রাঙ্গামাটির রঙে চোখ জুড়ালো

দৃশা এর ছবি
লিখেছেন দৃশা (তারিখ: রবি, ২৫/০১/২০০৯ - ১০:০৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

গানঃ রাঙ্গামাটির রঙে চোখ জুড়ালো
সুরকারঃ আলাউদ্দিন আলী

রাঙ্গামাটির রঙে চোখ জুড়ালো
সাম্পান মাঝির গানে মন ভরালো
রূপের মধু সুরের জাদু কোন সে দেশে
মায়াবতী মধুমতি বাংলাদেশে।।

ও সেই রোদের আলোয় শিশির ছুঁয়ে
এ কোন খুশির কথা যায় শুনিয়ে
একটু দোলা দিয়ে এই বাতাসে
মগ্ন করে রাখে কার আবেশে
রূপের মধু সুরের জাদু কোন সে দেশে
মায়াবতী মধুমতি বাংলাদেশে।।

ও সেই ফুলের হাসি মাঠের বুকে
সবুজ আশায় যেন পরান মাখে
একটু অনুরাগে লাল পলাশে
অন্ধ করে রাখে কার পরশে
রূপের মধু সুরের জাদু কোন সে দেশে
মায়াবতী মধুমতি বাংলাদেশে।।

নিয়াজ মোহাম্মদ চৌধুরীর গাওয়াঃ

Get this widget | Track details | eSnips Social DNA

শাহজাহান কামালের গাওয়াঃ

Get this widget | Track details | eSnips Social DNA


মন্তব্য

দৃশা এর ছবি

ভাইলোগয এন্ড বেহেনলোগয, গীতিকারের নাম কারো জানা থাকলে পিলিজ এসে জানিয়ে যাবেন। মন খারাপ
-----------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

সালেহীন এর ছবি

আমার খুব পছন্দের একটা গানের লিরিক্স তুলে দেয়ার জন্য ধন্যবাদ দৃশা।

পরিবর্তনশীল এর ছবি

চিন্তিত
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

দৃশা এর ছবি

ছুটু ভাই আপনি আবারও চিন্তিত? বিষয়ডা কি?
--------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

ভূঁতের বাচ্চা এর ছবি

দৃশাপুর গলায় গানডা শুনার ইচ্ছা আছিল মনেহয় !!!

---------------------------------

--------------------------------------------------------

স্বপ্নাহত এর ছবি

হুদাই। একটু ভাব নেবার চেষ্টা আর কি। ছুটবেলায় সবাই এরম এক্টুআক্টু করে।

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

ধ্রুব হাসান এর ছবি

ঘুম থেকে উঠে গানটা শুনেই মনটা ভরে গেল! থ্যাকস্‌ চলুক

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।