আমাদের সবার প্রিয় ব্লগার হিমুর খাইষ্টা কৌতুক যারা পড়েছেন, নিশ্চয়ই ডায়রিয়া বিষয়ক কৌতুকটি তাদের চোখ এড়িয়ে যায়নি?
কৌতুকটি ছিল এইরকম:
প্রথমজন বলছে, 'চিন্তা, বুঝলে? হাতে কাঁটার খোঁচা খেলে, কিংবা তামাকের ছ্যাঁকা খেলে কী হয়? সেটা চিন্তা হয়ে সাথে সাথে মাথায় ঘা দ্যায়!'
দ্বিতীয়জন বলছে, 'আরে না। চোখের পাতা ফেলা হচ্ছে সবচে দ্রুত। চোখের পলক ফেলতে না ফেলতেই আবার সব আগের মতো দেখা যায়।'
তৃতীয়জন বলছে, 'উঁহু, আলো। দ্যাখো না, সুইচ টিপতেই ঘর থেকে কিভাবে অন্ধকার সরে যায়?'
চতুর্থজন বলছে, 'ঘেঁচু। সবচে দ্রুত হচ্ছে ডায়রিয়া।'
বাকিরা ঘাবড়ে গেলো, 'কিভাবে, কিভাবে?'
'গেলোবার মেক্সিকোতে গরু বিক্রির সময় ওদের তরকারি খেয়েছিলাম, বুঝলে? ব্যাটারা এতো ঝাল খায়! রাতের বেলা হোটেলের বিছানায় শুয়ে আছি, হঠাৎ পেটটা কেমন যেন করে উঠলো। তারপর আমি কোন চিন্তাও করতে পারলাম না, চোখের পাতিও ফেলতে পারলাম না, এমনকি ঘরের সুইচও টিপতে পারলাম না, তার আগেই ...।'
মন্তব্য
ইয়াক!
এইসব কী?
হাঁটুপানির জলদস্যু
হাআহ হাহহহ.... হাসতেই আছি।
হাহ হাহ হাহ... হোহ হোহ হোহ... নাহ, হাসা ঠিক না...
আপত্তিকর লাগল।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
গল্প ঠিকাছে।
তবে ভিডিও টা ভালো লাগলো না।
অন্যদেরও অনেকের ভালো লাগবে না বোধহয়। আর কে কোন অবস্থায় ভিডিওটা দেখবে - এটা বলা মুশকিল।
হুম, মিশ্র প্রতিক্রিয়া দেখে বুঝতে পারছি না আবজাব পোষ্ট করাটা কি ঠিক হল নাকি বেঠিক হল!!!
কি মাঝি? ডরাইলা?
ভাল্লাগ্লো - গোপাল ভাড়ঁ
হাসি পাইল না।
হিমুর মতনই 'ইয়াক' উঠলো।
---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
আচ্ছা , এবার তাইলে আমি দেখি
-----------------------------------------
ভালো নেই,ভালো থাকার কিছু নেই
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
গুপ্ত কাম প্রকাশ্যে করলে,কেমনে কি?
-----------------------------------------
ভালো নেই,ভালো থাকার কিছু নেই
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
আপনি থাকেন কই? দেখি না কেনো?
কয়দিন ডুব দিছিলাম জীবনযাপনের যাঁতাকলে পড়ে। আবার দেখবেন এখন থেকে।
কি মাঝি? ডরাইলা?
এসব কি......এসব কি...... ছিঃ ছিঃ... কেউ ভাবীরে ডাক...
দৃশা
নতুন মন্তব্য করুন