গানঃ হাজার বছর পরে
শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
সুরকার ও গীতিকারঃ সেলিম আশরাফ
হাজার বছর পরে এদেশের ঘরে ঘরে কত কিছু বদলে যাবে
এ যুগের সভ্যতা সে যুগের মানুষের অতীতের গল্প হবে।
আমরা তখন কেউ থাকব না, ওদের কোন কিছু জানবো না।।
আমাদের কাজই শুধু একালের সাক্ষী দেবে
ইতিহাস হয়ে রবে, ইতিহাস হয়ে রবে।।
ও নদী তুই জানিস নাকি ভাটির টানে মাঝির গানে
বাঁশি বাজবে কি, সেদিন বাঁশি বাজবে কি?
হয়তো বা যমুনার দু'ধারে সেদিনের নাগরিক
ছুটোছুটি করবে আধুনিকতম কোন শহরে।
সেই যমুনার সেতুটা যদি আজ বাঁধা হয়
একালের সাক্ষী দেবে।
ইতিহাস হয়ে রবে, ইতিহাস হয়ে রবে।।
ও মাটি তুই জানিস নাকি গাঁয়ের বঁধুর মিষ্টি মধুর
লজ্জা থাকবে কি, সেদিন লজ্জা থাকবে কি?
হয়তো বা সেদিনের গ্রামে গ্রামে কৃষক শ্রমিকরা
চলাফেরা করবে বিমান-রকেট-বাসে-ট্রামে।
সেই গ্রাম যদি সড়ক আর বিদ্যুতে বাঁধা হয়
একালের সাক্ষী দেবে।
ইতিহাস হয়ে রবে, ইতিহাস হয়ে রবে।।
|
মন্তব্য
নতুন মন্তব্য করুন