৭ | লিখেছেন দ্রোহী (তারিখ: শুক্র, ১৪/০৩/২০০৮ - ১:৫৬পূর্বাহ্ন)
এইটা এক বছর আগের খোমা। এখন দেখলে এই ছবির সাথেও মিলাতে পারবেন না। সুজন'দা কে যে ছবি দিয়েছিলাম সেটা ২ বছর আগের ছবি। সুজন'দার আঁকা কিন্তু ঠিকই আছে — শুধু আমার খোমাই বদলে গেছে। কি মাঝি? ডরাইলা?
১৫ | লিখেছেন হিমু (তারিখ: শুক্র, ১৪/০৩/২০০৮ - ২:৪০পূর্বাহ্ন)
শিয়াপারেল্লির কথা নিয়ে একটু ভ্যাজাল আছে, কোথায় যেন পড়েছিলাম। শিয়াপারেল্লি বলেছিলেন canali, এখন ইতালিয় ভাষায় এর মানে খালও হতে পারে, আবার খাঁজও হতে পারে (যদিও চ্যানেল বা খাল অর্থেই ব্যাপক ব্যবহৃত)। মঙ্গলগ্রহের খাল নিয়ে এরিক ফন দ্যানিকেনও অনেক লাফঝাঁপ দিয়েছিলো এককালে।
তবে শিয়াপারেল্লির সাথে খুঁজলে আমির খানের মিলও পাওয়া যায়। একজন মঙ্গলের খাল নিয়ে ব্যস্ত ছিলো, আরেকজন মঙ্গল পান্ডেকে নিয়ে।
মন্তব্য
এক মস্তিষ্ক এবং দুই চোখের একটা মানুষ এত বস হয় কী করে?
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
শুভ জন্মদিন গুরু।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
দ্রোহী, এই ফাঁকে আপনার আসল খোমা দেইখা ফালাইলাম...আপ্নে তো দেখতে ওবামার মতন না...বরং সুমন ভাই সুমন ভাই লাগতেছে
কোন সুমন? সেই সুমন?
হাঁটুপানির জলদস্যু
আরে না। পিন্টু ভাইয়ের দোস্ত না, বদ্দার কথা কয়।
কি মাঝি? ডরাইলা?
আরে বদ্দা না সেই সুমন , দ্রোহী পিছলান ক্যান?
এইটা এক বছর আগের খোমা। এখন দেখলে এই ছবির সাথেও মিলাতে পারবেন না। সুজন'দা কে যে ছবি দিয়েছিলাম সেটা ২ বছর আগের ছবি। সুজন'দার আঁকা কিন্তু ঠিকই আছে — শুধু আমার খোমাই বদলে গেছে।
কি মাঝি? ডরাইলা?
আপনার খোমা তো দেখি ক্যালেন্ডারের মতো, বছর ঘুরলেই বদলায়। আপনার নতুন নাম দিলাম ক্যালেন্ডারানন, ওরফে ক্যালুদা।
হাঁটুপানির জলদস্যু
"ভুতোদা"ইতো ভাল ছিল। নামের মধ্যে একটা ভৃত্য ভৃত্য ভাব ছিল। "ক্যালুদা" শুনতে একটু কেমন যেন।
কি মাঝি? ডরাইলা?
আইনস্টাইনকে জন্মদিনের শুভেচ্ছা।
---
অ্যাঁ! এই তাহলে আপনি !! @ দ্রোহী দা, ওরফে ক্যালুদা।
গুডি বয় মার্কা চেহারায় চরম ফাজিল মার্কা লেখক...
---
কি মাঝি? ডরাইলা?
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
চেনা চেনা লাগে...।
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
কাকে?
আমাকে না আইনস্টাইনকে? আমার ধারণা আমাকে চেনার সম্ভাবনা বেশী।
কি মাঝি? ডরাইলা?
এইটা দ্রোহী? হায় হায়, আমি তাহলে কার বাড়িতে খেয়ে আসলাম? চেহারা তো মিলে না!
