গানঃ দুর্গম গিরি কান্তার মরু
শিল্পীঃ সমবেত সঙ্গীত
কথা ও সুরঃ কাজী নজরুল ইসলাম
দুর্গম গিরি কান্তার-মরু দুস্তর পারাবার হে
লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার।।
দুলিতেছে তরী, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ
ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত?
কে আছ জোয়ান হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যত্।
এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার!
গিরি-সংকট, ভীরু যাত্রীরা, গুরু গরজায় বাজ,
পশ্চাৎ-পথ-যাত্রীর মনে সন্দেহ জাগে আজ
কান্ডারী! তুমি ভূলিবে কি পথ? ত্যজিবে কি পথ-মাঝ?
'করে হানাহানি, তবু চল টানি', নিয়াছ যে মহাভার!
ফাঁসির মঞ্চে যারা গেয়ে গেল জীবনের জয়গান,
আসি' অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান?
আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রান?
দুলিতেছে তরী, ফুলিতেছে জল, কান্ডারী হুঁশিয়ার!
|
মন্তব্য
এই গানডা শুনলে গায়ের লোম খাড়া হইয়া যায় !
-------------------------------
--------------------------------------------------------
চিরুনি দিয়া আচুর দিয়া খাড়া লোমে তেল কিংবা জেল মাখাইয়া বসাইয়া এই বেলা গান দেন! আর কবে দিবেন?
--------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
নতুন মন্তব্য করুন