যে তোমায় ছাড়ে ছাড়ুক

দৃশা এর ছবি
লিখেছেন দৃশা (তারিখ: শুক্র, ২০/০২/২০০৯ - ৯:২০অপরাহ্ন)
ক্যাটেগরি:

গানঃ যে তোমায় ছেড়ে ছাড়ুক
শিল্পীঃ কলিম শরাফী
রবীন্দ্র সংগীত (স্বদেশী)

যে তোমায় ছাড়ে ছাড়ুক,
আমি তোমায় ছাড়ব না মা!
আমি তোমার চরণ-
মা গো, আমি তোমার চরণ করব শরণ,
আর কারো ধার ধারব না মা॥

কে বলে তোর দরিদ্র ঘর,
হৃদয় তোর রতনরাশি-
আমি জানি গো তার মূল্য জানি,
পরের আদর কাড়ব না মা॥

মানের আশে দেশবিদেশে
যে মরে সে মরুক ঘুরে-
তোমার ছেঁড়া কাঁথা আছে পাতা,
ভুলতে সে যে পারব না মা!

ধনে মানে লোকের টানে
ভুলিয়ে নিতে চায় যে আমায়-
ও মা, ভয় যে জাগে শিয়র-বাগে,
কারো কাছেই হারব না মা॥

Get this widget | Track details | eSnips Social DNA

আরো একটি অন্য ভার্সন (শিল্পীর কন্ঠ অচেনা)-

Get this widget | Track details | eSnips Social DNA


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।