০১.
বাইশ শতকে পৃথিবীতে দুষণের মাত্রা এত বেশি বেড়ে যায় যে তা মানুষের বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। তৎকালীণ পৃথিবীর সবচাইতে বড় কোম্পানী "বাই 'এন লার্জ" তখন পৃথিবীকে দুষণমুক্ত করার পরিকল্পনা গ্রহণ করে। পরিকল্পনা অনুযায়ী পৃথিবীর সব মানুষকে মহাশূণ্যে পাঠিয়ে দেয়া হবে পাঁচ বছরের জন্য। ইত্যবসরে অগণিত ওয়াল-ই'কে ছেড়ে দেয়া হবে পৃথিবীর বুকে।
ওয়াল-ই গুলো [WALL-E = Waste Allocation Load Lifter Earth-Class] পৃথিবীর বুকে ছড়িয়ে থাকা জঞ্জাল সংগ্রহ করে সংকুচিত করে এক জায়গায় সাজিয়ে রাখবে। বছর পাঁচেকের মধ্যে পৃথিবী যখন পূণরায় বাসোপযোগী হয়ে উঠবে তখন মহাশূণ্যে ছড়িয়ে থাকা মানুষেরা ফিরে আসবে পৃথিবীতে। কিন্তু দুর্ভাগ্যক্রমে পৃথিবী পূণরূদ্ধারের এই পরিকল্পনা ব্যর্থ হয়। প্রায় ৭০০ বছর পরে, ২৮০৭ সালে এসে দেখা যায় সবগুলো ওয়াল-ই ইউনিট অকার্যকর হয়ে পড়েছে। পৃথিবী পরিনত হয়েছে এক মৃত গ্রহে। সিনেমার কেন্দ্রীয় চরিত্র ওয়ালি একা একা ঘুরে বেড়ায় পৃথিবীর বুকে।
চারিত্রিক দিক থেকে ওয়াল-ই বেশ কৌতুহলী, খানিকটা নিঃসঙ্গ। একমাত্র বন্ধু তেলাপোকাকে সাথে নিয়ে প্রতিদিন জঞ্জাল সাফ করার কাজে যায়। ময়লা সাফ করার ফাঁকে ফাঁকে আজব যা কিছু চোখে পড়ে তা সংগ্রহ করে নিজের আস্তানায় নিয়ে আসে।
এমনি এক সময়ে মহাশূণ্যযান অ্যাক্সিওম [AXIOM] থেকে ইভ [EVE = Extraterrestrial Vegetation Evaluator] কে পাঠানো হয় পৃথিবীর বুকে উদ্ভিদের অস্তিত্ব খুঁজে বের করার কাজে। প্রথমে দূর থেকে লক্ষ্য করলেও একসময় রোবট দুটো একে অন্যের সংস্পর্শে আসে। ওয়াল-ই'র কৌতুহল পরিণত হয় ভালোবাসায়। ভালোবেসে ওয়াল-ই তার সংগ্রহে রাখা একটি গাছ উপহার দেয় ইভা কে [ওয়াল-ই ইভ উচ্চারণ করতে পারে না, তাই সে ইভা নামে ডাকে]। আর তক্ষুনি ঘটনা মোড় নেয় অন্য দিকে।
০২.
