জননীর দ্বারে আজি ঐ শুনো গো শঙ্খ বাজে

দৃশা এর ছবি
লিখেছেন দৃশা (তারিখ: শুক্র, ২০/০২/২০০৯ - ১১:৩২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

গানঃ জননীর দ্বারে আজি ঐ শুনো গো শঙ্খ বাজে
শিল্পীঃ অশোকতরু ব্যানার্জী
কথা ও সুরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

জননীর দ্বারে আজি ঐ শুনো গো শঙ্খ বাজে।
থেকো না থেকো না, ওরে ভাই, মগন মিথ্যা কাজে॥

অর্ঘ্য ভরিয়া আনি ধরো গো পূজার থালি,
রতনপ্রদীপখানি যতনে আনো গো জ্বালি,
ভরি লয়ে দুই পাণি বহি আনো ফুলডালি,
মার আহ্বানবাণী রটাও ভুবনমাঝে॥

আজি প্রসন্ন পবনে নবীন জীবন ছুটিছে
আজি প্রফুল্ল কুসুমে নব সুগন্ধ উঠিছে।।
আজি উজ্জ্বল ভালে তোলো উন্নত মাথা,
নবসঙ্গীততালে গাও গম্ভীর গাথা,
পরো মাল্য কপালে নবপল্লব-গাঁথা,
শুভ সুন্দর কালে সাজো সাজো নব সাজে॥

013. Jananir Dware...


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।