০১.
পার্টিতে সুবেশী বয়স্কা মহিলাকে এক উৎসাহী পুরুষ জিজ্ঞেস করলো, "আচ্ছা আপনার বয়স কত?"
মহিল উত্তর দিলেন, "চল্লিশের পথে এগোচ্ছি!"
পুরুষটি ঢোক গিলে বললো, "কোন দিক থেকে একটু বলবেন কি?"
০২.
প্রেমিকাঃ তুমি কি আমাকে সবসময় ভালবাসবে?
প্রেমিকঃ নিশ্চয়ই। কিন্তু কোন দিক থেকে ভালোবাসতে শুরু করব, বল দেখি?
০৩.
আদালতে ডিভোর্স বিষয়ক মামলা চলছে।
জজ সাহেবঃ আপনি ডিভোর্স চাইছেন কেন?
মিঃ জোনাথনঃ আজ দুবছর আমার স্ত্রীর সাথে কোন বাক্যালাপ নেই হুজুর।
জজ সাহেবঃ কিন্তু কিছুক্ষণ আগে বললেন, কিছুদিন আগেই আপনার স্ত্রীর একটি সন্তান হয়েছে?
মিঃ জোনাথনঃ সন্তানলাভের জন্য কথা বলার দরকার নেই হুজুর।
০৪
প্রেস রিপোর্টার মিসেস রহমানের সাক্ষাৎকার নিচ্ছেন। রিপোর্টার জিজ্ঞেস করলেন, "আপনার ছেলে মেয়েদের বয়স কত?"
মিসেস রহমান বললেন, "বয়স! ধরুন এক, দুই, চার, পাঁচ, ছয়।"
রিপোর্টার জিজ্ঞাসা করলেন, "তিন গেল কোথায়?"
মিসেস রহমান বললেন, "ওহ সরি! ঐ বছরই আমরা হোম থিয়েটারটা কিনেছিলাম কিনা। ঐ যে যেবার গভীর রাতে সিনেমা দেখানো আরম্ভ হল।"
০৫.
রোগাসোগা নিরীহ এক ভদ্রলোকের গিন্নিটি দারুন ডাকসাইটে। একদিন গিন্নিটি তার কর্তাকে নিয়ে নতুন কাপড়চোপড় কিনতে বেরিয়েছেন। কাপড়ের দোকানে কর্তার জন্য একটি ট্রাউজার পছন্দ হল। দোকানদার জিজ্ঞেস করল, "এই সব ট্রাউজার অনেক ধরনের হয়। আপনাকে কোনটা দেব স্যার? বোতাম দেয়া না জিপার লাগানো?"
ভদ্রলোক তাড়াতাড়ি বলে উঠলেন, "জিপার লাগানো।"
"ভাল কথা স্যার, তবে পাঁচ ইঞ্চির না দশ ইঞ্চির জিপার?" ফের জিজ্ঞেস করল দোকানী।
গিন্নি কিছু বলার আগেই ভদ্রলোক আবার বলে উঠলেন, "দশ ইঞ্চির।"
দোকান থেকে বেরিয়ে আসামাত্রই গিন্নি একেবারে তেলেবেগুনে জ্বলে উঠলেন, "দশ ইঞ্চির জিপার চাই তোমার না? তোমাকে দেখে আমার বাবার পাশের বাড়ির লোকটার কথা মনে পড়ে যাচ্ছে। লোকটা প্রত্যেকদিন সকালে ওর বাগানে গিয়ে গ্যারেজের তালা খুলে তারপর দশ ফুট লম্বা বিরাট ডাবল দরজার পাল্লাগুলো দড়াম করে খুলে ফেলে, তারপর ভেতর থেকে নিজের বাই-সাইকেলখানা বের করে নিয়ে আসে।"
০৬.
ধুসর গোধূলীর যমজ পুত্র সন্তান হয়েছে শুনে তার বন্ধু হিমু দেখা করতে এসে হাসি হাসি মুখে বললো, "তোর দিকে খোদা মুখ তুলে হেসেছে, কী বলিস?"
হিমুর কথা শুনে ধুসর গোধূলী তার আগের আটটি সন্তানের কথা চিন্তা করে বিষন্ন বদনে বললো, "এটা মুচকি হাসি নয়। খোদা এবার স্বয়ং আমার দিকে তাকিয়ে অট্টহাসি হেসেছেন।"
০৭.
শিক্ষকঃ তুষার তুমি বাংলাভাষাকে তোমার মাতৃভাষা বল কেন?
