গানঃ আমি টাকডুম টাকডুম বাজাই
শিল্পী/সুরকারঃ শচীন দেব বর্মন
গীতিকারঃ মীরা দেব বর্মন
টাকডুম টাকডুম বাজাই
আমি টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল।।
সব ভুলে যাই, সব ভুলে যাই
তাও ভুলি না বাংলা মায়ের কোল।
বাংলা জনম দিলা আমারে।।
তোমার পরান আমার পরান
এক নাড়ীতে বাঁধারে।
বাংলা জনম দিলা আমারে।
মা-পুতের এই বাঁধন ছেঁড়ার সাধ্য কারো নাই
সব ভুলে যাই, তাও ভুলি না
বাংলা মায়ের কোল।
মা তোমার মাটির সুরে সুরেতে।।
আমার জীবন জুড়াইলা, মাগো আমার জীবন জুড়াইলা
বাউল ভাটিয়ালীতে,
মা তোমার মাটির সুরে সুরেতে।
পরান থুইয়া মেঘনা তিতাস পদ্মারই গান গাই
সব ভুলে যাই, তাও ভুলি না
বাংলা মায়ের কোল।
বাজে ঢোল নরম-গরম তালেতে।।
বিসর্জনের ব্যথা ভুলায় আগমনীর খুশিতে,
বাজে ঢোল নরম-গরম তালেতে।
বাংলাদেশের ঢোলের বোলে ছন্দপতন নাই
সব ভুলে যাই, তাও ভুলি না
বাংলা মায়ের কোল।
014. Aami Takdum T... |
মন্তব্য
আহা! কী মধুর একটা গান!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
এই প্লেয়ারটা বাজাইতে পারি না ক্যান? ~x(
আফা অন্য একটা প্লেয়ার দেন পিলিজ।
=============================
হয় কি না দেখেন তো
------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
না মানে আমি প্লেয়ারটার কথা বলছিলাম- প্লে বাটন পাইনা। গানটা নামায়ে ফেলছি। আপনারে ধন্যবাদ।
=============================
- ডব্লিউ এম এ ফাইলে প্লে বোতাম দেয় না। ঐখানে গিয়া বাজাইতে হইবো গুরু।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
খুব পছন্দের গান এইটা আমার।
দৃশাপুকে আবার ধইন্যবাদ।
-------------------------------
--------------------------------------------------------
নতুন মন্তব্য করুন