তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে

দৃশা এর ছবি
লিখেছেন দৃশা (তারিখ: মঙ্গল, ০৬/০১/২০০৯ - ৪:৪৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

গানঃ তীর হারা এই ঢেউয়ের সাগর পারি দেবো রে
শিল্পীঃ সমবেত সংগীত (মূল সংগীত- আপেল মাহমুদ)
সুরকারঃ আপেল মাহমুদ

তীরহারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দিব রে
আমরা ক'জন নবীন মাঝি
হাল ধরেছি
শক্ত করে রে ।
তীরহারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দিব রে।

জীবন কাটে যুদ্ধ করে
প্রাণের মায়া সাঙ্গ করে
জীবনের স্বাদ নাহি পাই।।
ঘর-বাড়ির ঠিকানা নাই
দিন-রাত্রি জানা নাই
চলার ঠিকানা সঠিক নাই।
জানি শুধু চলতে হবে
এ তরী বাইতে হবে
আমি যে সাগর-মাঝি রে।

জীবনের রঙে মনকে টানে না
ফুলের ঐ গন্ধ কেমন জানি না
জোছনার দৃশ্য চোখে পড়ে না
তারাও তো ভুলে কভু ডাকে না।

বৈশাখের ওই রুদ্র ঝড়ে
আকাশ যখন ভেঙে পড়ে
ছেঁড়া পাল আরও ছিঁড়ে যায়।।
হাতছানি দেয় বিদ্যুত্‌ আমায়
হঠাত্ কে যে শঙ্খ শোনায়
দেখি ঐ ভোরের পাখি গায়
তবু তরী বাইতে হবে
খেয়া পারে নিতে হবে
যতই ঝড় উঠুক সাগরে
তীরহারা এই ঢেউয়ের
সাগর পাড়ি দিব রে।।

Get this widget | Track details | eSnips Social DNA


মন্তব্য

azad এর ছবি

very thanks

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।