গানঃ আমি বাংলায় গান গাই
শিল্পীঃ মাহমুদুজ্জামান বাবু
সুরকার/গীতিকারঃ প্রতুল মুখোপাধ্যায়
আমি বাংলায় গান গাই,
আমি বাংলার গান গাই,
আমি আমার আমিকে চিরদিন
এই বাংলায় খুঁজে পাই।।
আমি বাংলায় দেখি স্বপ্ন,
আমি বাংলায় বাঁধি সুর,
আমি এই বাংলার মায়াভরা পথে
হেঁটেছি এতটা দূর।
বাংলা আমার জীবনানন্দ,
বাংলা প্রানের সুখ,
আমি একবার দেখি বারবার দেখি
দেখি বাংলার মুখ।।
আমি বাংলায় কথা কই,
আমি বাংলার কথা কই,
আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি,
বাংলায় জেগে রই।।
আমি বাংলায় মাতি উল্লাসে,
করি বাংলায় হাহাকার,
আমি সব দেখে-শুনে ক্ষেপে গিয়ে করি
বাংলায় চিৎকার।
বাংলা আমার দৃপ্ত শ্লোগান,
ক্ষিপ্ত তীর-ধনুক,
আমি একবার দেখি, বারবার দেখি
দেখি বাংলার মুখ।।
আমি বাংলায় ভালোবাসি,
আমি বাংলাকে ভালোবাসি,
আমি তারই হাত ধরে সারা পৃথিবীর
মানুষের কাছে আসি।।
আমি যা কিছু মহান
বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়
মিশে তের নদী সাত সাগরের জল
গঙ্গায় পদ্মায়।
বাংলা আমার তৃষ্ণার জল,
দৃপ্ত শেষ চুমুক।
আমি একবার দেখি, বারবার দেখি,
দেখি বাংলার মুখ।।
|
মন্তব্য
বাংলা গান আমার অনেক পছন্দ
এই গানটির গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী সবই প্রতুল মুখোপাধ্যায়। মাহমুদুজ্জামান বাবু এটি কাভার করেছেন মাত্র, তাও আবার পূর্বানুমতি ব্যতিরেকে। এই বিষয়টি নিয়ে এককালে প্রচুর কথা হয়েছে। সেসবের আর পুনরাবৃত্তি করতে চাই না।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
নতুন মন্তব্য করুন