এই দেশ এই দেশ আমার এই দেশ

দৃশা এর ছবি
লিখেছেন দৃশা (তারিখ: শুক্র, ২০/০২/২০০৯ - ১০:০৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

গানঃ এই দেশ এই দেশ আমার এই দেশ
শিল্পীঃ সমবেত
কথা ও সুরঃ সলিল চৌধুরী

এই দেশ এই দেশ আমার এই দেশ
এই মাটিতেই জন্মেছি মা
জীবন-মরণ তোমার চরণ
তোমার চরণধূলি দাও মা

কতো অশন কতো বসন
কতো রঙিন ভাষায় ভাষণ
তবু আসন একই সমান
তোমার চরণতলে গো মা

নানান ধরন নানান ভরণ
আলাদা হোক - একই বরণ
একই সাধনা

হিমালয়ের শীর্ষ যেমন
এ দেশ উঁচু রবে তেমন
সাধের সাধন স্বাধীনতা
সামনে সফল হবে গো মা

কতো না যুগ ধরে ধরে
ছিলে গো মা শিকল পরে
তা কি জানি না

লাখো ছেলে লাখো মেয়ে
দিলো জীবন অবহেলে
তারা রক্ত ঢেলে জন্মভূমি
পূণ্যভূমি করেছে মা

Ei desh.mp3


মন্তব্য

সমিত মৈত্র  এর ছবি

শেষ আভোগে 'লাখো লাখো' আগে 'তোমার' শব্দটি হবে কিনা কেউ জানালে বাধিত হব।

আপনার নাম লিখুন এর ছবি

"তোমার লাখো লাখো" হবে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।