পিক্সার অ্যানিমেশন স্টুডিও এ পর্যন্ত নয়টি অ্যানিমেটেড মুভি বানিয়েছে যার সবগুলোই স্টুডিওটিকে নিয়ে গেছে খ্যাতির চুড়ায়। ওয়াল-ই তাদের মাথার নবম মুকুট।
ফাইন্ডিং নিমোর পরিচালক অ্যান্ড্রু স্ট্যানটনের মাথায় ওয়াল-ই'র পরিকল্পনা এসেছিল পিক্সারের প্রথম ছবি "টয় স্টোরী" ছবিটি বানানোর আগেই। ১৯৯৫ সালে এসে কাহিনিটিকে সিনেমার উপযোগী করার কাজ হাতে নেন Pete Docter । পরিচালক অ্যান্ড্রু স্ট্যানটন সাহস পাচ্ছিলেন না দুটি রোবটের প্রেম কাহিনি দর্শকের সামনে নিয়ে আসতে। তাই ওয়াল-ই'র পরিবর্তে আমরা পাই A-Bugs life, Toy Story 2, Monsters, Inc., Finding Nemo, The Incredibles, Cars, Ratatouille। এই অসাধারণ অ্যানিমেটেড ছবিগুলোর কয়েকটি তিনি পরিচালনা করেছেন, কয়েকটির চিত্রনাট্য লিখেছেন, কয়েকটিতে নিজের কণ্ঠ ব্যবহার করেছেন।
ওয়াল-ই নিয়ে আমি আশাবাদী ছিলাম। আর তাই ছবিটি মুক্তির দ্বিতীয় দিনেই হলে গিয়ে দেখে এসেছি। পরিচালক আমাকে হতাশ করেননি। শুধুমাত্র দুটো নাম, বডি ল্যাঙ্গুয়েজ এবং অসাধারণ সাউন্ড এফেক্ট দিয়ে দুই ঘন্টার একটা অ্যানিমেটেড মুভিতে দর্শক ধরে রাখা খুবই কঠিন কাজ। পরিচালক তা খুব ভালভাবেই পেরেছেন, তার প্রমাণ মুভি সাইটগুলোতে ওয়াল-ইর ভয়াবহ রেটিং।
মুভিটির ভালো কোন প্রিন্ট এখনো মুভি শেয়ারিং সাইটগুলোতে আপলোড হয়নি। হল থেকে রেকর্ড করা একটি কপি পাওয়া যাচ্ছে মুভি স্ট্রীমিং সাইটগুলোতে।
এখুনি ওয়াল-ই দেখে ফেলতে চাইলে নিচের লিংকগুলো থেকে দেখে নিতে পারেন।
http://movievix.com/watchmovie/watch.php?id=124 থেকে
অথবা
pt 1 http://www.zshare.net/video/145930876005fdbb/
pt 2 http://www.zshare.net/video/145931233fab13b0/
pt 3 http://www.zshare.net/video/145932036ce97f7a/
pt 4 http://www.zshare.net/video/14593248cdbdd808/
pt 5 http://www.zshare.net/video/14593305646309a6/
pt 6 http://www.zshare.net/video/145933451445a97b/
সম্পূর্ণ ছবিটি ডাউনলোড করুন এখান থেকে
কিংবা আরো কিছুদিন অপেক্ষা করুন। সপ্তাহ দুয়েকের ভেতর DivX /XviD ফরম্যাটে ছবিটি হাতে পাবেন।
তথ্যসূত্র: উইকিপিডিয়া
মন্তব্য
পার্লাম না রে ভাই! ২টা পার্ট পারসি কেবল। মহৎ উদ্যোগের জন্য দ্রোহী আপনাকে ধন্যবাদ!
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
- আচোদা এক দেশে বসবাস করি। ফুটুরফাটুর ভাষা তো বুঝিই না, আংরেজী ভাষায় ছবি দেখতে চাইলে বইসা থাকতে হবে জানিনা কয়দিন। তাও সিলেক্টেড কিছু হলে। দিনে মোটে দুইটা শো তাও সপ্তাহে দুইদিন। এইরমের বাধ্যবাধকতায় খদ দিয়া সিনেমা দেখতে মনেকয়, আপনেই কন!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আপনের ত স্পীড ভালা হবার কথা। এইখানে টিবি দিয়া দেইখ্যালান অথবা কয়দিন সবুর করেন। ভালা লিংক দিমুনে।
কি মাঝি? ডরাইলা?
