মোদের গরব, মোদের আশা

দৃশা এর ছবি
লিখেছেন দৃশা (তারিখ: শনি, ৩১/০১/২০০৯ - ১০:৫০অপরাহ্ন)
ক্যাটেগরি:

গানঃ মোদের গরব ,মোদের আশা
শিল্পীঃ ??
সুরকার ও গীতিকারঃ অতুলপ্রসাদ সেন

মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা!
মা গো তোমার কোলে, তোমার বোলে কতই শান্তি ভালবাসা!

কী যাদু বাংলা গানে! গান গেয়ে দাঁড় মাঝি টানে,
গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা।।
আ মরি বাংলা ভাষা!

বিদ্যাপতি, চণ্ডী, গোবিন, হেম, মধু, বঙ্কিম, নবীন
ঐ ফুলেরই মধুর রসে বাঁধলো সুখে মধুর বাসা।।
আ মরি বাংলা ভাষা!

বাজিয়ে রবি তোমার বীণে, আনলো মালা জগৎ জিনে
তোমার চরণ-তীর্থে আজি জগতৎ করে যাওয়া-আসা।।
আ মরি বাংলা ভাষা!

Get this widget | Track details | eSnips Social DNA


মন্তব্য

দৃশা এর ছবি

গলা শুনে শিল্পী কে পুরোপুরি কনফার্ম হতে পারছি না। কেউ যদি শিল্পীকে সনাক্ত করতে পারেন তবে অবশ্যই এখানে তথ্য রেখে যাবেন। এইটা একটা কঠিন প্লিজ।
----------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।