সেদিন আর কতদূরে

দৃশা এর ছবি
লিখেছেন দৃশা (তারিখ: রবি, ২৫/০১/২০০৯ - ৮:০৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

গানঃ সেদিন আর কতদূরে
শিল্পীঃ সমবেত
কথা ও সুর: সলিল চৌধুরী

সেদিন আর কতদুরে,
যখন প্রাণের সৌরভে
সবার গৌরবে ভরে
রবে এই দেশ ধন ধান্যে
শিক্ষায় জ্ঞানে-মান্যে
আনন্দেরও গানে গানে সুরে।।

(গামা পাধাপা, পা, সা, পা, ধা,
গামাপাধাপা, পা.......নি...........
নির্সার্রের্গার্রে. র্রে.........র্সানিধানি
পাধানির্সা র্সা..র্সা......নিধা.....)

কত না দিন কত রঙীন
কত না যে স্বপন করে বপন
ফিরে চলে গেছে কত না জন,হায়
সেই স্বপন ফুলে ফলে দাও ভরে।।

(পা. পা. পা. পাধাপা. পার্সাপা.
পা. ধা. নি. র্সা. নি. র্রে........
ধা. ধা. ধা. ধানিধা. ধার্রেধা.
ধা. নি. র্সা. র্গা. র্রে. র্সা.....)

এ দেশ আমার, এ দেশ তোমার
বুকেরই ধন, করো যতন
যেন না কেউ ভাঙ্গে সেই রতন, হায়
বিভেদ বিচ্ছেদ শেষ দাও করে।।

Get this widget | Track details | eSnips Social DNA


মন্তব্য

ইশতিয়াক রউফ এর ছবি

অনে----ক দিন পর শুনলাম। ভাল লাগলো।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।