- কাগজে কলমে ধুন্দুমার হওনের কথা থাকলেও আদতে স্পীড সুবিধার না। ওয়্যারলেস হওয়ার কারণে ড্রপ করে হুদাহুদিই। মেজাজ বিগড়াইয়া যায় মাঝে মইধ্যেই। ক্যামেরা প্রিন্ট দেইখা মজা পাইনা আসলে। ইন্ডিয়ানা জোন্স দেখার ট্রাই দিছিলাম কয়েকবার, সফলকাম হই নাই।
আপনের লিংকই ভরসা।
আল্লায় আপনের ভালো করবো। ৭০ জন হুরপরী সহ সত্তর পদের সিনেমা দেখতে পারবেন সত্তর জায়গায় বইসা।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
সবগুলো আমার এত্ত প্রিয়
আমাদের এখানে এখনও আসেনি মুভিটা, লিংকের জন্য ধন্যবাদ, দেখবো আজকেই
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
আহারে আমি লিখতে চাইছিলাম গত সপ্তাহে!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আমিও!!! লিংকের জন্য এই কয়দিন বসে ছিলাম।
কি মাঝি? ডরাইলা?
দ্রোহীদা, DivX এর অপেক্ষায় থাকলাম। বারোয়ারী সাইটের থেকে ডিরেক্ট ডাউনলোডের কোন সাইট পেলে আরো ভালো হয় আর কি !
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
এই মুভি দেখা লাগবোই দুলাভাই,
ভালা প্রিন্টের লাইগ্যা অপেক্ষা করতাছি।
এইখানে আসতে যে কয়দিন লাগায় আল্লা মালুম, একমাস হইলেও অবাক হওনের কিছু থাকবোনা।
আমি অপেক্ষা করি কবে ডিভিডি আসবে...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আমিও ডিভিডি আসার আগে দেখবো না, পিক্সার বলে কথা ! তার উপরে imdb rating 9.2, এই লেখাটাও পরি নাই, যদি দ্রোহী ভাই কাহিনী বলে দেয় আগে থেকেই
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
একটা বাংলা সিনেমার রিভ্যু দিয়েন ।
DvD রিলিজ পাবে নভেম্বারের ১৮ তারিখে, তার দুই তিন দিন পরে টরেন্ট নামাব নে......
টপ ফেভারিট। ভাল প্রিন্ট পেলেই দেখে ফেলব। থিমটা সেইরকম লাগছে
— বিদ্যাকল্পদ্রুম
এইটা নিয়া পিক্সার সেই রকম এক্সাইটেড। এইটা তো ডাবল ডিস্ক ব্লু রে তে রিলিজ করবে। তারমানে কনটেন্টে ঠাসা হবে একদম !
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
বেশ ভালো কোয়ালিটিতে দেখতে পাবেন এখান থেকে, যদি নেট স্পিড তেমন থাকে।
হাঁটুপানির জলদস্যু
দারূণ জিনিস দিছেন বস ... আসেন বুকে বুক মিলাই :*
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...
শাদু, এমন সুন্দর করে রিভিউ লেখার জন্য ধন্যবাদ। আমি পিক্সারের অ্যানিমেশনের ভক্ত, তাই এই ছবিটাও দেখা হবে ইনশাল্লাহ। বাংলাদেশে আর যাই হোক, নরমাল নেট লাইনে মুভি দেখা সম্ভব নয়। তাই দোকানে গিয়ে মুভি কেনাটাই ভরসা, তবে হল প্রিন্ট আমার পছন্দ নয়। তাই দেখতে একটু দেরীই হবে।
ট্রেইলার দেখেই মুগ্ধ হইছিলাম। ভাল প্রিন্টের জন্য অপেক্ষা করতেছি। পাইলেই ডাউনলোড করে দেইখা ফেলব
আমার সবচেয়ে প্রিয় এনিমেশন ফিল্ম হচ্ছে এটি!
বোহেমিয়ান
নতুন মন্তব্য করুন