গানঃ আমার প্রতিবাদের ভাষা
শিল্পীঃ সমবেত সঙ্গীত
সুরকার ও গীতিকারঃ সলিল চৌধুরী
আমার প্রতিবাদের ভাষা
আমার প্রতিরোধের আগুন
দ্বিগুণ জ্বলে যেন
দ্বিগুন দারুণ প্রতিশোধে
করে চূর্ণ ছিন্ন-ভিন্ন
শত ষড়যন্ত্রের জাল যেন
আনে মুক্তির আলো আনে
আনে লক্ষ শত প্রাণে।
শত লক্ষ কোটি প্রানে।
আমার প্রতি নিঃশ্বাসের বিষে
বিশ্বের বঞ্চনার ভাষা
দারুণ বিস্ফোরণ যেন
ধ্বংসের গর্জনে হানে।
যত বিপ্লব বিদ্রোহের আমি সাথী
আমি মাতি যুদ্ধের হেথায় সেথায়
মানুষের মুক্তির বিপন্নতায়।
আমারই রক্ত ঝরে
দেশে দেশে বন্দরে
শত মরু কন্দরে
গৌরী শিখায়
মিলনের তীর্থের সন্ধানে।
আনে মুক্তির আলো আনে
আনে লক্ষ শত প্রাণে।
|
মন্তব্য
গানটি প্রথম গেয়েছিলেন দেবব্রত বিশ্বাস,পরে সলিল চৌধুরী এই গানটি নুতন করে রেকর্ড করেন। কারো কাছে দেবব্রতের গাওয়া গানটির লিঙ্ক থাকলে এখানে রেখে যাওয়ার অনুরোধ রইল।
---------------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
গানটা আমার অসম্ভব প্রিয়...
অনেকদিন থেকে খুঁজছিলাম....
অসংখ্য ধন্যবাদ দৃশা ।
(অর্ঘ্য)
হ্যাট্স অফ!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
দেবব্রতর গানটি আপলোড করে দিলাম। রেকর্ডিং-কোয়ালিটি খুব ভালো অবশ্য নয়
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
অসামান্য আরো একটা গান অনেক দিন পর শুনলাম।
নতুন মন্তব্য করুন