গানঃ মাগো আমার যে ভাই
শিল্পীঃ নীলুফার ইয়াসমিন
সুর ও কথাঃ খান আতাউর রহমান
মা'গো আমার যে ভাই জীবন দিয়ে শহীদ হলো গণ্য
বাংলা মা'গো প্রদীপ জ্বালো তাহার স্মৃতির জন্য ।।
যদিও বা তাহার শোকে এখন তখন কাঁদি
চোখের জলে গানের ছলে বিদায় রোদন সাধি।
বুকের মাঝে একটি আগুন জ্বলছে সদাই গৌরবে
সে তো মা'গো অমর হলো চিরদিনের জন্য।
মা'গো আমার যে ভাই...
আগামীতে খুলবে যখন তোমার পায়ের বেড়ি
দিকে দিকে শুনবো আমি তোমার জয়ের ভেরি।
সেদিন তোমার মাঠে মাঠে খেলবে তারই হাসি
রাখাল ছেলের হাতে হাতে বাজবে তারই বাঁশি।
তোমার জয়ের প্রদীপ মা'গো জ্বলবে তারই সৌরভে
সে তো মা'গো অমর হলো চিরদিনের জন্য।
|
মন্তব্য
গানের কথাগুলো খুবই জোড়ালো।
শুনতে খুব ভাল লাগে।
======================
--------------------------------------------------------
নতুন মন্তব্য করুন