একই দিনে আর কে কে জন্ম নিয়েছেন ঘাটতে গিয়ে নাম জানি এমন মাত্র দুই জন পেয়েছি। দুইজন পুরো ভিন্ন মেরুর।
- জিওভান্নি শিপারেলি (১৮৩৫): যিনি মঙ্গলে হ্রদ আছে বলে প্রথম মত দিয়েছিলেন।
- আমির খান (১৯৬৫): ভারতীয় চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক।
— বিদ্যাকল্পদ্রুম
শিয়াপারেল্লির কথা নিয়ে একটু ভ্যাজাল আছে, কোথায় যেন পড়েছিলাম। শিয়াপারেল্লি বলেছিলেন canali, এখন ইতালিয় ভাষায় এর মানে খালও হতে পারে, আবার খাঁজও হতে পারে (যদিও চ্যানেল বা খাল অর্থেই ব্যাপক ব্যবহৃত)। মঙ্গলগ্রহের খাল নিয়ে এরিক ফন দ্যানিকেনও অনেক লাফঝাঁপ দিয়েছিলো এককালে।
তবে শিয়াপারেল্লির সাথে খুঁজলে আমির খানের মিলও পাওয়া যায়। একজন মঙ্গলের খাল নিয়ে ব্যস্ত ছিলো, আরেকজন মঙ্গল পান্ডেকে নিয়ে।
হাঁটুপানির জলদস্যু
মঙ্গল গ্রহের খালে আমিও কয়েকদিন ঝাঁপাঝাপি করেছিলাম মিরপুর থেকে প্রকাশিত হয় এমন একটি পত্রিকায়।
কি মাঝি? ডরাইলা?
একই দিনে না জন্মেও দেখি বুড়ো প্রায় আমার মতই বুদ্ধি রাখে।
আমার এক বন্ধু আছে তারও আজকেই জন্মদিন। মজার ব্যাপার হল সে অনেককাল জানতই না এরকম একটা ঘটনা।
পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।
দ্রোহী, আপনার চেহারা ঘন ঘন বদলায় বিধায় আপনার নিক হতে পারতো "পরিবর্তনশীল"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
এই কথা শুনলে পরিবর্তনশীল কান্নাকাটি শুরু করে দিবে।
কি মাঝি? ডরাইলা?
আপনের দোস্ত নাকি , এক্কেবারে গলা ধইরা ছবি তুললেন?? পিছনে কি বুশ মামারে দেখা যাইতেছ?? তিনি মাইন্ড খাননাইতো??
শুভ হোক জন্মদিন।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
বুশ মামা না মনে হয়। আরো পুরানো সব প্রেসিডেন্টগুলান..........
আরেকখান কড়া ছবি আছে ফিদেল কাস্ত্রো, আমি আর ইয়াসির আরাফাত — তিনজনই বুড়ো এবং ভুড়িওয়ালা।
কি মাঝি? ডরাইলা?
বসের জন্মদিনে দ্রোহী ভাইকে শুভেচ্ছা জানাই
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
হা হা হা...
চমৎকার মন্তব্য! অনেক অনেক ধন্যবাদ।
কি মাঝি? ডরাইলা?
উপরের ছবিতে কোনটা কে? কার জন্মদিনের কথা বলা হচ্ছে
জন্মদিনের শুভেচ্ছা। প্রিন্সটন ক্যম্পাসে আইনস্টাইন দাদুর আবক্ষ মূর্তি।
জন্মদিনের শুভেচ্ছা রইলো।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
আইনস্টাইন সাহেবটা আবার কিডা...আম্রিকা থাহে?
কেক কই?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান…
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
আপ্নেরা দুজন তবে ভালো বন্ধু ছিলেন!
দাদুভাইকে জন্মদিনের শুভেচ্ছা ।
শুভ জন্মদিন এক পাথুরে বুড়ো ।
- খেকশিয়াল
আমার কাছে এই ছবিটিই ভাল লাগে সবচেয়ে বেশী....।
**********************************
যাহা বলিব সত্য বলিব
**********************************
যাহা বলিব, সত্য বলিব
শুভ জন্মদিন।
~~~টক্স~~~
নতুন মন্তব্য করুন