অনেকদিন ব্লগ লিখি না। একটা বেহুদা (নাজমুল হুদা ভেবে ভুল করবেন না যেন!) পোস্ট দিয়ে হাত খুলি আবার।
দোয়া করবেন যেন হাবিবুল বাশারের মত রানের খাতা খোলার আগেই প্যাভেলিয়নে ফিরে না যেতে হয়।
××××××××
একটা ধাঁধা দিয়ে পোস্ট শেষ করা যাক:
বলুন দেখি আর কতদিন অপেক্ষা করলে বাংলাদেশে বসে এধরনের (উপরোক্ত ছবি দ্রষ্টব্য) গতিবেগ পাওয়া সম্ভব?
ভালো থাকুন, সুস্থ থাকুন।
মন্তব্য
দ্রোহীদা মুভি রিভিউ লেখেন, এইসব ফাকিবাজি চলবো না
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
দ্রোহীদা
এত স্পিড দিয়া কী নামান?
অরূপের বি কোনটা ছোটটা না বড়টা।
আমি বড় আরামে আছি, ১.৫মেগাবি (ছোট বি)।
এক্সচেঞ্জের ধারে-কাছে থাকলে ১৫ পর্যন্ত যাওয়া যায় শুনছি।
আমারও ১.৫ মেগাবাইট/সেকেন্ড। এএপিটি-র এডিএসএল।
স্পিড পুরাটাই পাওয়া যায় সবসময়।
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
দোস্ত মন খ্রাপ না কইরা আমাদের ৫০০ বাইট পার সেকেন্ড স্পিডের কথাটা কইয়া দে।
=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!
আমি চালাই গেরামিনের জিপিআরএস.. পিক আওয়ারে ইকটু পর্পর 0.0 kbps না কী জানি দ্যাখায় ইস্পিড । এর মানে কী কন আগে .. তার্পর আপ্নের প্রশ্নের উত্তর্দিমু ।
ছবিটা দেখে অতীব কষ্ট পেলাম। এ কিঝুক্ষণ আগে ডাউনলোড দিতে গিয়ে দেখি স্পিড: ১২৭ বিট প্রতি সেকেন্ড। এমনিতে অবশ্য ২-৩ কেবি পাওয়া যায়। তবে ভালর অপেক্ষা করতে তো দোষ নাই।
পত্রিকায় পড়লাম, ওয়াইম্যাক্সের জন্য নাকি নিলাম করা হচ্ছে। এর ফলাফল কি হবে তা নিশ্চিত না। তবে স্পিড বোধহয় বাড়বে।
— বিদ্যাকল্পদ্রুম
আমরা অত ফকির না যে স্পিট দশমিক দিয়া মাপুম
আমরা সোজা বুঝি নেট আছে- নাই- স্লো
না থাকলে নিশ্চিন্ত
স্লো থাকলে একটা বোতামে টিপ দিয়ে মোবাইলে দুইজনের সাথে আলাপ সেরে নেই
আর নেট থাকলে বোতামে টিপ দিয়ে দোকানে গিয়ে চা খেয়ে এসে দেখি পাতা খুলল
হা হা হা
আর এরমধ্যে যদি লোডশেডিং দাদা দুয়েকবার পদধূলি দেন...
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
দ্রোহীদারে জিপিআরএস ধরায়ে দিলে এই পোস্ট কি লেখতো তাই ভাবতেছি।
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
দ্রোহীর দ্রোহতাপ যেদিন কমে যাবে অথবা বন্ধ হবে সেদিন হয়তো বাংলাদেশে এমন "ইসপীড" পাওয়া যেতে পারে।
ফ্রডব্যান্ড ব্যবহার করি এখন .... দরকারের সময় নেট থাকে না।
জেগে থাকা অবস্থায় জীবনেও বাংলাদেশে এরকম গতি হবে না; স্বপ্নে হইলেও হতে পারে।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
আমিও ব্রডব্যান্ড ইউজ করতাছি "ইউ"-এর। প্রায়ই ১০ কে.বি-এর মতো পাই। তয় একটা সুবিধা হইলো লোকাল প্রোভাইডারদের আই.এস.পি থাকায় সবসময় নেট পাই, এমনকি লোড শেডিং-এর সময়ও। এর আগে গ্রামীণেরটা ইউজ করছিলাম এইজ মডেম দিয়া। কখনো কখনো ২০-৩০ আর কখনো ২-৩ এ নাইমা আসে।
যে রাতে গুঁজেছো চুলে বেগুনি রিবন বাঁধা ভাট,
সে রাতে নরকও ছিলো প্রেমের তল্লাট।
. . . . . . . . . . . . . . . . . . (আবু হাসান শাহরিয়ার)
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
আসুন আমরা- 'হয়তো', 'যদি' আর 'হবের আশায়'- প্রকৃতিপ্রেমির উচ্চারণ পুরনে সচেষ্ট হই। তবে বাড়বে গতি কিন্তু মোবাইল আর চায়ের দোকানের কি হবে মাহাবুব লীলেন ভাইয়ের..................।?।
মরণ রে তুহু মম শ্যাম সমান.....
থিসিস লেখা হচ্ছে তাই না ?
দ্রোহীদা, আগে কষ্ট করে আমার এই লিঙ্কটা একটু ঘুরে আসেন। বাকি কথা তার পর বলি
http://img515.imageshack.us/img515/7650/bwje3.jpg
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
শাদু, বাংলাদেশে এই জিনিস আগামী দশ বছরের (কম বলে ফেললাম!) মধ্যে আসবে কিনা, সন্দেহ আছে... ততদিন আমরা কচ্ছপ আর শামুকের (ডায়াল-আপ আর ফ্রডব্যান্ড) রেসই দেখে যাবো..
আমার টা 102.40Mbps....
মাগনা দিছে তেল বেচা তেলি রা
নতুন মন্তব্য করুন