মাগো আমার যে ভাই জীবন দিয়ে শহীদ হলো গণ্য

দৃশা এর ছবি
লিখেছেন দৃশা (তারিখ: সোম, ০৯/০২/২০০৯ - ৭:৩৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

গানঃ মাগো আমার যে ভাই
শিল্পীঃ নীলুফার ইয়াসমিন
সুর ও কথাঃ খান আতাউর রহমান

মা'গো আমার যে ভাই জীবন দিয়ে শহীদ হলো গণ্য
বাংলা মা'গো প্রদীপ জ্বালো তাহার স্মৃতির জন্য ।।

যদিও বা তাহার শোকে এখন তখন কাঁদি
চোখের জলে গানের ছলে বিদায় রোদন সাধি।
বুকের মাঝে একটি আগুন জ্বলছে সদাই গৌরবে
সে তো মা'গো অমর হলো চিরদিনের জন্য।
মা'গো আমার যে ভাই...

আগামীতে খুলবে যখন তোমার পায়ের বেড়ি
দিকে দিকে শুনবো আমি তোমার জয়ের ভেরি।
সেদিন তোমার মাঠে মাঠে খেলবে তারই হাসি
রাখাল ছেলের হাতে হাতে বাজবে তারই বাঁশি।
তোমার জয়ের প্রদীপ মা'গো জ্বলবে তারই সৌরভে
সে তো মা'গো অমর হলো চিরদিনের জন্য।

Get this widget | Track details | eSnips Social DNA


মন্তব্য

ভূঁতের বাচ্চা এর ছবি

গানের কথাগুলো খুবই জোড়ালো।
শুনতে খুব ভাল লাগে।
======================

--------------------------------------------------------

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।