চল চল চল

দৃশা এর ছবি
লিখেছেন দৃশা (তারিখ: শুক্র, ০৬/০২/২০০৯ - ৪:১৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

গানঃ চল চল চল
সুর ও কথাঃ কাজী নজরুল ইসলাম

চল চল চল
ঊর্দ্ধ গগনে বাজে মাদল
নিম্নে উতলা ধরণী তল
অরুণ প্রাতের তরুণ দল
চল রে চল রে চল
চল চল চল।।
ঊষার দুয়ারে হানি' আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত
আমরা টুটাব তিমির রাত
বাঁধার বিন্ধ্যাচল।।
নব নবীনের গাহিয়া গান
সজীব করিব মহাশশ্মান
আমরা দানিব নূতন প্রাণ
বাহুতে নবীন বল।
চলরে নওজোয়ান, শোনরে পাতিয়া কান
মৃত্যু তোরণ দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান
ভাঙ্গরে ভাঙ্গ আগল
চল রে চল রে চল
চল চল চল।।

গৌরি কেদার ভট্টাচার্য্যের কন্ঠে গাওয়া চল চল চল গানটি

আসিফের কন্ঠে চল চল চল-

Get this widget | Track details | eSnips Social DNA


মন্তব্য

ভূঁতের বাচ্চা এর ছবি

সাবাশ দৃশা !
---------------------

--------------------------------------------------------

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।