ধিতাং ধিতাং বোলে

দৃশা এর ছবি
লিখেছেন দৃশা (তারিখ: শুক্র, ২৩/০১/২০০৯ - ২:০০অপরাহ্ন)
ক্যাটেগরি:

গানঃ ধিতাং ধিতাং বোলে
শিল্পীঃ হেমন্ত কুমার
সুরকার ও গীতিকারঃ সলিল চৌধুরী

ধিতাং ধিতাং বোলে
কে মাদলে তান তোলে
কার আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনায়।।
আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে
আজ হাসির কলরোলে নূতন জীবন গড়ি আয়।।

আয় রে আয় লগন বয়ে য।।,
মেঘ গুড়গুড় করে চাঁদের সীমানায়।
পারুল বোন ডাকে চম্পা ছুটে আয়‌
বর্গীরা সব হাঁকে কোমর বেঁধে আয়।
আয় রে আয়, আয় রে আয়।।

ধিনাক না তিন তিনা
এই বাজা রে প্রাণ-বীণা
আজ সবার মিলন বিনা এমন জীবন বৃথা যায়।।
এ দেশ তোমার আমার
এই আমরা ভরি খামার
আর আমরা গড়ি স্বপন দিয়ে সোনার কামনা।।

আয় রে আয় লগন বয়ে যায়,
মেঘ গুড়গুড় করে চাঁদের সীমানায়।
পারুল বোন ডাকে চম্পা ছুটে আয়,
বর্গীরা সব হাঁকে কোমর বেঁধে আয়।
আয় রে আয়, আয় রে আয়।।

Get this widget | Track details | eSnips Social DNA


মন্তব্য

ভূঁতের বাচ্চা এর ছবি

এই গানটা শুনলে একটু-আধটু নাচতে ইচ্ছা করে।
তবে একলা নাচলে পাগল কইবো মানুষ তাই নাচিনা ।

-------------------------------

--------------------------------------------------------

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

সলিল চৌধুরীর আরেকটি গানের কথা মনে করিয়ে দিলেন! ধন্যবাদ।
আপলোড করে দিচ্ছি অচিরেই।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

পরিবর্তনশীল এর ছবি

চিন্তিত
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

দৃশা এর ছবি

এতো চিন্তিত কেন ছুটু ভাই?
-----------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

ইশতিয়াক রউফ এর ছবি

আমার সবচেয়ে প্রিয় গানগুলোর একটি। অনেক ধন্যবাদ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।