাউদ্দিন আলী
গীতিকারঃ নজরুল ইসলাম বাবু
নতুন মন্তব্য করুন