তুষারঃ কারন, বাবা বাংলা বলার বিশেষ সুযোগই পান না।
(সুত্রঃ ইন্টারনেট থেকে)
মন্তব্য
দ্রোহী - চালিয়ে যান :)
কৌতুকগুলো মজার। তবে আপনার নিজের কাহিনী পড়ে বেশি জোশ পাই এবং সেসবই চাই :)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর? :-?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? :-?
দ্রোহী ভাই নিজের কাহিনীই এইরকম গল্প বলে চালাচ্ছে না, এটাই বা আপনাকে কে বললো শুনি?
রাগী বউ, মিনমিনে স্বামী, শপিং - এগুলো সবই বাস্তব জীবন থেকে নেয়া নিশ্চয়ই।
=))
আবার লিখবো হয়তো কোন দিন
সৌরভ ধরে ফেলছে।
=))
বিশেষ করে গ্যারেজের গল্প টা তো এত সাবলিল....! :P
[][][][][][][][][][][][][][][][][][]
ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি, অন্ধ, বন্ধ, কোরো না পাখা।
ইচ্ছার আগুনে জ্বলছি...
@ সৌরভ
তা-ও বটে। সেভাবে তো ভেবে দেখিনি!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর? :-?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? :-?
সন্ন্যাসীর বচনে ডিটো।
দুলাভাই, জন্মদিনে তিন দিন ব্যাপী ওয়াজ মাহফিলে কী করলেন, সেটা জানার জন্য জনগণ গভীর আগ্রহে অপেক্ষমান।
দ্রহী ভাই, আপনার দারুচিনিগুলোতে বেশ ঝাঁজ আছে। মজা লাগলো খুব।
কীর্তিনাশা
- নিজের জিনিষ পরোক্ষভাবে কৌতুক আর এন্টারনেট থেকে সংগৃহীত বলে চালিয়ে দেওয়ার তেব্র নেন্দা জানাই।
৬ নমঃবরে লিটেলবিটকারেকশন আছে। ধুসর গোধূলীর যমজ পুলাপাইন হয় নাই, হইছে তার তার চতুর্থ বউয়ের। বাকী তিন বউয়ের ঘরে আটখানা সন্তান দেখে সে নিজেই দুঃখে আটখানা। তারউপর বাড়িতে হিমুর আনাগোণা! দুঃখটা সেইখানেই। :(
অপ বাকের লগে যোগাযোগ করতে হইবো। তালাক সংক্রান্ত ব্যাপারস্যাপারে তাত্ত্বিক নলেজ গেদারিংএর লাইগা।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
বু্ঝলাম না, সচলের সিরিজগুলা খালি খাবারের নাম হয় কেন?
সন্ন্যাসী'জিরঃ গোল রুটি, কামরাঙা
কনফু'রঃ হাওয়াই মিঠা
দ্রোহীরঃ দারুচিনি
তবে আমি আমার 'সকাল বেলার খিদে'টা আবার চালু করলাম আজ।
ওদের কাছে খাওয়া আছে, আর আপনার আছে খিদে । অপেক্ষা কিসের ?
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
ঠিক তা-ই। ;)
এগুলো দারুচিনি না গোল মরিচ?
ছয় নম্বরটি সবচেয়ে মজার!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
আমি একটা কৌতুক বানাই।
ধূসরের জীবনে নানা কনট্রাস্টঃ
ধূসরের দুঃখ, সে দেখতে বাদুড়ের মতো।
ধূসরের আনন্দ, তার বউ দেখতে পরীর মতো।
ধূসরের কষ্ট, তার বাচ্চা দেখতে হিমুর মতো।
হাঁটুপানির জলদস্যু
ধূসরের বাচ্চা দেইখা আমার সেই সন্দেহ আগেই হইসিলো।
=))
আবার লিখবো হয়তো কোন দিন
- আমার তো বউ দেইখাই সন্দেহ হৈছিলো!
এইরকম কালা নিগ্রোরে দোস্ত হিমু পরীর মতো কইলো কোন আনন্দে? (চিন্তিত)
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হিমু = বাদুড় + পরী
=))
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
=)) আমারো মনে হচ্ছে নিজের কথাই বললেন নাকি ;) আরো বলতে থাকেন।
-------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
মজা পাইছি।
---------------------------------
জমায়ালছে দেহি
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
গ্যারেজেরটা সিরাম ;)
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
দারুচিনির থাইকাও মন্তব্যের চুলকা-চুলকিতেই মজা পাইলাম বেশি। অতএব, এই পোস্টের সব লেখককে ধন্যবাদ।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
৪ তুলনাহীন
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
নতুন মন্তব্য করুন