তোর আপন জনে ছাড়বে তোরে

দৃশা এর ছবি
লিখেছেন দৃশা (তারিখ: শুক্র, ২০/০২/২০০৯ - ১২:০৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

গানঃ তোর আপন জনে ছাড়বে তোরে
শিল্পীঃ লাইসা আহমদ লিসা
কথা ও সুরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

তোর আপন জনে ছাড়বে তোরে,
তা ব'লে ভাবনা করা চলবে না।
ও তোর আশালতা পড়বে ছিঁড়ে,
হয়তো রে ফল ফলবে না॥

আসবে পথে আঁধার নেমে,
তাই ব'লেই কি রইবি থেমে-
ও তুই বারে বারে জ্বালবি বাতি,
হয়তো বাতি জ্বলবে না॥

শুনে তোমার মুখের বাণী
আসবে ঘিরে বনের প্রাণী-
হয়তো তোমার আপন ঘরে
পাষাণ হিয়া গলবে না।
বদ্ধ দুয়ার দেখলি ব'লে অমনি কি তুই আসবি চলে-
তোরে বারে বারে ঠেলতে হবে,
হয়তো দুয়ার টলবে না॥

Get this widget | Track details | eSnips Social DNA

কলিম শরাফী'র কন্ঠে-

Get this widget | Track details | eSnips Social DNA


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।