গানঃ মোদের গরব ,মোদের আশা
শিল্পীঃ ??
সুরকার ও গীতিকারঃ অতুলপ্রসাদ সেন
মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা!
মা গো তোমার কোলে, তোমার বোলে কতই শান্তি ভালবাসা!
কী যাদু বাংলা গানে! গান গেয়ে দাঁড় মাঝি টানে,
গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা।।
আ মরি বাংলা ভাষা!
বিদ্যাপতি, চণ্ডী, গোবিন, হেম, মধু, বঙ্কিম, নবীন
ঐ ফুলেরই মধুর রসে বাঁধলো সুখে মধুর বাসা।।
আ মরি বাংলা ভাষা!
বাজিয়ে রবি তোমার বীণে, আনলো মালা জগৎ জিনে
তোমার চরণ-তীর্থে আজি জগতৎ করে যাওয়া-আসা।।
আ মরি বাংলা ভাষা!
|
মন্তব্য
গলা শুনে শিল্পী কে পুরোপুরি কনফার্ম হতে পারছি না। কেউ যদি শিল্পীকে সনাক্ত করতে পারেন তবে অবশ্যই এখানে তথ্য রেখে যাবেন। এইটা একটা কঠিন প্লিজ।
----------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
নতুন মন্তব্য করুন