অনেকদিন ধরেই সচলায়তনের ব্লগারদের আমার জ্বালাতনের হাত থেকে বঞ্চিত করে রেখেছি। এটা নিঃসন্দেহে অনুচিৎ কাজ। আমার উচিৎ ছাগুরামের মত প্রতিদিনই পিদ্রি পিদ্রি পোষ্ট ছাড়া। কিন্তু কি আর করা, "ছাগুরাম'স আর বর্ণ, নট মেইড"। তাই চেষ্টা করলেও রামছাগল হতে পারবো না।
সেমিষ্টারের শেষ দিকে বেশ চাপে আছি। সামনে মুষলধারে (হিমুর ভাষায়) পরীক্ষা আসছে।
ইত্যবসরে কিছু মজার ভিডিও ছাড়ি। কোন কাজে না লাগলেও পোষ্ট সংখ্যা বাড়বে। বলা তো যায় না, কোনদিন অরূপ/মামু বলে বসতে পারে "যাহারা ২৫ টার চাইতে কম পোষ্ট করেছে, তাহাদের সদস্যপদ বাতিল বলিয়া ঘোষিত হইল।"
মন্তব্য
আমার সমস্যা হল হিমুর মত ঐসব ভাষা সুন্দর করে লিখতে পারিনা। তাই ভেতরের ভাবটা অপ্রকাশ্যই রয়ে যায়। আপনাদের বুঝে নিতে হবে।
আজকে কোর্সের একটা পরীক্ষা দিয়ে আমার ডেট্রয়েট নদীতে ঝাঁপ দিতে ইচ্ছে হয়েছিল। কিন্তু দিলামনা কারণ বেশ ঠান্ডা :(
- নেচার লাভারস-এর এই ব্যাপার্টারে হৈমুক (মতান্তরে কামুক) ভাষায় বলা হবে, "নদীতে ঝাঁপ দেবার ইচ্ছা ছিলো কিন্তু সেক্স পাওয়া গেলো না!"
=DX
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ধুসরের মন্তব্যে বিপ্লব! ;)
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
পোস্ট/মন্তব্য পড়ে অনেক সেক্স পাওয়া গেল। :D
ভাইসব, খাইটা খান।
ভাইজানের দেখি কঠঠিন দুষ্টিউব কালেকশান!
চলুক!!!
ভাল আছি, ভাল থেকো।
ভাল আছি, ভাল থেকো।
আমি একটাও দেখি নাই । ভালা পুলা ।
নীড়পাতা.কম ব্লগকুঠি
আমিও :)
কি মাঝি? ডরাইলা?
নতুন মন্তব্য করুন