কিন্তু মানবজমিনের সংবাদে বলা হয়েছে যে মওদুদ আহমদ ভোটই দিতে পারেন নি। আমাদের সময়ের সংবাদে আস্থা রাখা যায় না।
----------------------------------------------- সচল থাকুন... ...সচল রাখুন
----------------------------------------------- মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
১২ | লিখেছেন নন্দিনী (যাচাই করা হয়নি) (তারিখ: বুধ, ৩১/১২/২০০৮ - ৫:৩৪পূর্বাহ্ন)
খালেদা জিয়া ভোট প্রত্যাখান করেছেন:
ভদ্রমহিলার এবার উচিত ছিল সব দায় দায়িত্ব মাথা পেতে নিয়ে দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানো - তা না করে আবার নির্লজ্জভাবে কথা বলছে ! ভেবে পাইনা এরা দেশের মানুষকে কী ভাবে !
১৮ | লিখেছেন প্রকৃতিপ্রেমিক (তারিখ: বুধ, ৩১/১২/২০০৮ - ৭:৪৭পূর্বাহ্ন)
এর সাথে দুটা কথা যোগ করি।
এবার রাজনীতিবিদরা জনগনের পাল্স বুঝতে পারেনি। জনসভায় মানুষ এসেছে তারা কী বলে সেটা শোনার জন্য, চেহারা দেখতে আর মানুষ আসে বলে আমার মনে হয়না। ওরকম একটা সভা এখন করুকনা, দেখা যাবে হায়ার না করলে কয়জন আসে। (দুই দলের জন্যই প্রযোজ্য)।
শালা দুইটা ব্যালট পেপার নষ্ট করেছে । আইনে কি আছে নাকি এই সুযোগ ?
ধরে নিতে পারি মিছিলে যারা এসেছিল সবাই ভাড়া করা লোক । তাহলে বুঝতে হবে লোকের মাথায় আজকাল আগের থেকে বেশি বুদ্ধি থাকে । মিছিলে গিয়ে টাকা নিয়েছে, পরে আবার ভোটটা যাকে দেয়া উচিত মনে করেছে তাকেই দিয়েছে
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
মন্তব্য
শেষ পর্যন্ত ঐ আসনে জিতেছিলো কে?
মওদুদ ভাইয়াকে ইউ.এস. হোমিও কম্প্লেক্সে যেতে হবে না তো আবার?
হাঁটুপানির জলদস্যু
কিন্তু মানবজমিনের সংবাদে বলা হয়েছে যে মওদুদ আহমদ ভোটই দিতে পারেন নি। আমাদের সময়ের সংবাদে আস্থা রাখা যায় না।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
এধরনের ঘটনা গতবার সিলেট-১ আসনে হয়েছিল বলে মনে পড়ে। ব্যালট পেপার দুইবার ইস্যু করার তো কথা নয়!
হে হে হে
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
২০০১ এর নির্বাচনে সিলেট-১ এর মুহিত নিজের মার্কা নৌকার বদলে ভুলে বই মার্কায় সীল মেরেছিলেন। তাঁকে মনে হয় ২য় সুযোগ দেয়া হয়নি।
বেচারা! পিপিদা'র মত আমারো প্রশ্ন ব্যালট পেপার দুইবার দেবার নিয়ম কি আছে?
_______________
এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।
_______________
::সহজ উবুন্টু শিক্ষা::
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
হায়রে মওদুদ কত রঙ্গই দেখাইলি
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
খালেদা জিয়া ভোট প্রত্যাখান করেছেন:
http://news.bbc.co.uk/2/hi/south_asia/7805342.stm
এইটা অনেক বড় রঙ্গ।
আবার লিখবো হয়তো কোন দিন
ভদ্রমহিলার এবার উচিত ছিল সব দায় দায়িত্ব মাথা পেতে নিয়ে দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানো - তা না করে আবার নির্লজ্জভাবে কথা বলছে ! ভেবে পাইনা এরা দেশের মানুষকে কী ভাবে !
নন্দিনী
দ্বিতীয়বার ভোট দেবার সুযোগটাই দেয়া ঠিক হয়নাই।
--------------------------------------------------------
বিএনপি না আসার কারণসমূহঃ
১। তারেক, কোকোর দুর্নীতি। মানুষের চোখের সামনে হারিছ,লালু, ভুলু, ফালু, দুলু, মামুনের আঙ্গুল ফুলে তিমিমাছ হওয়া;
২। জামাতিদের সাথে জোট - তাও আবার ডিসেম্বরে ইলেকশান;
৩। ভাষণে সেই পুরানো - তাবেদার, করদ রা, ইসলাম, স্বাধীনতা, সার্বভৌমত্ব, প্রভু ইত্যাদি শব্দের বহুল ব্যবহার;
৪। কিবরিয়া, আহসানঊল্লাহ, আইভি রহমান হত্যার বিচার না হওয়া ও শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা;
৫। পিএসসি, সুপ্রীম কোর্ট, নির্বাচন কমিশন নির্লজ্জ দলীয়করণ করা;
৬। খালেদার জন্মদিন ১৫ আগষ্ট করা;
৭। সর্বোপরি, ফালুর সাথে খালেদার অনৈতিক সর্ম্পকের কথা প্রকাশিত হওয়া;
আজকের প্রথম আলো-তে এইটা দেখে মজাক পাইলাম ব্যাপক...আগে রাজনীতিবিদরা জনগনরে বাঁশ দিতো, এখন জনগন উল্টা দিতাছে
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
জনগনের মাইর ভোটের দিনে। প্রতি ৫ বছর পর পর তো, তাই ডোজ বেশী পড়ে যায়। আ.লীগ উল্টা পাল্টা করলে এরচে ভয়াবহ ফলাফল হবে আগামীতে।
সহমত...মন্দের ভালো হিসেবেই ভোট পেয়েছে তারা
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
এর সাথে দুটা কথা যোগ করি।
এবার রাজনীতিবিদরা জনগনের পাল্স বুঝতে পারেনি। জনসভায় মানুষ এসেছে তারা কী বলে সেটা শোনার জন্য, চেহারা দেখতে আর মানুষ আসে বলে আমার মনে হয়না। ওরকম একটা সভা এখন করুকনা, দেখা যাবে হায়ার না করলে কয়জন আসে। (দুই দলের জন্যই প্রযোজ্য)।
সকালে অফিসে এসেই মওদুদের এই ঘটনা শুনে কিছুক্ষণ হেসে নিয়েছিলাম। এখানে এসে আবার হাসলাম।
=============================
দ্বিতীয়বার ব্যালট পেপার দিল কিভাবে!!
............................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
শালা দুইটা ব্যালট পেপার নষ্ট করেছে । আইনে কি আছে নাকি এই সুযোগ ?
ধরে নিতে পারি মিছিলে যারা এসেছিল সবাই ভাড়া করা লোক । তাহলে বুঝতে হবে লোকের মাথায় আজকাল আগের থেকে বেশি বুদ্ধি থাকে । মিছিলে গিয়ে টাকা নিয়েছে, পরে আবার ভোটটা যাকে দেয়া উচিত মনে করেছে তাকেই দিয়েছে
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
নতুন মন্তব্য করুন