তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি

দৃশা এর ছবি
লিখেছেন দৃশা (তারিখ: সোম, ১৯/০১/২০০৯ - ৩:১৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

গানঃ তিরিশ বছর
শিল্পী,সুরকার এবং গীতিকারঃ হায়দার হুসেইন

কী দেখার কথা কী দেখছি? কি শোনার কথা কি শুনছি?
কী ভাবার কথা কী ভাবছি? কি বলার কথা কি বলছি?
তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি।।

স্বাধীনতা কী বৈশাখী মেলা, পান্তা ইলিশ খাওয়া?
স্বাধীনতা কী বটমূলে বসে বৈশাখী গান গাওয়া?
স্বাধীনতা কী বুদ্ধিজীবির বক্তৃতা সেমিনার?
স্বাধীনতা কী শহীদ বেদীতে পুষ্পের সমাহার?
স্বাধীনতা কী গল্প নাটক উপন্যাস আর কবিতা?
স্বাধীনতা কী আজ বন্দী আনুষ্ঠানিকতা?

স্বাধীনতা কী ঢাকা শহরের আকাশচুম্বী বাড়ি?
স্বাধীনতা কী ফুটপাতে শোয়া গৃহহীন নর-নারী?
স্বাধীনতা কী হোটেলে হোটেলে গ্র্যান্ড ফ্যাশন শো?
স্বাধীনতা কী দুঃখিনী নারীর জরাজীর্ণ বস্ত্র?
স্বাধীনতা কী গজিয়ে ওঠা অভিজাত পান্থশালা?
স্বাধীনতা কী অন্যের খোঁজে কিশোরী প্রমোদবালা?

স্বাধীনতা কী নিরীহ লোকের অকারণে প্রাণদন্ড?
স্বাধীনতা কী পানির ট্যাঙ্কে গলিত লাশের গন্ধ?
স্বাধীনতা কী হরতাল ডেকে জীবন করা স্তব্ধ?
স্বাধীনতা কী ক্ষমতা হরণে চলে বন্দুক যুদ্ধ?
স্বাধীনতা কী সন্ত্রাসী হাতে মারণাস্ত্রের গর্জন?
স্বাধীনতা কী অর্থের লোভে বিবেক বিসর্জন?

আজ নেই বর্গী, নেই ইংরেজ, নেই পাকিস্তানী হানাদার,
আজো তবু কেন আমার মনে শূণ্যতা আর হাহাকার?
আজো তবু কী লাখো শহীদের রক্ত যাবে বৃথা?
আজো তবু কী ভুলতে বসেছি স্বাধীনতার ইতিকথা?

Get this widget | Track details | eSnips Social DNA


মন্তব্য

ভূঁতের বাচ্চা এর ছবি

গানটা শুনেছি, খুব ভাল লাগে আমার কাছে।
ধন্যবাদ দৃশাপু।

----------------------

--------------------------------------------------------

হযবরল এর ছবি

দৃশা "বেদী", "দুঃখিনী" এবং "জরাজীর্ণ"এই তিনটা বানান নিয়ে আমার সংশয় আছে। একটু দেখবেন।

দৃশা এর ছবি

অন্যের লেখা জিনিস চুখ-কান বন্ধ কইরা পেস্ট করার যন্ত্রনা+শাস্তি এমনই হয় মন খারাপ । যে ভুলগুলো আমি ধরতে পারি নাই, আপনে ঠিক করে দেওয়ায় জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
-----------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

হিমু এর ছবি

১.
কী আর কি নিয়ে একটা ডলা দিতে হবে।

২.
এই গানটির লাইনের ফাঁক দিয়ে পড়লে একটা আপত্তিকর মেসেজই কানে আসে।

স্বাধীনতা কি বৈশাখী মেলা, পান্তা ইলিশ খাওয়া?
স্বাধীনতা কি বটমূলে বসে বৈশাখী গান গাওয়া?
স্বাধীনতা কি বুদ্ধিজীবির বক্তৃতা সেমিনার?
স্বাধীনতা কি শহীদ বেড়িতে পুষ্পের সমাহার?
স্বাধীনতা কি গল্প নাটক উপন্যাস আর কবিতা?
স্বাধীনতা কি আজ বন্দী আনুষ্ঠানিকতা?

এই জিনিসগুলি স্বাধীনতার উপাদানের মধ্যেই পড়ে। একটা সময় ছিলো যখন এ জিনিসগুলো পালনের ওপরেও প্রত্যক্ষ-পরোক্ষ নিষেধাজ্ঞা ছিলো। শহীদ বেদীতে পুষ্পের সমাহার স্বাধীনতা হবে না কেন? বটমূলে বসে বৈশাখী গান গাওয়া স্বাধীনতা হবে না কেন?

বাকি লাইনগুলি শুনলে মনে হয়, স্বাধীন না হলে এগুলি কিসুই হইতো না।

দেড়েল হায়দারকে অফ যা


হাঁটুপানির জলদস্যু

প্রকৃতিপ্রেমিক এর ছবি

কি দেখার কথা কি দেখছি? কি শোনার কথা কি শুনছি?
কি ভাবার কথা কি ভাবছি? কি বলার কথা কি বলছি?

উপরের 'কি' গুলো সম্ভবত 'কী' হবে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।